নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কলেজে ভর্তি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পরেই অধ্যক্ষের কাছে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা এসএফআই পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। শুক্রবার রামপুরহাট কলেজে ঘটনাটি ঘটে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়দেব পাল বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
|
এ দিকে, রামপুরহাটের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছাত্রী সুপর্ণা চট্টোপাধ্যায়ের বাবা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান অধ্যক্ষের কাছে। সুপর্ণার কথায়, “গত জুন মাসে বিএ প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য পরিচিত এক যুবকের সঙ্গে আবেদনপত্র জমা দিই। সে এসএফআই করত।” সুপর্ণা বাবা মণিময় চট্টোপাধ্যায়ের দাবি, “মেয়ে অসুস্থ থাকায় ভর্তির সব কাগজপত্র ও টাকা ওই যুবককে দিয়েছিলাম। বার বার ভর্তির প্রমানপত্র চাইলে এক দিন সে কলেজের সিল ও রোল নম্বর দেওয়া কাগজ দেয়। নিয়মিত ক্লাস হচ্ছে না বলে সে যেতে বারণ করেছিল। শুক্রবার আইকার্ডের জন্য মেয়ে কলেজে যোগাযোগ করলে, জানানো হয় এই নামে কেউ ভর্তি হয়নি।” কলেজের সিল দেওয়া কাগজ নকল বলে জানান জয়দেববাবু। অভিযুক্ত যুবক অবশ্য পুপর্ণাদের পরিবারের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “দু’বছর আগে কলেজ থেকে বেরিয়ে এসেছি। এ বিষয়ে কিছু জানি না।” বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম। |