টুকরো খবর
ফের ঊর্বশীর উপর হামলা বাঁয়া গণেশের
ফের বাঁয়া গণেশের হামলা। শনিবার রাতে জলদাপাড়ার পিলখানায় ঊর্বশী নামে একটি কুনকি হাতিকে দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উর্বশীর ক্ষতস্থানে পাঁচবার সেলাই করতে হয়েছে। পরপর বাঁয়া গণেশের হামলায় ঊর্বশী দুর্বল হয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। গত ১ জানুয়ারি শনিবার রাত পর্যন্ত দু’দফায় উর্বশীর ওপর হামলা চালাল বাঁয়া গণেশ। বন দফতর সূত্রে জানা গিয়েছে প্রায় ৬২ বছরের কুনকি হাতি ঊর্বশী বয়সের ভারে দুর্বল হয়ে পড়ায় তাকে দিয়ে কাজ করানো বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার রাতে হলং পিলখানায় বাঁয়া গণেশের আক্রমণের পরে পটকা ফাটিয়ে বন কর্মী ও মাহুতরা পিলখানাতে ছুটে এলে সে ফের বনে পালিয়ে যায়। পিলখানা ঘিরে রাখা ব্যাটারি চালিত বৈদ্যুতিক তারে কেন শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে বন দফতর জানিয়েছে। তবে ঝুঁকি এড়াতে রবিবার থেকে হলং পিলখানার চার পাশের দিন, রাত সর্বক্ষণই তারে বিদ্যুৎ সংযোগ থাকবে বলে জানিয়েছেন, কোচবিহারের ডিএফও রাজেন্দ্র জাখর। গত আট দিন আগে জলদাপাড়া জঙ্গলে বাঁয়া গণেশের আনাগোনা শুরু হয়। পিলখানা থেকে হলং নদীতে স্নান করতে নিয়ে যাবার সময় ঝোপের আড়াল থেকে ঊর্বশীকে দেখে তার “মস্তি” হয় বলে মনে করা হচ্ছে। এর পরেই শুরু হয়েছে হামলা।

গন্ডারের মৃত্যু
দু’টি গন্ডারের মৃত্যু হয়েছে কাজিরাঙায়। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন, কোহরা রেঞ্জে লেংটাজান শিবিরের কাছে কাদার মধ্যে মেলে একটি স্ত্রী গন্ডারের দেহ। অনুমান, চোরা কাদায় আটকে পড়ে গন্ডারটি আর উঠতে পারেনি। এ ছাড়া বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে আর একটি গন্ডারও। নতুন বছরে এই প্রথম গন্ডারের মৃত্যু সংবাদ মিলল। গত বছর ৭০টি গন্ডার মারা যায় এই অরণ্যে। ২৫টি মারা পড়ে চোরাশিকারিদের হাতে, বন্যায় ডুবে মারা যায় ২৩টি। এ ছাড়া অসুখবিসুখ বা বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটে ২২টি গন্ডারের। পৃথক ঘটনায়, ডিফু পুলিশ, লাটু কুটুম নামে এক চোরা শিকারিকে গ্রেফতার করেছে। তাকে জেরা করে, বোকাখাত থেকে, মাটিতে পুঁতে রাখা একটি .৩০৩ রাইফেল উদ্ধার হয়।

শহরে ডগ শো
আদর। শহরের ডগ শো-তে তোলা নিজস্ব চিত্র।
মেদিনীপুর শহরের নতুনবাজারের নেতাজী অ্যাথলেটিক ক্লাব এবং স্থানীয় শিশুউদ্যান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ‘ডগ শো’-এর আয়োজন করা হল। রবিবার শিশুদ্যান প্রাঙ্গণেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিলেন স্থানীয় কাউন্সিলর মৃণাল চৌধুরী। মৃণালবাবু জানান, ‘ডগ শো’-এর এ বার তৃতীয় বর্ষ। বিভিন্ন প্রজাতির কুকুর নিয়ে ২১০ জন প্রতিযোগি এতে যোগ দেন। বিভিন্ন প্রজাতির কুকুর দেখতে ভিড় করেন উৎসাহী মানুষজন।

হাতির হানায় বৃদ্ধের মৃত্যু
হাতির হানায় শালবনিতেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম অনন্ত সিংহ (৬০)। তাঁর বাড়ি গড়মালে। রবিবার ভোরে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অনন্তবাবু। তখনই একটি হাতি তাঁর উপর হামলা চালায়। মাটিতে ফেলে পা দিয়ে তাঁর বুকে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যান অনন্তবাবু। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির দল যখন ওই এলাকা দিয়ে লালগড়ের দিকে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। হাতির দলের দাপটে এলাকার তিনটি মাটির বাড়িও ভেঙেছে। খবর পেয়ে এ দিন সকালে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিক-কর্মীরা।

বিষাক্ত ইন্টারনেট
৮৩০ মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে ইন্টারনেট ও এই ধরনের যোগাযোগ প্রযুক্তি। দাবি করলেন অস্ট্রেলীয় গবেষকরা। আরও জানালেন, ২০২০ সালে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ট্রেনের নীচে বাইসন
তিনটি হাতির পরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বাইসনের। শনিবার গভীর রাতে চালসা ও নাগরাকাটার মাঝে চাপড়ামারি জঙ্গলের মধ্যে রেললাইনের ধারে বাইসনটির দু’টুকরো দেহ মিলেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.