তরুণ প্রজন্মকে আরও বেশি করে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন মেদিনীপুর স্পোটর্স ডেভেলপমেন্ট আকাডেমির চেয়ারম্যান দীপক সরকার। শনিবার ‘রেড ক্যাসেল’ ক্লাবের উদ্যোগে মেদিনীপুর শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে হাজির থেকে এই আহ্বান জানান দীপকবাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পান্ডা, প্রাক্তন বিধায়ক সন্তোষ রাণা প্রমুখ। এই শিবিরে সব মিলিয়ে ৬৮ জন রক্তদান করেন। উদ্যোক্তারা এক ছাত্রের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেন। খড়্গপুর শহরের সোনামুখীর বাসিন্দা ওই স্কুলছাত্র মনোজ সিংহ ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য তার পরিবারের লোকের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের বক্তব্য, এক অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই পদক্ষেপ। এ ভাবে সকলে এগিয়ে এলে ওই ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
|
স্বেচ্ছ্বাসেবী সংগঠন ‘নিবেদন’-এর উদ্যোগে সম্প্রতি বিনাব্যয়ে চক্ষুরোগ প্রতিরোধ শিবির অনুষ্ঠিত হয়। সেখানে ১৬০ জনের চক্ষু পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এঁদের মধ্যে যে সমস্ত দুঃস্থ মানুষের ছানি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের অস্ত্রোপচার ও চশমার ব্যবস্থা নিখরচায় করা হবে।
|
চিচুড়িয়া সুভাষ সমিতি এবং রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবির হল চিচুড়িয়ায়। আয়োজক সংস্থার সম্পাদক দীনেশ চক্রবতী জানান, ৯৪ জনের চোখ পরীক্ষা করা হয়েছে। বিনা খরচে তাঁদের মধ্যে ৫০ জনের ছানি অপারেশন করা হবে।
|
পুলিশের উদ্যোগে রক্তদান শিবির হল কোলাঘাটে। রবিবার সকালে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবির শতাধিক ব্যক্তি রক্ত দেন। উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চোধুরী, তমলুকের এস ডি পি ও পারিজাত বিশ্বাস প্রমুখ। |