|
|
|
|
অনর্থক বিদেশ সফরে অর্থ ব্যয় চান না রাষ্ট্রপতি |
অগ্নি রায় • নয়াদিল্লি |
রাষ্ট্রপতির আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিক বিদেশ সফরের রেওয়াজ আমূল বদলাতে চাইছেন প্রণব মুখোপাধ্যায়। ছ’মাস হয়ে গেল রাষ্ট্রপতি হয়েছেন তিনি। এখনও দেশের বাইরে যাননি। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, আগামী দিনেও বিদেশ সফরে চূড়ান্ত কাটছাঁট করা হবে। নিতান্ত প্রয়োজন ছাড়া দেশের বাইরে যাবেন না প্রণববাবু। তবে দেশের মধ্যে বিস্তৃত সফর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল তাঁর সময়সীমায় সফর করেছেন ২০টিরও বেশি দেশে। তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে, শুধু তাঁর বিদেশ সফরের জন্য মোট খরচ হয়েছে ২০৫ কোটি টাকা। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, এই ধরনের অর্থ ব্যয় অনর্থক বলেই মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী অথবা বিদেশমন্ত্রী যে দেশগুলিতে সফর করে উঠতে পারেন না, ঐতিহ্যগত ভাবে সেই সব জায়গায় রাষ্ট্রপতি যান। তাঁর সফরের মূলত লক্ষ্য থাকে সামাজিক ও সাংস্কৃতিক আদান-প্রদান, কোনও চুক্তি বা সম্পর্কের খুঁটিনাটি নিয়ে আলোচনা নয়। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, এই ধরনের সফরে আগ্রহী নন প্রণব মুখোপাধ্যায়। তিনি দীর্ঘদিন বিদেশমন্ত্রী ছিলেন, অন্যান্য মন্ত্রকের দায়িত্ব নিয়েও বহু দেশ সফর করেছেন গত চার দশকে। সামলেছেন বিদেশনীতি সংক্রান্ত বহু কূট এবং জটিল দায়িত্ব। স্বভাবতই এখন আর নিছক বক্তৃতা দিতে, প্রচুর অর্থ ব্যয় করে বিদেশ ঘোরার পক্ষপাতী নন তিনি। যদি কোনও ‘বিশেষ দ্বিপাক্ষিক প্রয়োজন’ তৈরি হয়, তখনই কেবলমাত্র যাওয়ার কথা বিবেচনা করবেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করেন কোনও দেশের সঙ্গে এমন কিছু সঙ্কট তৈরি হয়েছে, যেখানে জট ছাড়াতে প্রণব মুখোপাধ্যায়ের মত বর্ষীয়ান এবং অভিজ্ঞ মননের প্রয়োজন, তখনই রাষ্ট্রপতির সফরের কথা ভাবা হবে। তবে দেশের মধ্যে সর্বত্র সফর করবেন রাষ্ট্রপতি। ছ’মাসে তাঁর ভারত সফরের তালিকাটাও যথেষ্ট দীর্ঘ। একাধিক বার গিয়েছেন চেন্নাইয়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। কর্নাটকের বেলগাঁওয়ে গিয়ে স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। গিয়েছেন কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে। সূত্রের খবর, দেশের প্রত্যেকটি রাজ্যে ঘুরবেন রাষ্ট্রপতি। দেশের মানুষের কাছে পৌঁছনোটাই তাঁর অগ্রাধিকার। তিনি চান, এই সফরগুলির মাধ্যমে কিছু গঠনমূলক কাজে অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাতে। |
|
|
|
|
|