টুকরো খবর
ভুয়ো ভোটারের অভিযোগ, বিক্ষোভ
ফল ঘোষণার তিনদিন পর স্কুল নির্বাচনকে অবৈধ ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি তুলল তৃণমূল। নির্বাচনে সিপিএম ৫টি ও তৃণমূল ১টি আসন পায়। বুধবার ওই দাবি জানিয়ে নদিয়ার গাংনাপুরে সরিষাডাঙা শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভে ব্যাহত হয় পঠন-পাঠন। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকায় ভুয়ো নাম থাকায় তাঁরা হেরেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক উত্তম বিশ্বাস বলেন, ‘‘ভোটার তালিকায় কোনও ভুয়ো ভোটার নেই। দুই এক জনের নাম ও পদবির বানান ভুল থাকতে পারে। বিষয়টা ওঁরা জানতেন। নির্বাচনও শান্তিপূর্ণ হয়েছে।’’

সিপিএম এবং তৃণমূল সংঘর্ষ
স্কুল নির্বাচনের বিজয় মিছিলকে ঘিরে সিপিএম ও তৃণমূল সমর্থকদের মধ্যে গন্ডগোলের জেরে ২ জন জখম হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দাদপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে সিপিএম ৪টি আসন পেয়ে জিতে মঙ্গলবার রেজিনগরের মরাদিঘি অঞ্চলে মিছিল বার করে। অভিযোগ, মিছিল থেকে সিপিএম সমর্থকদের ছোড়া বোমায় দু’জন তৃণমূলকর্মী আহত হন। অভিযোগের ভিত্তিতে এ দিন রাতেই পুলিশ দুই তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে। সিপিএমের পাল্টা দাবি, তৃণমূলের লোকজন মিছিলের তার ছিড়ে দেয়। বুধবার সকালে দলীয় সমর্থকদের গ্রেফতারির প্রতিবাদে সিপিএম কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।

অধরা দুষ্কৃতীরা
দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সশস্ত্র দুই দুষ্কৃতী কান্দির বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে হামলা চালিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শহরের প্রাণকেন্দ্রে এই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা না পড়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। কান্দি পুরসভার পুরপ্রধান গৌতম রায় বলেন, “শহরে চুরি-ডাকাতি দিন দিন বাড়লেও পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে না।” কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “আশা করি শ্রীঘ্রই ধরা পড়বে দোষীরা। শহরে নজরদারিও বাড়ানো হয়েছে।”

পথ দুর্ঘটনায় মৃত ১
দু’টি মোটরবাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম দীপঙ্কর দে (২৮)। বাড়ি হরিণঘাটার সুবুদ্ধিপুর গ্রামে। ওই ঘটনায় চার জন জখম হয়েছেন। বুধবার নদিয়ার হরিণঘাটার নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

জলে ডুবে মৃত্যু
নতুন বছরের প্রথম দিনে নৌকায় করে নবদ্বীপে বেড়াতে যাওয়ার পথে জলে ডুবে ওয়াংলি ঝু (৬৪) নামে এক মহিলা চীনা পযর্টকের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার মুখে নৌকা বড়ালঘাটে থামার সময় টাল সামলাতে না পেরে ওই মহিলা জলে তলিয়ে যান। নৌকার মাঝি ও স্থানীয় যুবকরা জলে নেমে খোঁজাখুজি শুরু করেন। আধ ঘণ্টা পরে ফাঁসিতলা ঘাট থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

অবৈধ

হুকিং করে বক্স বাজিয়ে পিকনিক। নদিয়ায়। —নিজস্ব চিত্র

বেলডাঙায় খুনে ধৃত
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বুধবার রাতে হুমায়ুন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি বেলডাঙার সরুলিয়া কলোনিতে। বিগত বছরের ২১ ডিসেম্বর বড়ুয়ার বাসিন্দা আব্দুর বর সামিম (৩৬) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হুমায়ুনকে ধরে পুলিশ। পুলিশের অনুমান, টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদের জেরেই এই খুন।

লরির ধাক্কায় মৃত
দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে কাউসার আলি (৩৮) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। বাড়ি বেলডাঙায়। পুলিশ জানায়, বুধবার ভোরে বাঁধাকপি ভর্তি একটি লরিতে করে মালদহের দিকে যাচ্ছিলেন কাউসার। বিপরীত দিক থেকে আসা একটি লরি বাঁধাকপি ভর্তি লরিটিকে ধাক্কা মারলে গুরুতর জখম কাউসারকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।

যুবক অগ্নিদগ্ধ
নিজের বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে সেনারুল হক (২৫) নামে এক যুবকের। পুলিশ জানায়, বুধবার ভোর পাঁচটা নাগাদ ওই যুবকের বাড়িতে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা দমকলকে খবর দেন। আগুন নিভিয়ে ঘর থেকে সেনাউলের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুন লাগে।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় গৌর ঘোষ (৬২) নামে এক সব্জি বিক্রেতার মৃত্যু হয়েছে। বাড়ি নবদ্বীপের ইদ্রাকপুরে। পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ ওই ব্যক্তি পারুলিয়া বাজারে সব্জি বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পারুলিয়া বাজার সংলগ্ন এলাকাতেই হঠাৎ পিছন থেকে একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

কবিয়াল মেলা
পঞ্চদশ রাজ্য কবিয়াল মেলা সাগরদিঘির জিনদিঘি গ্রামে অনুষ্ঠিত হবে ৫ থেকে ৯ মার্চ। প্রতি বছর কবিয়াল গুমানী দেওয়ানের স্মরণে রাজ্য লোক সংস্কৃতি ও আদিবাসী পরিষদের উদ্যোগে এই মেলা হয়ে আসছে। এই মেলায় বিভিন্ন জেলা থেকে আসবেন অনেক কবিয়াল এবং গবেষকেরা।

পথ দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় দুই মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নাম মোচাই শেখ (৫৭ ) ও সুরেশ রাই (৩৫)। দু’জনেরই বাড়ি তেহট্টে। তাঁরা দেবগ্রামে যাচ্ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.