প্রতি ব্লকে চালু হবে আইনি সহায়তা কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জেলা আদালতে মামলার চাপ কমাতে মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে আইনি সহায়তা কেন্দ্র ‘লিগ্যাল এইড ক্লিনিক’ চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন জেলা জজ শ্যামল গুপ্ত। রবিবার আদিবাসী অধ্যুষিত বাহাদুরপুরে এক আইনি সচেতনতা শিবিরে এসে তিনি জানান, ফরাক্কায় ব্লক পর্যায়ে ৩ ফেব্রুয়ারি এই লিগ্যাল ক্লিনিক চালু হবে। শ্যামলবাবু বলেন, “ছোটখাটো বিষয়ে বিরোধ মেটানোর জন্য এই লিগ্যাল এইড ক্লিনিক তৈরি করা হচ্ছে। সেখানে মাসে এক বার করে জেলা আদালতের বিচারকেরা এসে বিরোধ মেটাবেন। এতে করে দরিদ্র গ্রামবাসীদের বিচার পেতে আর জেলা সদর শহরে যেতে হবে না।” ফরাক্কার বিডিও সুব্রত চক্রবর্তী বলেন, “গত ৫ অগস্ট প্রশাসনিক পর্যায়ে সিদ্ধান্ত হয় জেলার প্রতিটি ব্লক থেকে ১টি করে পঞ্চায়েতকে বেছে নিয়ে সেখানে আইনি সহায়তা কেন্দ্র গড়ে তোলার। সেই সব পঞ্চায়েতে মানুষকে আইনি পরামর্শ দেওয়ার জন্য প্যারা লিগ্যাল ভলেনটিয়ার নিয়োগ করা হবে। এ দিন জেলা জজের পরামর্শে প্রতিটি ব্লকে ‘লিগ্যাল এইড ক্লিনিক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছোটখাটো বিবাদের নিষ্পত্তি হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি বাস গাছে ধাক্কা মারলে ৩০ জন জখম হন। আহতদের মধ্যে ৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ৪ জনের করিমপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল নাগাদ ওই বাসটি করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। সেই সময় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর বাজিতপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে বাসটি ধাক্কা মারতেই এই বিপত্তি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটির যান্ত্রিক গোলযোগের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে।
|
|
ছুটির দিনে মতিঝিল মসজিদে। —নিজস্ব চিত্র। |
|
জমি বিবাদে খুন পলশুণ্ডায় |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
পলশুন্ডা বাজার থেকে বাড়ি ফেরার পথে খুন হলেন রিয়াজ উদ্দিন মণ্ডল (৫৪) নামে এক ব্যক্তি। বাড়ি তেহট্টের দিগবরেয়া গ্রামে। শুক্রবার রাতে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাড়ির অদূরেই ফাঁকা রাস্তায় তাঁকে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে। মৃতের ছেলে সাদ্দাম মণ্ডল ওই রাতেই ৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ওবাইদুল্লা সেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
স্কুলের তালা ভেঙে প্রধান শিক্ষকের ঘর থেকে প্রজেক্টর, কম্পিউটার, ওয়েব ক্যাম-সহ বেশ কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে তেহট্টের সাহেবনগর হাই স্কুলে চুরির পরে রবিবার সকালে পুলিশের কাছে অভিযোগ হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
নবদ্বীপ নৌকায় করে বাড়ি ফেরার পথে গঙ্গায় তলিয়ে গেলেন বছর তিরিশের এক যুবক। তার নাম শেখ ওয়াহিদ মির। বাড়ি নবদ্বীপের বামুনপুকুর গ্রামে। রবিবার সন্ধ্যায় পেশায় রাজমিস্ত্রি ওই যুবক বাড়ি ফেরার পথে নদীতে পড়ে যান।
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
সরকারি বাসের ধাক্কায় মিলন শেখ নামে এক বালক জখম হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে ওই বালক রাস্তার পর হওয়ার সময় বড়ঞার মজেলেশপুর মোড়ে বহরমপুরগামী এক সরকারি বাসের ধাক্কায় আহত হয়। জখম ওই বালককে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বহরমপুরে পাঠানো হয়েছে।
|
|
শীতের পদ্মা পেরিয়ে। ছবি: বিশ্বজিৎ রাউত। |
|