ডাল ভাঙার মিল করবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
চাষিদের ডাল শস্যে উৎসাহ দিতে ১৩০টি ডালের মিল তৈরি করতে চলেছে রাজ্য। শুক্রবার ছাতনার ভিলানি গ্রামে ইফকো-র একটি চেকড্যাম উদ্বোধনে এসে এ কথা জানান রাজ্যের কৃষি অধিকর্তা পরিতোষ ভট্টাচার্য। তিনি বলেন, “বর্তমানে রাজ্যে প্রায় ২ লক্ষ মেট্রিক টন ডাল উৎপাদন হয়। আমরা তা দ্বিগুন করতে চাই। ওই ডাল ভাঙানোর জন্য সারা রাজ্যে দ্রুত ১৩০টি নতুন ডাল মিল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলায় তিনটি ডালকল তৈরি করা হবে।” সভায় রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, ছাতনার বিধায়ক সুভাশিস বটব্যাল, বাঁকুড়ার উপ-কৃষি অধিকর্তা অনন্তনারায়ণ হাজরা ও ইফকোর জেলারেল ম্যানেজার দুর্গাদাস পাত্র প্রমুখ ছিলেন। ইফকো জানিয়েছে, নতুন এই চেকড্যাম থেকে ভিলানি ছাড়াও কুমিদ্যা, গয়লাবাঁধ ও মাকড়কেঁদির ১৪০ একর জমিতে এই জল দেওয়া যাবে।
|
ফিরলেন শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত ৩৫ জন শ্রমিক ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন। পাড়া থানা এলাকার হরিহরপুর, আনাড়া, বনবেড়িয়া, নিতুড়িয়ার বঁড়া ও সাঁতুড়ির লালগড়ে তাঁদের বাড়ি। গত ২২ সেপ্টেম্বর বাইকুল্লা থানার পুলিশ ধরে। বাঁকুড়ার সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া তাঁদের ছাড়ানোর জন্য উদ্যোগী হয়েছিলেন। বিনা দোষে আটক করার জন্য সাংসদ বাসুদেববাবু শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন।
|
কলেজে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
ছাত্র সংসদ নির্বাচনের আগে শনিবার বাঁকুড়ার দু’টি কলেজে ছাত্র-সংঘর্ষের ঘটনা ঘটল। শালতোড়া নেতাজি সেন্টিনারি কলেজে এসএফআইয়ের সদস্যরা মনোনয়নপত্র জমা দিতে গেলে টিএমসিপি-র সদস্যেরা মারধর করে বলে অভিযোগ। সোনামুখী কলেজেও টিএমসিপি তাঁদের ভোটার তালিকা দেখতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন এসএফআইয়ের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তী। তাঁর অভিযোগ, “টিএমসিপি-র ছেলেরা আমাদের চার সদস্যকে মারধর করেছে।” টিএমসিপি-র জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “এসএফআইয়ের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতাই নেই।”
|
শ্রমিক নিয়োগ নিয়ে দুই সংগঠনের বিবাদ বাধল বড়জোড়ার একটি মশা মারার ধূপ তৈরির কারখানায়। চার বছর পরে ফের খুলেছে ওই কারখানা।
|
শুক্রবার পুরুলিয়া পুরুষ সংশোধনাগারের বিপদ-ঘণ্টি বেজে চলে দীর্ঘ ক্ষণ ধরে। ছুটে আসে পুলিশ। জানা যায়, ‘প্র্যাকটিস-অ্যালার্ম’। হাঁফ ছাড়ে সকলের। |