টুকরো খবর
বেআইনি নিয়োগের অভিযোগে বিক্ষোভ
—নিজস্ব চিত্র।
জেলা কৃষি দফতরে বেআইনি কর্মী নিয়োগের অভিযোগে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন ‘সারা ভারত যুব লিগ’। শুক্রবার চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রের কৃষি ভবনে বিক্ষোভ চলে বেলা ১১-২টো পর্যন্ত। বিক্ষোভকারীদের দাবি, হুগলি জেলার কৃষি দফতরে ২০ জন কর্মীকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। যুব লিগের রাজ্য সম্পাদক অনির্বাণ চৌধুরী বলেন, “যে কোনও সরকারি দফতরে কর্মী নিয়োগ করতে হলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। শাসক দলের কাছের লোকেদের চাকরি দেওয়া হয়েছে।” হুগলি জেলা কৃষি দফতরের উপ-অধিকর্তা স্বপন মুখোপাধ্যায় বলেন, “স্মারকলিপির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।”

জগৎবল্লভপুরে ছাত্র যুব উৎসব
বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে জগৎবল্লভপুরে পঞ্চায়েত সমিতি এবং ব্লক বিবেক ছাত্র যুব উৎসব কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী ‘বিবেক ছাত্র যুব উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা’। ২৯-৩০ ডিসেম্বর পোলগুস্তিয়া মল্লিকবাড়ি প্রাঙ্গনে এই উৎসবে বিভিন্ন খেলাধূলার আয়োজন ছিল। পাশাপাশি শিশু এবং যুবক-যুবতীদের জন্য নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা ছিল। এ ছাড়াও ছিল তাৎক্ষণিক বক্তৃতা, মূকাভিনয়, কত্থক নৃত্য, বিবেকানন্দ বিষয়ে ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতা প্রভৃতি। অনুষ্ঠানে যোগদান করে শ’দুয়েক প্রতিযোগী। উৎসবের উদ্বোধন করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আবৃত্তিকার পুলক সামন্ত।

তারকেশ্বরে রথযাত্রা
কৃষকদের নানা ভাবে বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয়ে ‘জনচেতনা’ বৃদ্ধিতে শুক্রবার তারকেশ্বরে রথযাত্রা করল বিজেপি। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের সামনে থেকে এই রথযাত্রা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টা নাগাদ চাঁপাডাঙ্গায়। উপস্থিত ছিলেন তথাগত রায়-সহ বিজেপি-র রাজ্য নেতৃত্ব। রথযাত্রা শেষে একটি সভাও হয় চাঁপাডাঙ্গায়। তথাগতবাবু বলেন, “পূর্বতন সরকারের মতোই বর্তমান সরকার চাষিদের স্বার্থবিরোধী কাজ করছেন। যথেষ্ট হিমঘর তৈরি হচ্ছে না। সব্জি-হিমঘর যে ক’টি তৈরি হয়েছে, সেখানে চাষিরা সরাসরি সব্জি রাখতে পারছেন না। আকাশছোঁয়া হচ্ছে সব্জির দাম। এ সব বঞ্চনা নিয়ে জনচেতনা জাগাতে এই রথযাত্রা।”

ধনেখালিতে ডাকাতির চেষ্টা ব্যর্থ করল পাহারাদারেরা
ডাকাতি করতে এসে রাত পাহারাদারদের তৎপরতায় পালিয়ে গেল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ধনেখালির পারাম্বুয়া বাজারের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি দোকানে ভাঙচুর চালানোর আওয়াজ পেয়ে বাজার সমিতির রাত পাহারাদারেরা ছুটে এসে দুষ্কৃতীদের বাধা দেন। সেই সময় বন্দুকের বাট দিয়ে একজন রাত পাহারাদারকে আঘাত করে দুষ্কৃতীরা। পরে রাত পাহারাদারদের চিৎকারে স্থানীয় মানুষেরা চলে আসার পর দুষ্কৃতী দলটি পালিয়ে যায়। এই ঘটনার পর বাজার সমিতির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই দলটি জড় হয়েছিল। রাত পাহারাদারদের তৎপরতায় তারা ডাকাতি করতে পারেনি।

সিপিএমকর্মী ধৃত জাঙ্গিপাড়ায়
এক তৃণমূল সমর্থকের মুদি দোকানে আগুন লাগানোর অভিযোগে জাঙ্গিপাড়ার বাহিরনগর গ্রামের এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মোহন কুণ্ডু নামে ওই তৃণমূল সমর্থকের দোকানে আগুন লাগে। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার জয়দেব মালিক নামে ওই সিপিএম কর্মীকে ধরে । তৃণমূলের অভিযোগ, গত ১ জানুয়ারি দলের ‘প্রতিষ্ঠা দিবস’-এর সন্ধ্যায় কিছু দলীয় পতাকা ছিড়ে জলে ফেলে দেয় সিপিএমের লোকজন। ওই ঘটনা মোহন দেখতে পেয়ে দলের নেতাদের জানিয়েছিলেন। সেই আক্রোশেই মোহনের দোকানে আগুন ধরানো হয়। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাদের দাবি, মিথ্যা মামলায় তাদের দলীয় কর্মীকে জড়ানো হল। পুলিশ জানায়, জয়দেব-সহ সাত জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে জয়দেবকে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জয়পুরে শান্তিমেলা
সম্প্রতি জয়পুরের অমরাগড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হল শান্তিমেলা। মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন বিধায়ক অসিত মিত্র।

আমতায় মেলা
শেষ হল আমতা বই ও সংস্কৃতি মেলা। গত ২৫ ডিসেম্বর আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছিল এই মেলা। উদ্যোক্তারা জানান, বইয়ের বিকিকিনি ছাড়াও এই মেলায় নাটক, আলোচনসভা, সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

সারদা-স্মরণ
সারা দেশের সঙ্গে হুগলি-চুঁচুড়াতেও শুক্রবার সাড়ম্বরে পালিত হল শ্রীমা সারদামণির ১৬১তম জন্মতিথি। হুগলি জেলা রামকৃষ্ণ সেবাসঙ্ঘ, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্ঘ-সহ একাধিক সংগঠন বিশেষ পূজাপাঠ, মঙ্গলারতি, শোভাযাত্রা, আলোচনাসভা ও দরিদ্রনারায়ণ সেবার মধ্য দিয়ে দিনটি পালন করে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পুড়শুড়ার গ্রামে
মারামারিতে জড়িয়ে পড়লেন দুই তৃণমূল নেতা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার কাদিপুরে। একে অন্যের বিরুদ্ধে তোলাবাজি-সহ নানান দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা সাকির খান ও শেখ মাহুউদ্দিন।

কিশোরীকে ‘ধর্ষণের চেষ্টা’, ধৃত বাড়িওয়ালা
তেরো বছরের এক কিশোরীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হল। বৃহস্পতিবার, বেলুড় থেকে। পুলিশ জানায়, বেলুড় বিধানপল্লির বাসিন্দা বাদল পালের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকে ওই কিশোরী। তার বাবা রাজমিস্ত্রি, মা পরিচারিকার কাজ করেন। অভিযোগ, পেশায় সব্জি-ব্যবসায়ী বাদল সাইকেল শেখানোর নামে কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করে। নিজের ঘরে ডেকে কয়েক বার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টাও করে। কিশোরীর অভিযোগ, বিষয়টি কাউকে জানালে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিত বাদল। স্থানীয়েরা জানান, বৃহস্পতিবার কিশোরীর মা বিষয়টি জানতে পেরে বাদলের কাছে গিয়ে প্রতিবাদ করেন। এর পরেই বালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

হামলার অভিযোগ
সিপিএমের আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার গুড়াপ থানার মাজিনানের ঘটনা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সিপিএমের অভিযোগ, তৃণমূল সমর্থকদের হামলায় তাঁদের ৩ কর্মী আহত হয়েছেন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে আরামবাগের দ্বিতীয় রেলগেট সংলগ্ন রেল লাইনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে আরামবাগগামী ট্রেনটি ঢোকার মুখে তার সামনে ঝাঁপিয়ে পড়েন বছর পঞ্চাশের ওই প্রৌঢ়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.