সভ্যতার শুরুতে সূর্যই ছিল শক্তির একমাত্র উৎস। একবিংশ শতকে দাঁড়িয়ে মানব সভ্যতাকে বাঁচাতে সূর্যের কাছে আত্মসমর্পণের আহ্বান জানালেন বিজ্ঞানী উয়ান লি। রসায়নে নোবেলজয়ী তাইওয়ানের এই বিজ্ঞানী জাতীয় বিজ্ঞান কংগ্রেসের এক মঞ্চে বলেন, “সূর্যালোক সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা তৈরি করে তা-ই উদ্ভিদ ও প্রাণীজগতের শক্তির উৎস। সূর্য থাকলে উদ্ভিদ থাকবে। এটা অনেকেই বোঝেন না। এশিয়ার মানুষেরা তুলনায় ভাগ্যবান। আমাদের সমাজ-সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সূর্য।” লি’র কথার সূত্র ধরে ভারতীয় বিজ্ঞানী রাজেন্দ্র পচৌরি বলেন, “কে কতটা বিজ্ঞানসম্মত ভাবে সূর্যের শক্তিকে ব্যবহার করতে পারছি সেটাই বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ।”
|
সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলমাল, বিক্ষোভ |
ফের অব্যবস্থা নিয়ে নাকাল হলেন বিজ্ঞান কংগ্রেসের আয়োজকেরা। শনিবার পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজেডসিসি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মহিলা বিজ্ঞান কংগ্রেসের উদ্যোক্তারা। সভাগৃহের আসনসংখ্যার দ্বিগুণেরও বেশি টিকিট বিলি করা হয়েছিল। বিনা টিকিটে ঢোকেন আরও হাজার খানেক লোক। তৈরি হয় চরম অব্যবস্থা। ইজেডসিসির প্রেক্ষাগৃহে ৯০০ জনের বসার আসন রয়েছে। ভিড় সামলাতে না পেরে শেষ পর্যন্ত পুলিশে খবর দেন আয়োজকেরা। পুলিশ গিয়েও লাভ হয়নি। অতিরিক্ত লোকদের বেরিয়ে যেতে বললে দর্শকেরা মারমুখী হয়ে ওঠেন। রাতে অব্যবস্থার প্রতিবাদে ইজেডসিসি-র সামনে বিক্ষোভ দেখানোও হয়। বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনের দিন থেকেই থাকা-খাওয়ার জায়গা নিয়ে নানা অভিযোগ উঠেছিল। কর্তারা জানিয়েছিলেন, হঠাৎ হাজার পাঁচেক প্রতিনিধি আসার ফলেই গোলমাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানের দায়িত্বে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলির কয়েকটি ঠিক মতো দায়িত্ব পালন না করার ফলেই আরও সমস্যা হয়েছে।
|
জয় হিন্দ
বিজ্ঞান কংগ্রেসে ডিআরডিও-র প্রদর্শিত ট্যাঙ্কে চড়েছে দুই খুদে। —নিজস্ব চিত্র |
|
মঙ্গল গ্রহে ফুল আবিষ্কার করলেন নাসা বিজ্ঞানীরা। নাম দিয়েছেন ‘মার্শিয়ান ফুল’। মঙ্গল গ্রহে লাল পাথরের মধ্যে যেন ফুটে রয়েছে মুক্তো রঙের এক গুচ্ছ ফুলের পাপড়ি। নাসা স্যাটেলাইট কিউরিওসিটি রোভার থেকে পাঠানো এই ছবি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। অধিকাংশ বিজ্ঞানীর বক্তব্য, এই মার্শিয়ান ফুল আসলে ফুল কিনা সন্দেহ রয়েছে। অনলাইনে এই একই অভিমত প্রকাশ করেছেন মহাকাশ-প্রেমী ভক্তকুলেরা। তাঁদের ধারণা, ছবিটি আসলে কোয়ার্টজ পাথরের।
|
নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করছে ফেসবুক। এই নতুন বৈশিষ্টটি চালু হলে ফেসবুকের গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন। এত দিন শুধু স্মার্ট ফোনের গ্রাহকরা এই সুবিধে পেত। কিন্তু এখন ফেসবুকের গ্রাহকরা ভয়েস বার্তা পাঠানো সমেত রেকডির্ংও করতে পারবেন সেই বার্তা। |