জেলার কোন্দল মেটাতে আসরে ফব রাজ্য নেতৃত্ব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জেলায় জেলায় গোষ্ঠী-দ্বন্দ্বের সমস্যা মেটাতে ফের হস্তক্ষেপ করতে হল ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্বকে।
দু’টি জেলায় নতুন কমিটির প্যানেল অনুমোদন করে দিল দলের রাজ্য সম্পাদকমণ্ডলী। আরও দু’টি জেলার ক্ষেত্রে স্থায়ী কোনও সমাধান অবশ্য এর মধ্যে বেরোয়নি। দলীয় নেতৃত্বের পরামর্শ মেনেই কাজ করার জন্য ওই দুই জেলার বিক্ষুব্ধ অংশকে আবেদন করতে চলেছে এই বাম শরিক দল।
জেলায় সম্মেলন-পর্বের মাঝখানেই ফ ব-র রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শুরু হয়েছে বুধবার। প্রথম দিনের বৈঠক প্রথমার্ধের পরে স্থগিত রেখে হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার সমস্যা নিয়ে আলোচনার জন্য এ দিন জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল দলের রাজ্য সম্পাদকমণ্ডলী।
হাওড়া জেলা সম্মেলনে নতুন কমিটির জন্য ১৪টি প্যানেল জমা পড়েছিল! পশ্চিম মেদিনীপুরে জেলা সম্পাদক বদল এবং নতুন কমিটি গড়া নিয়ে সম্মেলনেই কোন্দল বেঁধেছিল। ফ ব সূত্রের খবর, নানা তালিকা থেকে যথাসম্ভব সাধারণ ঐকমত্যের ভিত্তিতে নতুন কমিটির প্যানেলে সিলমোহর দিয়েছে রাজ্য সম্পাদকমণ্ডলী। রাজ্য কমিটির জবাবি ভাষণে দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষের আজ, বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা।
বর্ধমান গ্রামীণ জেলা কমিটিতে গোলমালের জেরে জেলা সম্পাদক মেহবুব মণ্ডল-সহ দু’জনকে সাসপেন্ড করা হয়েছিল। আর উত্তর ২৪ পরগনায় সরল দেবের বিক্ষুব্ধ গোষ্ঠী মধ্যমগ্রামে লোকাল কমিটির পাল্টা সম্মেলন করেছিল! দলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পাঠানোর পরেও সরলবাবু এ দিন অবশ্য রাজ্য কমিটিতে এসেছিলেন! রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, “তাঁদের দাবিতে অনড় থেকে যে লাভ নেই, এটা বুঝেই নিশ্চয়ই সরলবাবু বৈঠকে এসেছেন। দল চায়, জেলা সম্মেলনে সকলে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করুন। আর বর্ধমানের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা হবে।” ফ ব সূত্রের ইঙ্গিত, জেলা সম্মেলন পর্যন্ত সরলবাবুদের সময় দিতে চান অশোকবাবুরা। তবে দ্বন্দ্ব-সঙ্কুল জেলাগুলির প্রতিনিধিরা আজ রাজ্য কমিটিতে কী বলেন, সেই দিকেও নজর রাখছেন রাজ্য নেতারা। |