টুকরো খবর
শুরু রামমোহন মেলা
রামমোহন মেলা শুরু হল খানাকুলে। রবিবার রাধানগরের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অরিন্দম রায়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমান, খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ প্রমুখ। রামমোহন মেলা কমিটির উদ্যোগে এই মেলা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। মাঝে ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক অশান্তির কারণে দু’বছর বন্ধ থাকার পর ২০০০ সাল থেকে পুনরায় শুরু হয় এই মেলা। মেলার বিভিন্ন দিনে থাকছে রামমোহন ও রবীন্দ্রনাথের উপরে প্রদর্শনী। এ ছাড়াও বিজ্ঞান ও হস্তশিল্পের প্রদর্শনী থাকছে।, আটদলের ফুটবল প্রতিযোগিতার মতো নানা বিষয় সামিল করা হয়েছে।

ফুটবলে জয়ী মেমারির দল
শীতের রোদ গায়ে মেখে নানান ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে হুগলি জেলা জুড়ে। রবিবার আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল ছ’টি দলের মধ্যে একদিনের ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে বর্ধমানের মেমারি আদিবাসী অ্যাকাডেমি ২-০ গোলে বাঁকুড়ার চাকনি এম এম একাদশকে পরাজিত করে। গোল দু’টি করেন শিবনাথ মান্ডি। ম্যাচ ও প্রতিযোগিতার সেরাও হয়েছেন তিনি। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক স্বরূপ দাস, বিধায়ক দিলীপ যাদব প্রমুখ।

খানাকুলে স্মরণসভা
কথা সাহিত্যিক শওকত ওসমানের ৯৬তম জন্ম উৎসব পালিত হল খানাকুলের শাবলসিংহপুরে। বুধবার স্থানীয় ইউথফরিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয় শওকত ওসমান স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে। নাচ, গান, কবিতাপাঠের ব্যবস্থা ছিল। আলোচনার মাধ্যমে স্মরণ করা হয় শওকত সাহেবকে।

শ্রীরামপুর বইমেলা
তৃতীয় বার্ষিক শ্রীরামপুর বইমেলা গত ৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ১৩ জানুয়ারি পর্য্যন্ত। পুরসভার উদ্যোগে মেলা চলছে স্টেশন-সংলগ্ন গাঁধী ময়দানে। মেলার উদ্বোধন করেন কবি মৃদুল দাশগুপ্ত। পুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মিছিল বেরোয়। মেলার উদ্যোক্তা পুরসভার মেয়র অমিয় মুখোপাধ্যায় জানান, ৪২টি স্টল থাকছে মেলায়। উইলিয়াম কেরির আড়াইশো বছর পূর্তি উপলক্ষে তাঁকে উৎসর্গ করা সাজানো হয়েছে প্রাঙ্গণ।

আরামবাগে সচেতনতা শিবির
নারী ও শিশু উন্নয়ন সংক্রান্ত সচেতনতা শিবির হল আরামবাগ মহকুমাশাসকের সভাগৃহে। ছিলেন মহকুমাশাসক অরিন্দম রায়, সাবডিভিশনাল লিগাল এইড অথরিটির সভাপতি অমরেন্দ্রনাথ রায়। উদ্যোক্তা, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।

বাসে আগুন
আগুনে পুড়ে গেল একটি বাস। রবিবার, কোনা এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, ৩০ জনের একটি দল পিকনিক করে ফেরার সময়ে সাঁতরাগাছি স্টেশনের কাছে হঠাৎ ইঞ্জিন থেকে বাসে আগুন লাগে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভায়। এর জেরে আধ ঘণ্টা কোনা এক্সপ্রেসওয়েতে যানজট হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.