ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার, রবীন্দ্র সরণিতে। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা এক ভাইঝি। পুলিশ জানায়, মৃত চন্দ্রশেখর দে (৬০) নন্দরাম সেন স্ট্রিটের বাসিন্দা। এ দিন তিনি দুই ভাইঝি দেবলীনা (১৯) ও শারদীয়াকে (১৫) নিয়ে ঘুরতে বেরোন। ফুটপাথে দাঁড়িয়ে গল্প করছিলেন তাঁরা। তখন একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দিকে এগিয়ে আসে। চন্দ্রশেখরবাবু ঠেলে ভাইঝিদের সরালেও তাঁকে ধাক্কা মারে ম্যাটাডরটি। এর পরে সেটি ধাক্কা মারে একটি বন্ধ দোকানে। স্থানীয়েরাই চালককে ধরে থানায় জানান। পুলিশ জানায়, চালক রাজু যাদবকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছে গাড়িটিও। হাসপাতালে চন্দ্রশেখরবাবুকে মৃত ঘোষণা করা হয়। দেবলীনার অবস্থা আশঙ্কাজনক।
|
লাঞ্ছিত তরুণী অগ্নিদগ্ধ, ধৃত তিন কাবুলিওয়ালা |
এক কাবুলিওয়ালার বিরুদ্ধে শনিবার শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন বালিগঞ্জের এক তরুণী। রবিবার তিনি অগ্নিদগ্ধ হওয়ায় রহস্য দানা বেঁধেছে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। পুলিশ জানায়, নিজেই গায়ে আগুন দিয়েছেন বলে তরুণীটি চিকিৎসকদের জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই তরুণী দীর্ঘদিন ধরে অনটন ও অবসাদে ভুগছেন। অবসাদের কথা পুলিশকে লিখিত ভাবে জানিয়েছেন তাঁর মা। ওই তরুণী সম্প্রতি তিন জন কাবুলিওয়ালার কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ধার করেন। দু’জনকে টাকা ফেরতও দেন। শনিবার তিনি অভিযোগ করেন, টাকা না-পেয়ে অন্য এক কাবুলিওয়ালা বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেছে। অভিযুক্ত কাবুলিওয়ালাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে আরও দু’জন কাবুলিওয়ালাকে।
|
তপসিয়া, তিলজলা, কড়েয়ার পরে এ বার এন্টালিতে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি। রবিবার রাতে মতিঝিল কনভেন্ট রোডের ওই ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছে। পুলিশ গেলে তাদের লক্ষ করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। |