টুকরো খবর
ধর্ষণের চেষ্টার পরে কিশোরীর গায়ে আগুন
ধর্ষণের চেষ্টার প্রমাণ লোপাটে কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল এক যুবক ও তার বাবা-মা। উত্তরপ্রদেশের শঙ্করগড়ে জিগনা গ্রামের ঘটনা। শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে ১৫ বছর বয়সী মেয়েটির। এর মধ্যেও হাসপাতালের বেডে শুয়ে সে পুলিশকে ওই ঘটনার পুরো বিবরণ দিয়েছে। মেয়েটি জানিয়েছে, রবিবার সকালে জ্ঞান পটেল নামে প্রতিবেশী এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনও মতে তখনকার মতো সে পালাতে সক্ষম হয়। পরে রাতে জ্ঞান ও তার বাবা-মা মেয়েটির বাড়িতে চড়াও হয়। ওই সময় বাড়িতে একা ছিল মেয়েটি। তিন জনে মিলে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। গোটা শরীর যখন জ্বলছে, তখন যাওয়ার সময় পটেলরা জানিয়ে যায়, ধর্ষণের চেষ্টার কথা পাঁচ কান করলে তার পরিবারের সকলের জীবন বিপন্ন হবে। এএসপি (অপরাধ) অরুণকুমার পাণ্ডে এই খবর জানিয়ে বলেন, “শঙ্করগড় থানার পুলিশকে এফআইআর দায়ের করে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

প্যান্ট্রি কামরা লাগাতে নির্দেশ অধীরের
হাওড়া-জৈয়সলমের এক্সপ্রেসে প্যান্ট্রি কামরা লাগানোর নির্দেশ দিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। গত সপ্তাহে রাজস্থানে রেলের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জয়পুর গিয়েছিলেন অধীরবাবু। সেখানেই তিনি জানতে পারেন হাওড়া থেকে জৈয়সলমেরের মধ্যে যে একটি মাত্র সরাসরি ট্রেন চলে তাতে কোনও প্যান্ট্রি কামরা নেই। প্রায় ৩৯ ঘন্টার সফরে যাত্রীদের মূলত স্টেশনের খাবারের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। বিষয়টি জানতে পেরে অবিলম্বে ওই ট্রেনে একটি প্যান্ট্রি কামরা লাগানোর নির্দেশ দেন। অধীরবাবু বলেন, “সত্যজিৎ রায়ের সোনার কেল্লা-র কারণে সারা বছর ধরেই পশ্চিমবঙ্গ থেকে পর্যটক আসেন ওই মরু শহরে। ট্রেনে কোনও প্যান্ট্রি কামরা না থাকায় যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছিল। তাই যত দ্রুত সম্ভব ওই কামরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে অন্তত যাত্রীরা ট্রেনে রান্না করা টাটকা খাবার পেতে পারেন।”

গ্রেফতার আট জন
৪ জন প্রাক্তন বিএলটির সদস্যকে খুনের অভিযোগে ৮ জনকে ধরল সিবিআই। শনিবার রাতে কোকরাঝাড় থানা এলাকার জয়পুরে অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরেছে। ধৃতদের নাম মইজউদ্দিন আকন্দ, সাহাজউদ্দিন শেখ, মোজাম্মিল আলি, আব্দুল রেজ্জাক আকন্দ, কালিমউদ্দিন শেখ, সাহান আলিমন্ডল, রফিকুল আলি শেখ ও মহেন আলি মণ্ডল। সকলেরই জয়পুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। গত ২০ জুলাই রাতে জয়পুর নামাপাড়া গ্রামে বেশ কয়েক জন দুষ্ক্তী ধারালো অস্ত্র দিয়ে ৪ প্রাক্তন বিএলটি সদস্যকে খুন করে। এই ঘটনার পরে বিটিএডি এলাকায় গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আইওসি আগুনে তিন জনের মৃত্যু
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(আইওসি) হাজিরা ডিপোর অগ্নিকাণ্ডে মৃত ৩। দমকল বাহিনী ২১ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। উদ্ধারকার্য চলছে এখনও। মৃতদের মধ্যে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। প্রত্যেকেই ইন্ডিয়ান অয়েলের চুক্তিবদ্ধ কর্মচারী। রবিবার বিকেলে দুর্ঘটনাস্থলে আসেন কেন্দ্রীয় তেল মন্ত্রী বীরাপ্পা মইলি। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৩৫ কোটি টাকার পেট্রোল পুড়ে গিয়েছে। পরিকাঠামোগত ক্ষতির পরিমাণ আরও ১০ কোটি। ঘটনার যথাযথ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার দুপুরে হাজিরা ডিপোর ন’টি তেলের ট্যাঙ্কের মধ্যে একটিতে আগুন লেগে যায়। অন্যান্য ট্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুন আয়ত্তে আনতে পারার জন্য দমকল বাহিনীর প্রশংসাও করেন মইলি।

মহিলার জয়ে গর্বিত বচ্চন
মেয়েরা কোনও অংশেই কম শক্তিশালী নয় ছেলেদের তুলনায়। কেবিসি সঞ্চালনা করতে গিয়ে এমনই অভিজ্ঞতা অমিতাভ বচ্চনের। অনুষ্ঠানটিতে সর্ব্বোচ্চ মূল্যের অর্থ পুরস্কার হিসেবে পাঁচ কোটি টাকার জ্যাকপট জিতেছেন এক গৃহবধূ। প্রতিক্রিয়ায় অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, সম্প্রতি এক জন তরুণীর সঙ্গে যা ঘটেছে তা আমাদের লজ্জা। এই সময়ে এক জন মহিলাই দেখিয়ে দিলেন যে কোনও অংশেই তাঁরা কম যান না পুরুষদের থেকে। মহিলার এই জয়ে তিনি গর্বিত বলে জানান সত্তর বছরের অভিনেতা।

রাজধানীর শীতলতম দিন
দিল্লি-সহ সারা উত্তর ভারতে শৈত্যপ্রবাহ বহাল থাকল রবিবারও। উত্তর ভারতে নানা জায়গায় এই শৈত্যপ্রবাহে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শুধু উত্তরপ্রদেশেই এ দিন শৈত্যপ্রবাহের কারণে মারা গিয়েছেন ১৫ জন। রবিবার এ মরসুমের শীতলতম দিন দেখল দিল্লি। এ দিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি। গত পাঁচ বছরে জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা এতটা নীচে কখনও নামেনি। তবে মুজফ্ফরনগরের সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি। হিসারের সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি। নারনাউলে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নীচে নেমে গিয়েছে।

স্ট্যালিনকেই চান করুণানিধি
ছোট ছেলে স্ট্যালিনই যে দলে তাঁর উত্তরসূরি হতে চলেছেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন ডিএমকে সভাপতি করুনানিধি। এক ধাপ এগিয়ে আজ তিনি জানান, সুযোগ পেলে একমাত্র স্ট্যলিনকেই মনোনীত করবেন তিনি। করুণানিধি বলেন, “ডিএমকে একটা গণতান্ত্রিক দল। কাউকে যদি এই দলের সাধারণ সম্পাদক বা সভাপতির পদে বসতে হয় তবে তাঁর নাম দলের সাধারণ পরিষদে প্রস্তাবিত হতে হবে।” সভাপতি বলেন, “যে কোনও এক প্রার্থীর নাম মনোনীত করার সুযোগ পেলে আমি স্ট্যালিনের নামই বলব। কারণ দলের সাধারণ সম্পাদকও স্ট্যালিনের নামই প্রস্তাব করেছেন।” করুণানিধির এ হেন মন্তব্যে বিরক্ত হয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগলেন তাঁরই বড় ছেলে আলাগিরি। আলাগিরির ভাষায় “ডিএমকে ধর্ম প্রতিষ্ঠান বা মঠ নয়।”

ধর্ষণের বদলে
‘ধর্ষণ’ শব্দটি বদলে ‘যৌন হয়রানি’ করা উচিত, মত ওড়িশার বিজেডি সাংসদ বৈজন্ত পাণ্ডার। নারী নির্যাতনে দোষীদের শাস্তি দিতে বিচারব্যবস্থা ও পুলিশের ক্ষমতাকে বাড়ানোর উদ্দেশ্যেই তাঁর এই প্রস্তাব। বর্মা কমিটিকে এই প্রস্তাব দেন তিনি। এর ফলে ধর্ষণ ছাড়াও অন্যান্য যৌন হয়রানিতে দোষীদের শাস্তি দেওয়া সম্ভব হবে। সুবিচার পাবেন নির্যাতিতারা।

ভারত-পাক গুলি বিনিময়
ভারতীয় ও পাক সেনাদের মধ্যে গুলি বিনিময় হল বারামুলা জেলার উরি সেক্টরে। মেজর জেনারেল জানিয়েছেন, পাক সেনারা ভোর তিনটে নাগাদ গুলি চালায়। একটা নির্দিষ্ট জায়গাকে লক্ষ্য করে গুলি চালায়। এক মাসে অন্তত ১২ বার যুদ্ধবিরতি অমান্য করেছে তারা।

খুনিদের সম্মান
ইন্দিরা গাঁধীকে হত্যার দায়ে ২৪ বছর আগে এই দিনে প্রাণদণ্ড হয় সতবন্ত সিংহ ও কেহর সিংহের। রবিবার তাদের দু’জনকে শহিদের সম্মান জানায় অকাল তখত। সতবন্তের বাবা ত্রিলোক সিংহের হাতে ‘শিরোপা’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন শিরোমনি অকালি দলের সভাপতি তথা প্রাক্তন সাংসদ শিমরনজিৎ সিংহ মান। ছিলেন অন্য অকালি নেতারাও।

প্রসেনজিতের পাল্টা মঞ্চ ১৩ই
আগামী ১৩ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি প্রগতিশীল-গণতান্ত্রিক মঞ্চ প্রকাশ্যে আনবেন সিপিএম থেকে বহিষ্কৃত নেতা প্রসেনজিৎ বসু। সিপিএম (পঞ্জাব), কেরলে নিহত নেতা টি পি চন্দ্রশেখরনের দল রেভোলিউশনারি মার্ক্সিস্ট পার্টি-সহ বেশ কিছু সংগঠনের ওই মঞ্চে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রসেনজিৎ জানিয়েছেন, মঞ্চে অংশগ্রহণকারী প্রত্যেক সংগঠনকে সমান মর্যাদা দেওয়া হবে। সিপিএম-ত্যাগী প্রসেনজিৎ ওই মঞ্চে তাঁর পুরনো দল থেকে আর কাউকে সামিল করতে পারেন কিনা, সেটাই দেখার।

মনোনয়ন
আগামী ১৬ জানুয়ারি থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা নেওয়া হবে। রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশে ধুবুরির জেলা শাসক কুমুদ কলিতা গত শুক্রবার থেকে নির্বাচন বিধি জারি করেছেন। আগামী ১৭ ও ১৮ জানুয়ারি মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.