শুরু হল মেদিনীপুর লিটল ম্যাগাজিন মেলা। উদ্বোধন করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুক্রবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিলেন সন্দীপ দত্ত, শ্যামলকান্তি দাশ, শঙ্কর চক্রবর্তী প্রমুখ। মেদিনীপুর শহরে জেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। এ বার পঞ্চম বর্ষ। এ দিন দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। শোভাযাত্রা শেষে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। |
মেলা উপলক্ষে ক্যানভাসে যেমন খুশি আঁকো, কবিতা পাঠ প্রভৃতি আয়োজন করা হয়েছিল। সন্ধ্যেয় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কাল, রবিবার পর্যন্ত মেলা চলবে। শনিবার মেলা প্রাঙ্গণে কবিতা, ছড়া, অনুগল্প পাঠ, যেমন খুশি আঁকোর আয়োজন রয়েছে। রয়েছে লিটল ম্যাগাজিনের সীমাবদ্ধতা নিয়ে এক আলোচনা সভা। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত এই মেলার যুগ্ম সম্পাদক গৌতম মাহাতো ও অভিনন্দন মুখোপাধ্যায় বলেন, “বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধি ও বিকাশে দুই মেদিনীপুরের বহু লিটল ম্যাগাজিনের ভূমিকা অনস্বীকার্য। সেই ঐতিহ্যকে লালন করতেই এই উদ্যোগ।” |
মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই শুক্রবার সন্ধ্যাবেলা গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রেডের ডাবচা গ্রামে। খাসজমির দখল নেওয়াকে কেন্দ্রে করে তৃণমূলের দু’গোষ্ঠীর সংঘর্ষ বাধে। ঘটনায় তিন পুলিশ কর্মী-সহ মোট আট জন আহত হন। আহতদের ত্বাড়িগেড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ডাবচায় খাস জমিতে একটি বেসরকারি স্কুল রয়েছে। তৃণমূলের এক পক্ষ তার দখল নেওয়ার চেষ্টা করলে অন্য গোষ্ঠী বাধা দেয়। সেই নিয়েই গণ্ডগোল। চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ গেলে তৃণমূলের এক পক্ষ পুলিশকে আক্রমণ করে। পুলিশকে লক্ষ করে ইঁট ছোড়া হয় ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ মৃদু লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। পুলিশ মামলা রুজু করেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে চাননি। তিনি শুধু বলেন, “খোঁজ নিয়ে দেখছি।” |
দিল্লি-গণধর্ষণের প্রতিবাদে পথে নামলেন কলেজ ছাত্রীরা। মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরেই শুক্রবার অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন তাঁরা। মেদিনীপুরে কমার্স কলেজের ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে মিছিল বেরোয়। খড়্গপুরে মিছিল বেরোয় খড়্গপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে। ছাত্রীদের দাবি, এমন ঘটনা যাতে ফের না ঘটে তার জন্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। |
অনুর্ধ্ব ১৯ আন্তঃভারত কেন্দ্রীয় বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (পুরুষ) শুরু হল শুক্রবার। খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের স্পোটর্স কমপ্লেক্সে কলকাতা রিজিয়ন আয়োজিত এই টুর্নামেন্ট চলবে সোমবার পর্যন্ত। দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৮টি অঞ্চলের দল যোগ দিয়েছে। এ দিনের অনুষ্ঠানে ছিলেন আইআইটির ভারপ্রাপ্ত ডিরেক্টর শঙ্করকুমার সোম, প্রাক্তন ফুটবলার অনুপ ভট্টাচার্য, দৌড়বিদ বিমল মাহাতো প্রমুখ। |