টিম ইন্ডিয়া দেশের আগে ফ্র্যাঞ্চাইজিকে রাখছে বলেই হালফিলে ভারতের এই বিপর্যয়। এমনটাই মনে করছেন সুনীল গাওস্কর এবং ইমরান খান। নির্দিষ্ট কারও নাম না করেও গাওস্করের বিস্ফোরণ, “২০১১ বিশ্বকাপের ঠিক পরের ঘটনাগুলোর কথা মনে করুন। দলের কেউ কেউ নিজেদের জায়গা নিয়ে এতটাই আত্মতুষ্ট ছিল যে, দলের হয়ে খেলার প্রয়োজন মনে করেনি। তারা আইপিএল খেলে তারপর চোট সারানোর দিকে মন দিয়েছে।” তাঁর আরও সংযোজন, “এই ক্রিকেটাররাই দেশের আগে নিজেদের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে রাখছে। যদি বিশ্রাম নিতেই হয়, তা হলে ক্লাব ম্যাচে খেলো না। ওই সময়টা বিশ্রাম নাও।” গাওস্করের সঙ্গে একমত ইমরানও বলেছেন, “ভারতীয় ক্রিকেট যদি আইপিএলের প্রভাব সামলানোর উপায় বের না করতে পারে, যদি টেস্ট ক্রিকেট, টি-টোয়েন্টি আর আইপিএল থেকে পাওয়া টাকার মধ্যে ভারসাম্য আনতে না পারে, তা হলে ভারতীয় ক্রিকেটের পতন খুব তাড়াতাড়িই হতে চলেছে।” পাকিস্তানের কাছে ০-২ সিরিজ হারের জন্য ভারতীয় ব্যাটসম্যানদেরই দুষছেন গাওস্কর। “আমাদের দেশে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা অনেক বেশি প্রচার পায়। অথচ এই ব্যাটসম্যানরাই আমাদের বিপর্যয়ের জন্য দায়ী। ২০১১ বিশ্বকাপের পর থেকেই দলের ব্যাটসম্যানদের ছন্দ বা ধারাবাহিকতা, কিছু নেই,” বলছেন গাওস্কর।
|
অ্যালেস্টার কুক ইডেনে সেঞ্চুরির ব্যাট দিয়ে গিয়েছিলেন। আর সিএবি-র মিউজিয়ামের জন্য গোটা দলের সই করা জার্সি দিয়ে গেলেন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক। বৃহস্পতিবার ম্যাচের পরপরই সিএবি-র পক্ষ থেকে পাকিস্তান টিমের কাছে কিছু স্মারক চাওয়া হয় নিজেদের নিউজিয়ামের জন্য। এ দিন পাক দলের পক্ষ থেকে ওই জার্সি পাঠিয়ে দেওয়া হয়। তা ছাড়া পাকিস্তানের একটা ফ্ল্যাগও উপহার দেওয়া হয় সিএবিকে। যাতে লেখা: ‘পাকিস্তান স্যালুটস সিএবি।’ শুধু তাই নয়, ইডেন ম্যাচের দিন সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক চালান পাক বোর্ড চেয়ারম্যান জাকা আশরফ। তিনি সিএবি-র আতিথেয়তায় এতটাই মুগ্ধ যে, ডালমিয়াকে পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য উঠেপড়ে লাগেন আশরফ।
|
কেপটাউন টেস্টে লড়াইয়ে ফিরলেও হারের মুখ দেখতে হতে পারে নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসে ৪৫ রানে অল আউট হয়ে গেলেও তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড সাত উইকেট হারিয়ে ২৬৪ তুলেছে। নিউজিল্যান্ডের হয়ে ডিন ব্রাউনিল সর্বাধিক ১০৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার দু’টি উইকেট নেন।
|
সিডনিতে জীবনের শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করেন মাইক হাসি। ঊনআশি টেস্টে খেলা হাসি সিডনি টেস্টের পরই অবসর নেবেন। অস্ট্রেলিয়া সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে তুলেছে ৩৪২ রান। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৮৫ ও হগ ৮৭ রান করেন। শ্রীলঙ্কার হয়ে সুরাঙ্গা লাকমল চারটি উইকেট নেন।
|
ক্রিকেট ও বক্সিং রিংয়ের পর এ বার আবার নতুন ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফকে। এ বার তার পরিকল্পনা লন্ডনে মাছ ও চিপসের দোকান খোলা। লন্ডনে ফিশ অ্যান্ড চিপসের মান ক্রমে খারাপ হওয়াতেই দোকান খুলতে চান, জানিয়েছেন ফ্লিনটফ।
|
ইতালির লোয়ার ডিভিশনের ক্লাব প্রো পাত্রিয়া’র সঙ্গে ৩ জানুয়ারির প্রীতি ম্যাচে বর্ণবিদ্বেষী মন্তব্যের দরুন মাঠ ছাড়লেন এসি মিলানের ফুটবলাররা। ম্যাচ চলাকালীন এসি মিলানের মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াতেং-এর দিকে বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে আসে গ্যালারি থেকে। যা শুনে বোয়াতেং- সহ অন্য ফুটবলাররা মাঠ থেকে বেরিয়ে যান। ম্যাচটিও বাতিল ঘোষিত হয়।
|
প্র্যাক্টিসে মারিও বালোতেল্লির সঙ্গে নাটকীয় ভাবে হাতাহাতির পরেও তাকে ক্ষমা করে দিলেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ রবার্তো ম্যানচিনি। বলেছেন, “নিজেকে পরিবর্তন করতে পারলে আমিও ওকে একশোবার সুযোগ দিতে তৈরী।” যদিও রাগ নিয়ন্ত্রনে রাখতে না পারলে কেরিয়ার নষ্ট হতে পারে বালোতেল্লির, সতর্ক করছেন ম্যানচিনি।
|
ঘরের মাঠে লাজং এফসিকে ৬-০ গোলে হারিয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের শীর্ষে চার্চিল ব্রাদার্স। |