|
|
|
|
মুখে ফুটন্ত তেল |
তরুণীকে ‘শাস্তি’ বিয়েতে নারাজ প্রেমিকের |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ফুঁসলে সহবাসের পরে বিয়ে করতে না-চাওয়ায় প্রতিবাদ করলে এক তরুণীর মুখে ফুটন্ত তেল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার হজরতপুর অঞ্চলের রাঘবপুর এলাকায় ঘটনাটি ঘটে। ওই তরুণীটি বিবাহ বিচ্ছিন্না। তাঁর ২ বছর বয়সী ছেলেও রয়েছে। তরুণীটির বক্তব্য, থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশ নেয়নি। শনিবার ওই তরুণী দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে অত্যাচারের চিহ্ন দেখিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত তরুণ, তাঁর বাবা-মা সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ সুপার বলেন, “তরুণীর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি দেখছেন।” অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দোর্জি জানান, ফেরার অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। অভিযুক্ত আক্রম অবশ্য এ দিন দাবি করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
কুশমন্ডি থানার একটি গ্রামে বাড়ি তরুণীর। তাঁর অভিযোগ, “গত ৬ মাস ধরে গঙ্গারামপুরে একটি বেসরকারি নার্সিংহোমে প্রশিক্ষণ নেওয়ার সময়ে অভিযুক্ত আক্রমের সঙ্গে আলাপ। আক্রম তাঁকে বাড়িতে নিয়ে যেত। আক্রম তাঁকে বিয়ের টোপ দিয়ে ফুঁসলে দিনের পর দিন সহবাস করেন।” গত মঙ্গলবার ১ জানুয়ারি প্রথম তিনি প্রেমিকের বাড়িতে গিয়ে বিষয়টির প্রতিবাদ করে প্রহৃত হন। সেদিন তপন থানায় গিয়ে প্রেমিকের বিরুদ্ধে তাঁর ইচ্ছের বিরুদ্ধে সহবাস, মারধর ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। ৩ জানুয়ারি ফের প্রেমিকের বাড়িতে বিচার চাইতে গেলে তাঁর মা কড়াইয়ের গরম তেল হাতায় তুলে তাঁর মুখে ছিটিয়ে দেন পুলিশের কাছে অভিযোগ করেন। থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি বলে তাঁর দাবি। তপন থানার ওসি জয়ন্ত দত্ত এদিন বলেন, “অভিযুক্ত প্রেমিকের নাম আক্রম সরকার। তরুণীর অভিযোগক্রমে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৩ এবং ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ না নেওয়ার নালিশ ঠিক নয়। তরুণীর মুখে গরম তেল ছিটিয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। রান্না করতে গিয়ে গরম তেল ছিটে পড়েছে বলে মনে হচ্ছে।” কিন্তু, তরুণীর অভিযোগ, “আমাকে মারধর করে গরম তেল ছিটিয়ে মেরে ফেলার চেষ্টা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ শাস্তিমুলক ব্যবস্থা নিতে হবে।” |
|
|
|
|
|