অবৈধ কয়লার গাড়ি চাপায় মৃত ছাত্র
বৈধ কয়লা বোঝাই গরুর গাড়িতে চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল খয়রাশোলে। শুক্রবার সকাল ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে খয়রাশোলর খরিকাবাদ গ্রামে। মৃতের নাম সজল বাউড়ি (১১)। বাড়ি ওই গ্রামেই। দুর্ঘটনার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। বেগতিক বুঝে চালক পালিয়ে গেলেও বেশ কয়েকটি কয়লা বোঝাই গরুর গাড়িকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রতিদিন প্রচুর অবৈধ কয়লা বোঝাই গরুরগাড়ি বেপরোয়া ভাবে যাতায়াত করার জন্যই এই ঘটনা ঘটল।
পুলিশের মদতে এ সব চলে বলে অভিযোগ বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ কার্যত মেনে নিয়েছেন জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা। তিনি বলেন, “খয়রাশোল কাঁকরতলা, দুবরাজপুর, ইলামবাজার বা পাড়ুইয়ের মতো ৫-৬টি থানা এলাকায় ব্যাপক হারে এই কারবার চলছে।” আবৈধ কয়লা পাচার বন্ধ না হওয়া প্রসঙ্গে পুলিশ সুপারের যুক্তি, “সমস্যাটা খুব বড়। যেটা আটকাতে প্রচুর পুলিশ প্রয়োজন। কিন্তু এত পুলিশ নেই। আমরা সধ্যমতো এই বেআইনি কয়লা কারবার বন্ধ করতে চেষ্টা চালাচ্ছি। এই কারবারে পুলিশের মদতের যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। তাঁর দাবি, “কারণ, গত এক মাসে কয়লা কারবারের সঙ্গে যুক্ত ৫০ জনকে পুলিশ গ্রেফতার করেছে, আটক করা হয়েছে ১৫০ টন কয়লা। মাস খানেকের মধ্যে মূল পাণ্ডাদের গ্রেফতার করে এই কারবার বন্ধের চেষ্টা করা হচ্ছে।”
পড়ে রয়েছে সজলের সাইকেল, বই। ছবি: দয়াল সেনগুপ্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র সজল এ দিন সকালে টিউশন নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সঙ্গী ছিল দুই খুড়তুতো ভাই। তারা গ্রামে ঢোকার মুখে সজলের সাইকেল থেকে নেমে যায়। উল্টো দিক থেকে তখন সারি দিয়ে কয়লার গাড়ি আসছিল। তার মধ্যে একটি গরুর গাড়ি সজলকে ধাক্কা মারলে সে পড়ে যায় এবং গড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায় সজল। খবর পেয়ে ছুটে আসেন সজলের বাবা স্থানীয় একটি মুরগি খামারের কর্মী অনু বাউড়ি। বললেন, “একটু আগেই ছেলেটা আমার সঙ্গে দেখা করে এল। এত তাড়াতাড়ি যে সব শেষ হয়ে যাবে মানতে পারছি না।” ঘটনার সময়ে কাছাকাছি একটি ইট ভাটায় কাজ করছিলেন ওই ছাত্রের মা। তিনিও ছেলের ওই অবস্থা দেখে ক্রমাগত কেঁদেই চলেছেন। স্থানীয় বাসিন্দা অজয় বাউড়ি, শেখ শাহজাহান, মমতা বাউড়ি, নিয়তি বাউড়িদের ক্ষোভ, “দুর্ঘটনার খবর পাওয়ার আনেক পরে পুলিশ এখানে এসেছে।”
দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গত ১ জানুয়ারি দুবরাজপুরের যশপুরে কয়লার গরুরগাড়ি চাপা পড়ে উত্তম বাগদি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। অবৈধ কয়লা বোঝাই গরুর গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে তখনও অভিযোগ উঠেছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.