টুকরো খবর
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
জঙ্গলমহলের অশান্তি পর্বে যাঁরা অপহৃত হয়ে এখনও নিখোঁজ রয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে অনুরোধ করলেন জঙ্গলমহলের কংগ্রেস নেতৃত্ব। বিজ্ঞান কংগ্রেসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি পাঁচতারা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জঙ্গলমহলের দলীয় নেতা-কর্মীদের লিখিত দাবি সনদটি পেশ করেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাওড়ার আমতার বিধায়ক অসিত মিত্র। দাবি সনদে বলা হয়েছে, মাওবাদী হানায় নিহতদের পরিজনেরা যেমন আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকেন, তেমনি নিখোঁজদের পরিজনদেরও ক্ষতিপূরণ দেওয়া হোক। অসিতবাবুদের দাবি, পরিবারের মূল উপার্জনকারী ওই সব ব্যক্তিরা নিখোঁজ থাকায় তাঁদের পরিজনেরা চরম দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশেরও অনুমান, অপহৃত ওই ব্যক্তিরা আর বেঁচে নেই। জঙ্গলমহলের বনভূমিতে বসবাসকারী আদিবাসী ও মূলবাসীদের বনভূমির পাট্টা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানানো হয়। রাজ্য প্রশাসনের একাংশের অসহযোগিতার কারণে কেন্দ্র সরকারের অরণ্যের অধিকার আইনের সুফল আদিবাসী-মূলবাসীরা পাচ্ছেন না বলে তাঁদের অভিযোগ।

দৃষ্টিহীনদের জন্য উদ্যোগ
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনাসভার আয়োজন করা হয়েছে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে। রবিবার, ৬ জানুয়ারি অনুষ্ঠান হবে। আলোচনাসভার বিষয়: ‘ইঞ্জিনিয়ারিং শিক্ষা-মানোন্নয়ন’। দৃষ্টিহীন পড়ুয়া ও ব্যক্তিদের ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ড’ এর জন্য এই উদ্যোগ। দৃষ্টিহীনদের সংগঠনকে নিয়ে সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলকাতায় দৃষ্টিহীনদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা তাঁদের আছে বলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সরকারের শিল্প উপদেষ্টা অলোককুমার দাস জানান। উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সমীরকুমার বন্দ্যোপাধ্যায় ও বেসু-র সহ-উপাচার্য অজয়কুমার রায়।

বিশ্ববিদ্যালয়ে গোলমাল
নিজের পরীক্ষার ফল নিয়ে কিছু বক্তব্য জানাতে শুক্রবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন এক কলেজ ছাত্রী। তাতে আপত্তি তোলে টিএমসিপি। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সঙ্গে টিএমসিপি সমর্থকদের বচসা বাধে। টিএমসিপি-র দাবি, নিয়মবিরুদ্ধ ভাবে এক কর্মী তাঁর পরিচিত ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকিয়েছেন। তাই তারা আপত্তি করেছে। টিএমসিপি-র বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ ভট্টাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। উপাচার্য কৌশিক গুপ্ত পরে বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। খতিয়ে দেখছি।” তিনি জানান, ফল নিয়ে কোনও পড়ুয়ার বক্তব্য থাকলে তা সংশ্লিষ্ট কলেজে জানানোই নিয়ম। কলেজের অধ্যক্ষ বা বিভাগীয় প্রধান তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.