|
|
|
|
ত্রিপুরায় ভোট নিয়ে আশ্বাস কমিশনের |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
ত্রিপুরার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। তাঁর সঙ্গে ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্ম এবং সইদ নাজিম আহমেদ জাইদি।
রাজ্যের পাঁচটি স্বীকৃত রাজনৈতিক দল— সিপিআই, সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং এনসিপি-র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তাঁরা। আলোচনা করেন পুলিশ ও রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গেও।
|
ভি এস সম্পত |
পরে সাংবাদিক বৈঠকে সম্পত জানান, ১৬ মার্চের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে। সে কথা মাথায় রেখেই কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘‘রাজ্যে সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’ কোনও কোনও রাজনৈতিক দলের তরফে কিছু বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কমিশন তা খতিয়ে দেখছে। সম্পত বলেন, ‘‘নির্বাচনের কোনও পর্যায়েই আপস করা হবে না।”, সে কথাও তিনি জোর দিয়ে বলেন। পার্বত্য ত্রিপুরায় জঙ্গিদের আনাগোনা সম্পর্কে যে কমিশন অবহিত তা জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “ভোটের সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”
ত্রিপুরার নির্বাচন যে কোনও ভাবেই আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, মুখ্য নির্বাচন কমিশনের আজকের কথাতেই তা স্পষ্ট। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা বলেন, ‘‘কমিশনের প্রতিনিধিদের নির্দিষ্ট সময়েই নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রস্ততি পর্বে ত্রুটি বিচ্যুতিগুলিকে সংশোধনের জন্যও অনুরোধ করা হয়েছে।’’ সিপিএমও যথা সময়ে ভোট গ্রহণের পক্ষে কমিশনকে অনুরোধ করেছে। সিপিএমের মুখপাত্র গৌতম দাস বলেন, ‘‘মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রতিনিধিদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। রাজ্যের বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমের দিকে হয় বলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভোট করার জন্য কমিশনকে সিপিএমের তরফে অনুরোধ করা হয়েছে।’’ |
|
|
|
|
|