|
|
|
|
চা বাগানে শিশুশ্রম, পুলিশে অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগে একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় এফআইআর করল দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে কার্শিয়াংয়ের শিমুলবাড়ি চা বাগানে। পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম এবং শ্রম দফতরের আধিকারিকরা ওই বাগানে গিয়ে ৩০ জন শিশুকে উদ্ধার করে। সেই সময় তারা চা বাগানে ডলোমাইট ছেটানোর কাজ করছিল। তাদের গাড়িধুরা থানায় নিয়ে গিয়ে পুলিশের মাধ্যমে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। বাগান কর্তৃপক্ষ কিছু বলতে চাননি।
কার্শিয়াংয়ের এসডিপিও লামা নরবু ভুটিয়া বলেন, “শিশু শ্রমিকদের উদ্ধার করে অভিভাবকদের হাতে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” কার্শিয়াংয়ের অ্যাসিট্যান্ট লেবার কমিশনার সঞ্জয় কুমার টুডু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন পুলিশের কাছে। তিনি বলেন, “খুব সামান্য টাকায় শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছিল। শিশুদের দিয়ে শ্রমিকের কাজ করানো কোনওভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।” দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার জানান, বেশ কিছুদিন ধরেই চা বাগানে ডলোমাইট ব্যবহারের কাজে ৯ থেকে ১২ বছরের শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়েছে।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ওই ছাত্রছাত্রীদের ৩৫ টাকায় হাজিরা দিয়ে কাজ করানো হচ্ছিল। সাধারণ শ্রমিকদের ওই কাজ করাতে হলে ৯০ টাকা করে দিতে হত চা বাগান কর্তৃপক্ষকে। অমিতবাবু বলেন, “ওই এলাকায় বেশিরভাগ মানুষ গরিব। সে সুযোগ কাজে লাগিয়েই চা বাগান কর্তৃপক্ষ শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করেছে। ডলোমাইটের কাজ করায় তাদের ভয়াবহ শারীরিক ক্ষতি হচ্ছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা অসুস্থ হয়ে পড়বে। আমরা এফআইআর দায়ের করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।” এ দিন ওই চা বাগানের ম্যানেজারের মোবাইলে ফোন করে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বাইরে গিয়েছেন বলে জানানো হয়। |
|
|
|
|
|