বিধায়ক তহবিলের টাকায় পুরুলিয়ার বোরো ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে দু’টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। মানবাজার ২ ব্লকের স্বাস্থ্য আধিকারিক শ্যামকিঙ্কর হাঁসদা বলেন, “দু’টি অ্যাম্বুলেন্স খুব কাজে লাগবে। একটি আকঁরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, অন্যটি জামতড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকবে।” বুধবার অ্যাম্বুলেন্স দান অনুষ্ঠানে বান্দোয়ানের বিধায়ক সুশান্ত বেসরা, বিডিও পার্থ কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত মাহাতো উপস্থিত ছিলেন।
|
সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযান চালাল সিমলাপাল ব্লক তৃণমূল যুবা। মঙ্গলবার ওই সংগঠনের প্রায় ৫০ জন কর্মী এই সাফাই অভিযানে নামেন। সংগঠনের ব্লক সভাপতি সমরেশ চক্রবর্তী বলেন, “সাফাই অভিযানের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার কাছে অনুরোধ জানাচ্ছি।”
|
ঢাকুরিয়ার আমরি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার নিয়ম পরিবর্তন করল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রের খবর, প্রথমে মৃতদের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য। কিন্তু তাতে কয়েক জন মৃতের কাউকেই চাকরি দেওয়া যাচ্ছিল না। তাই ‘পরিবার’ শব্দটির জায়গায় ‘নিকটাত্মীয়’ করা হচ্ছে। |