টুকরো খবর
‘বিষ খেয়ে’ মা আশঙ্কাজনক, মৃত্যু ছেলের
আর্থিক অনটন, সঙ্গে পাওনাদারদের তাগাদা। এই চাপ সহ্য করতে পারেননি ২৪ বছরের গৃহবধূ ও মা মধুমিতা শর্মা। নিজের পাঁচ বছরের ছেলেকে বিষ খাইয়ে নিজেও মরতে চেয়েছিলেন। শিশুটি মারা গিয়েছে। মধুমিতাদেবীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপে এই ঘটনা ঘটে। ওই বধূর স্বামী বাবুলাল শর্মা রাতে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী ও ছেলে দীপ অসুস্থ। তিনি দু’জনকে বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই দীপের মৃত্যু হয়। মধুমিতাদেবী পুলিশকে বলেন, “ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়েছিলাম।” পুলিশ ঘটনাটির কথা শুক্রবার দুপুরে জানে। মধুমিতাদেবীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। বাবুলালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনি একটি ঘড়ির দোকানে মেকানিকের কাজ করেন। অভাবের সংসারে অশান্তি চলছিল।

ডোভার লেন এ বার ৬১
ষাট পেরিয়েও বুড়ো হয়নি ডোভার লেন। ৬১তম বার্ষিক সঙ্গীত সম্মেলনের সাংবাদিক বৈঠকে সেই কথাটাই বলছিলেন যশরাজ, “সঙ্গীত চিরকালই নওজোয়ান, বয়সটা কোনও ব্যাপার নয়।” শুক্রবার বেঙ্গল ক্লাবে ওই বৈঠকে ছিলেন সংস্থার অধ্যক্ষ প্রদীপ্তশঙ্কর সেন, সাধারণ সম্পাদক বাপ্পা সেন প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, এ বারের সম্মেলন ২২ থেকে ২৫ জানুয়ারি রাতভর, নজরুল মঞ্চে। প্রথম ও শেষ দিনের অধিবেশন যথাক্রমে পণ্ডিত রবিশঙ্কর এবং পণ্ডিত মানস চক্রবর্তীর স্মৃতিতে নিবেদিত। কণ্ঠসঙ্গীত, সেতার, সেতার-সরোদ যুগলবন্দি, সন্তুর, দ্বৈত ভায়োলিন, বাঁশি ইত্যাদিতে অংশগ্রহণ করবেন ২০ জন শিল্পী। এ বারের সঙ্গীত সম্মান প্রাপক মণিলাল নাগ। সম্মেলনের সূচনা করবেন রাজ্যপাল এম কে নারায়ণন।

কমিশনারকে চিঠি
‘হুকিং’ রুখতে চিঠি পুলিশ কমিশনারকে।
বিদ্যুত্‌ চুরি রুখতে পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দাকে চিঠি দিল সিইএসসি। হুকিং-বিরোধী অভিযানে নামতেও পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। সিইএসসি কর্তৃপক্ষের অভিযোগ, শহরে ইদানীং ব্যাপক হারে বিদ্যুত্‌ চুরি বেড়েছে। হুকিংয়ের তারে বিদ্যুত্‌স্পৃষ্ট হয়ে দুর্ঘটনাও ঘটছে। সংস্থার এক কর্তা বলেন, “কোথায় কোথায় চুরি হচ্ছে সেই তালিকা আমরা চিঠিতে জানিয়েছি।”

বিগ্রহের গয়না চুরি
ভবানীপুর ২৩ পল্লি মন্দিরে শুক্রবার চুরি গেল বিগ্রহের লক্ষাধিক টাকার গয়না। অভিযোগ, চুরি গিয়েছে সোনার জলে ধোওয়া রূপোর মুকুট, বালা, সীতাহার ও সোনার ছাতা। পুরোহিতেরাই ভবানীপুর থানায় জানান। প্রধান পুরোহিত বুদ্ধদেব চক্রবর্তী বলেন, “সকালে মন্দির খোলার সময়েও গয়নাগুলি ছিল। কিছু পরে এক কর্মী জানান, কিছু গয়না চুরি গিয়েছে ও কয়েকটি মাটিতে পড়ে আছে।” পুলিশের অনুমান, ভোরে গেট খোলার পরে এই ঘটনা ঘটে। মন্দিরের চার কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

নারী-নিগ্রহ রুখতে
কলকাতায় মহিলাদের উপর অত্যাচার বাড়ায় লালবাজারের কর্তারাও উদ্বিগ্ন। এই ধরনের অপরাধের মোকাবিলা কী করে করতে হবে, অপরাধ হলে আইনানুগ ব্যবস্থা কী ভাবে নিতে হবে, তা নিয়ে সব থানার পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশকর্তারা। শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “এই কাজে পারদর্শী এক স্বেচ্ছাসেবী সংস্থা ৭-১০ দিনের মধ্যে বিভিন্ন থানায় গিয়ে কাজ শুরু করবে।”

দামিনী নগর
দিল্লির ধর্ষণের ঘটনার প্রতিবাদ উঠে এল ‘অখিল ভারতীয় মহেশ্বরী মহিলা সংগঠনে’র মহা অধিবেশনে। তিন দিনের ওই অধিবেশন বসেছে কলকাতায়। দিল্লির নির্যাতিত ও নিহত তরুণীর স্মৃতিতে সল্টলেকের নিক্কো পার্কে সম্মেলনস্থলের নাম দেওয়া হয়েছে ‘দামিনী নগর’।

শ্রম-শিবির
বিবাদী বাগ এলাকার পরিবহণ শ্রমিকদের স্বার্থে এগিয়ে এল রাজ্য। পরিবহণ শ্রমিকদের জন্য এই বিশেষ শিবিরের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। শ্রমসচিব পি রমেশ কুমার এবং শ্রম কমিশনার অমল রায়চৌধুরীর বিশেষ উদ্যোগেই এই শিবিরের আয়োজন। এখানে পাসবুক এবং পরিচয়পত্র তুলে দেওয়া হয় শ্রমিকদের হাতে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.