রাজস্ব বাড়াতে মহার্ঘ হচ্ছে দেশি মদও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজকোষের হাল ফেরাতে এ বার দেশি মদের দামও বাড়াচ্ছে রাজ্য। সরকারের আশা, এতে চলতি অর্থবর্ষের বাকি তিন মাসে অন্তত ২৫ কোটি টাকা বাড়তি আয় হবে। অর্থাৎ বছরে প্রায় ১০০ কোটি টাকা। যদিও এর ফলে চোলাইয়ের রমরমাও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবগারি-কর্তাদের একাংশ। আবগারির এক মুখপাত্র বলেন, “পঞ্চায়েত ভোটের আগে দেশি মদের দাম না-বাড়ানোর জন্য চাপ ছিল। কিন্তু রাজস্ব আদায় বাড়াতে ভোটের আগেই দাম বাড়াতে হল।” পাশাপাশি চোলাই রুখতে লাগাতার অভিযান চলবে। এ জন্য ১২৬৭ জন আবগারি কনস্টেবল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশি মদ কতটা মহার্ঘ হচ্ছে? মুখপাত্র জানান, ৬০ ডিগ্রির ছ’শো মিলিলিটার বোতলের দাম ৪৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা। ৫০ ডিগ্রির ৬০০ মিলিলিটার বোতলের দাম ছিল ৫০ টাকা, এ বার হবে ৫৫ টাকা। এতে বোতলপিছু রাজ্যের ভাঁড়ারে আসবে গড়ে দু’টাকা। এই অর্থবর্ষে নভেম্বর ইস্তক দেশি মদ বেচে রাজ্য ৫৩১ কোটি টাকা আয় করেছে। বিলিতি মদ থেকে রাজস্ব এসেছে ৯২৯ কোটি, বিয়ারে ১৭৫ কোটি। আবগারি-সূত্রের খবর: সব মিলিয়ে চলতি অর্থবর্ষের প্রথম আট মাসে আবগারি খাতে রাজ্যের আয় হয়েছে ১৬৫৬ কোটি, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৭০০ কোটি টাকা।
|
রাজ্যে পুর, পরিবহণ-সহ কিছু সচিব পদে রদবদল |
রাজ্য সরকারের সচিব পর্যায়ে ফের রদবদল ঘটানো হয়েছে। ভগবতীপ্রসাদ গোপালিকার জায়গায় পরিবহণসচিব হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপনবাবুর জায়গায় পুরসচিব হচ্ছেন গোপালিকা। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সচিব হচ্ছেন পূর্তসচিব অজিতরঞ্জন বর্ধন। তাঁর জায়গায় পূর্তসচিব হবেন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার সচিব ইন্দিবর পাণ্ডে। উমাপদ চট্টোপাধ্যায়ের জায়গায় নতুন তথ্য-সংস্কৃতি অধিকর্তা হচ্ছেন সুমিত হালদার। সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা সচিব হচ্ছেন কেইআইপি-র প্রকল্প অধিকর্তা সইদুল ইসলাম। তিনি এলেন শেখ নুরুল হকের জায়গায়। কেএমডিএ-র বিশেষ সচিব স্মিতা পাণ্ডে কেইআইপি-র অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন। পরিবেশসচিব রচপাল সিংহ কাহালোঁ কলকাতা বন্দরের চেয়ারম্যান হয়েছেন। নতুন পরিবেশসচিব হলেন ত্রিলোচন সিংহ। তিনি ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন। ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন কেএমডিএ-র সিইও বিবেক ভরদ্বাজ।
|
জয়েন্টে প্রশ্নের চরিত্র বদল |
এ বছরের জয়েন্ট এন্ট্রান্সে প্রশ্নের ধরন বদলাচ্ছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ)-এ সাধারণত কোনও প্রশ্নের একাধিক উত্তরের মধ্যে একটিই ঠিক হয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ভাস্কর গুপ্ত বুধবার বলেন, “এ বার কিছু প্রশ্নের সঙ্গে দেওয়া একাধিক উত্তর, এমনকী সব ক’টিই ঠিক হতে পারে। ওই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের বিশ্লেষণ-ক্ষমতা প্রয়োগ করতে হবে।” জয়েন্ট এন্ট্রান্সে বসার জন্য ১১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। অ্যাডমিট কার্ড পাঠানো শুরু হবে ১ এপ্রিল। ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা অঙ্ক, সাড়ে ১২টা থেকে ২টো পদার্থবিদ্যা এবং ৩টে থেকে সাড়ে ৪টে পর্যন্ত হবে রসায়নের পরীক্ষা হবে। তিনটি বিষয়েই ১ এবং ২ নম্বরের প্রশ্ন থাকবে।
|
দ্বিতীয় শ্রেণির হিন্দি পাঠ্যবইয়ে জাতীয় পতাকার ছবি উল্টো ছাপার অভিযোগ উঠল প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। পর্ষদের দাবি, যে-বইয়ে পতাকার উল্টো ছবি ছাপা হয়েছে, সেটি বাতিল। ভুল সংশোধন করে নতুন বইয়ের ব্যবস্থা হয়েছে। তাদের অভিযোগ, চক্রান্ত করেই কেউ বা কারা ভুল ছবি-সহ পুরনো বই স্কুলে বিতরণ করেছে। তদন্ত হচ্ছে। প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই তৈরি করেছে রাজ্য। অন্যান্য শ্রেণিতে অবশ্য পুরনো বই-ই পড়ানো হবে। পাঠ্যবই বিতরণের জন্য বুধবার ‘বই দিবস’ পালন করে সরকার। জেলায় জেলায় অনেক স্কুলে এ দিন পাঠ্যবই পৌঁছয়নি বলে অভিযোগ। সরকারের আশ্বাস, দ্রুত স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে।
|
ধর্ষণ-সহ নারী-নিগ্রহ মামলার দ্রুত নিষ্পত্তি করতে ৯৪টি বিচারক-পদ তৈরি করছে রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ফাস্ট ট্র্যাক কোর্ট চালানোর টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তা সত্ত্বেও ৮৮টি স্থায়ী ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সেই জন্যই ৯৪টি বিচারক-পদ তৈরি হবে।”
|
এখনও বহু হিমঘরে গত বছরের আলু রয়ে গিয়েছে। সেই সব আলু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ৩১ ডিসেম্বর হিমঘরে গত বছরের আলু রাখার মেয়াদ শেষ হয়েছে। তার পরেও কিছু হিমঘরে গত বছরের আলু আছে জেনেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। |