পাকিস্তান সিরিজ জিতে ফেলেছে ঠিকই, কিন্তু ভারতেরও অনেক কিছুর জন্য দিল্লি ম্যাচে নামার আছে। পাকিস্তান নামবে ক্লিন সুইপের লক্ষ্য নিয়ে। যা কিনা ওরা বহু দিন করে দেখাতে পারেনি। ভারতের কাছে আবার ৩-০ হোয়াইটওয়াশের চেয়ে ১-২ করাটা অনেক ভাল।
সিরিজ শুরুর আগে মনে হচ্ছিল, পাকিস্তানের চেয়ে অনেক ভাল টিম ভারত। ইতিহাসও ভারতের পক্ষেই বলছিল। কিন্তু পাকিস্তান যা খেলেছে, গোটা টিমটাকে যে রকম প্রতিজ্ঞাবদ্ধ দেখিয়েছে, তাতে ওদের কৃতিত্ব এখন দিতেই হবে। দু’টো ফর্ম্যাটে ওদের দু’জন অধিনায়ক। কিন্তু দু’জনকেই দেখলাম দরকারের সময় টিমকে ঠিক বের করে নিয়ে যাচ্ছে। গোটা সিরিজে হাফিজ এমন একটা ফর্মে ছিল যা বাকিদের কাছে উদাহরণ হিসেবে পেশ করা যায়। কী ব্যাটে, কী বলে। মিসবা খুব বেশি রান পায়নি। কিন্তু চাপের মুহূর্তে টিমকে অসম্ভব ভাল নেতৃত্ব দিয়েছে। যে ভাবে ও টিমের পেসার এবং স্পিনারদের ব্যবহার করল, তা নজরে পড়তে বাধ্য। সবচেয়ে বড় কথা, ও কখনওই ম্যাচকে হাত থেকে বেরিয়ে যেতে দেয়নি। সব সময় চেষ্টা করেছে বিপক্ষের উপর চাপ তৈরি করার। |
শেষ ম্যাচে ভারতকে খেলার ধরনধারণেও কিছু বদল আনতে হবে বলেও মনে করি। ইদানীং ওদের ফর্ম মোটেই ভাল যাচ্ছে না। তার উপর টিমটাকে দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। এই পরিস্থিতিতে নিত্যনৈমিত্তিক রুটিনকে পাল্টে ফেলে অন্য ভাবে কিছু করলে, তাতে কাজ দেয়। ভারতের শক্তি বরাবরই ব্যাটিং ছিল। দরকার হচ্ছে, টিমে নতুন কিছু ক্রিকেটার আনা। আর যারা আছে, তাদের কয়েক জনকে বিভিন্ন পজিশনে খেলানো। এটা করলে নতুন একটা ভাবনার আমদানিও হবে। রাহানেকে যেমন প্রথম তিনে আনা উচিত। আর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে উঠে আসতে হবে চার নম্বরে। ধোনি ফর্মে আছে। ওয়ান ডে-তে সব সময়ই ও মারাত্মক। ওকেই ব্যাটিং অর্ডারে উঠে এসে নতুন বলটা যত তাড়াতাড়ি সম্ভব খেলতে হবে, ভাঙন আটকাতে হবে। ক্রিকেটে বলা হয়, ফর্মে থাকা ব্যাটসম্যানেরই নতুন বল সবচেয়ে বেশি খেলা দরকার। ধোনিকেও সেটা করতে হবে। ও যদি উপরে উঠে রান পেয়ে যায়, তা হলে যুবরাজ-রায়নার মতো ক্রিকেটাররা, যারা কিনা সিরিজে তেমন রান পায়নি, অনেক খোলা মনে খেলতে পারবে।
ভারতীয় বোলাররা কলকাতায় খুব ভাল করেছিল। দিল্লিতেও নিশ্চয়ই সেটাই করতে চাইবে। ইশান্ত শর্মাও চাইবে কলকাতার মতো নিজের ঘরের মাঠেও ভাল কিছু করে দেখাতে। দিল্লিতে যা শীতের পরিবেশ দেখছি, তাতে পেসারদের সুবিধা পাওয়ার কথা। ভারত সামি আহমেদকে খেলিয়ে দেখতে পারে। ওর বয়স অল্প, হাতে ভাল গতি আছে। তা ছাড়া ভাল ফর্মেও আছে সামি। |