টুকরো খবর
স্কুলে হেনস্থা শিক্ষক-শিক্ষিকাদের
স্কুল খুলতে দেরি হওয়ায় ক্যানসারে আক্রান্ত প্রধান শিক্ষিকা-সহ তিন শিক্ষিকাকে হেনস্থা ও এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে, এগরা ২ ব্লকের উত্তর দাউদপুর প্রাথমিক বিদ্যালয়ে। ক্ষুব্ধ ও অপমানিত শিক্ষক-শিক্ষিকারা এগরা দক্ষিণচক্র অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রকাশ রায়চৌধুরির কাছে এই নিয়ে অভিযোগ করেছেন। সমীরবাবু ও প্রকাশবাবু বলেন, “স্কুল খুলতে দেরি করা যেমন উচিত নয় তেমনি স্থানীয়দেরও উচিত ছিল দেরি হওয়ার কারণ ও পরিস্থিতি বিচার করা। ক্যানসার আক্রান্ত শিক্ষিকাকে হেনস্থা করা অমানবিক। শিক্ষককে মারধর করাও অন্যায় হয়েছে।” স্থানীয়দের অভিযোগ, স্কুল প্রায়ই দেরি করে খোলা হয়। স্কুলে অনিয়মও রয়েছে। স্কুলে তিন জন শিক্ষিকা ও একজন শিক্ষক আছেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৪। স্কুলের চাবি থাকে প্রধান শিক্ষিকা তাপসী বারিকের কাছে। স্কুলের শিক্ষিকা তথা পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষা রীতা খাঁড়া বলেন, “আমরা তিন জন সময়মতো স্কুলে চলে এলেও শারীরিক অসুস্থতার কারণে প্রধান শিক্ষিকা বুধবার একটু দেরিতে পৌঁছন। এরই মধ্যে স্থানীয় কিছু লোকজন স্কুলে এসে অশ্লীল গালিগালাজ করে। প্রতিবাদ করায় ওরা আক্রমণাত্মক হয়ে ওঠে।” শিক্ষক রাধাকান্ত প্রধানকে মারধর করা হয়। প্রধান শিক্ষিকা বলেন, “গ্রামবাসীরা জানেন আমি কতটা অসুস্থ। একদিন সামান্য দেরি হয়েছে বলে ওঁরা যা আচরণ করলেন তা ক্ষমা করা যায় না।”

জঙ্গলমহল প্রদর্শনী ফুটবল
জঙ্গলমহল প্রদর্শনী ফুটবলে পুরুষ বিভাগ (বাঁ দিকে)
ও মহিলা বিভাগের (ডান দিকে) খেলা। নিজস্ব চিত্র।
মহিলা ও পুরুষ বিভাগের দু’টি প্রদর্শনী ফুটবল ম্যাচ হল ঝাড়গ্রাম স্টেডিয়ামে। বুধবার বিকেলে রাজ্য ক্রীড়া দফতরের উদ্যোগে ও ঝাড়গ্রাম জেলা পুলিশ-প্রশাসনের সহযোগিতায় এই খেলা হয়। কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহল কাপের চ্যাম্পিয়ান দল দু’টির সঙ্গে এ দিন কলকাতার দু’টি ক্লাবের প্রদর্শনী খেলা দেখতে ভালই ভিড় হয়েছিল। তবে দু’টি বিভাগেই পরাজিত হয় জঙ্গলমহল ফুটবল দল। মহিলা বিভাগে জঙ্গলমহল মহিলা একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় কলকাতা মহিলা ফুটবল দল। পুরুষ বিভাগে জয়ী হয় ইস্টবেঙ্গল ক্লাব। তারা ৩-০ গোলে জঙ্গলমহল পুরুষ একাদশকে হারায়। ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষ, মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ঝাড়গ্রামের এই স্টেডিয়ামটির সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে। মদনবাবু জানান, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মেদিনীপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে রিমোট কন্ট্রোলে বোতাম টিপে ঝাড়গ্রামের সম্প্রসারিত স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অভিযোগ দু’পক্ষেরই
স্কুলভোট ঘিরে ময়নায় সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। ময়নার বলাইপণ্ডা এলাকায় দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল রবিবার। নির্বাচনকে কেন্দ্র করে স্কুলের কাছে অন্নপূর্ণা বাজারে জড়ো হন দু’দলের স্থানীয় নেতা-সমর্থকরা। ভোট চলাকালীন দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সময় কয়েকজন সিপিএম সমর্থক স্থানীয় এক মহিলার দোকানে আশ্রয় নেন। অভিযোগ, ময়না ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি সুব্রত মালাকারের নেতৃত্বে একদল তৃণমূলকর্মী ওই দোকানে হামলা চালায় ও ওই মহিলার শ্লীলতাহানি করে। সিপিএম সমর্থক ওই মহিলা পরে সুব্রত মালাকার-সহ তৃণমূলের ৪১ জন কর্মী-সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির অভিযোগ, “থানায় অভিযোগ করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টে আমাদের দুই সমর্থককে গ্রেফতার করেছে।” তৃণমূল নেতা সুব্রত মালাকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “নিজেদের অপকর্ম চাপা দিতে সিপিএম এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমরা ঘটনার দিনই ২৭ জন সিপিএম সমর্থকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম। তারই ভিত্তিতে দু’জনকে ধরা হয়েছে।”

ছোট আঙারিয়া মামলা পিছল
ফের পিছল ছোট আঙারিয়া মামলা। এই মামলায় মেদিনীপুর আদালতের চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিযুক্তপক্ষ। তবে, হাইকোর্টে এখনও মামলার নিষ্পত্তি হয়নি। তাই মেদিনীপুর আদালতে মামলা এগোনো সম্ভব হয়নি। বুধবার দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্য আগামী ১৮ জানুয়ারি মামলার পরবর্তী দিন নির্দিষ্ট করেন। ২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে বক্তার মণ্ডলের বাড়িতে অগ্নি সংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকজনকে খুন করে লাশ গায়েব করার অভিযোগ ওঠে সিপিএম কর্মীদের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর, ২০১১ সালের ১৫ মে পুরনো একটি অস্ত্র আইনের মামলায় পুলিশ দিল মহম্মদকে গ্রেফতার করে। দিল ছোট আঙারিয়া মামলায় অন্যতম অভিযুক্ত। এরপরই ছোট আঙারিয়া মামলা নতুন করে প্রাণ পায়। গত বছরের ১৪ মে মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ছোট আঙারিয়া মামলায় অন্যতম অভিযুক্ত সিপিএম কর্মী দিল মহম্মদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১২০ বি, ১৪৮, ১৪৯, ২০১, ৪৩৬ ধারা ও অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় চার্জ গঠন হয়েছে। আদালতের এই চার্জ গঠনকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিযুক্তপক্ষ। তাদের বক্তব্য, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারা এ ক্ষেত্রে প্রযুক্ত নয়। কারণ, ঘটনাস্থল থেকে কোনও দেহ উদ্ধার হয়নি। অস্ত্রও মেলেনি।

সমুদ্র উৎসব নিয়ে বৈঠক
আগামী ১৬ জানুয়ারি দিঘায় ‘সমুদ্র উৎসবে’র উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার মহাকরণে এই নিয়ে এক প্রশাসনিক বৈঠক হল। বৈঠকে রাজ্যের নগরোন্নয়ন ও পযর্টন দফতরের দুই সচিব দেবাশিস সেন ও বিক্রম সেন ছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, রামনগর ১ ও ২ ব্লকের উন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী প্রমুখরা ছিলেন। সৌমনবাবু জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি দিঘা, তাজপুর ও মন্দারমণি সৈকতে সমুদ্র উৎসব হবে। ১৬ জানুয়ারি নিউ দিঘার পুলিশ হলিডে হোম মাঠে সমুদ্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তিনি আট কোটি টাকা ব্যয়ে তৈরি দিঘা বাইপাস রোডেরও উদ্বোধন করবেন। ১৬ থেকে ১৮ জানুয়ারি নিউদিঘায় এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি ওল্ডদিঘা তাজপুর ও মন্দারমণিতে সমুদ্র উৎসব হবে। নিউদিঘায় সমুদ্র উৎসবের সমস্ত ব্যয়ভার রাজ্যের পযর্টন দফতর বহন করবে। ওল্ড দিঘা, তাজপুর ও মন্দারমণিতে সমুদ্র উৎসবের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করছে পযর্টন দফতর। শঙ্করপুরে ওই সময় মৎস্যজীবীদের নিজস্ব গঙ্গোৎসব থাকায় সমুদ্র উৎসব করা হবে না। উৎসবের প্রস্তুতি হিসাবে জোর কদমে শুরু হয়ে গিয়েছে দিঘার রাস্তা মেরামতের কাজ।

জেলা ছাত্র উৎসব
জেলা বিবেক ছাত্র-যুব উৎসব। নিজস্ব চিত্র
দু’দিনের জেলা ছাত্র উৎসব শুরু হল বুধবার পূর্ব মেদিনীপুরের বাজকুল মিলনী কলেজ প্রাঙ্গণে। উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন জেলাশাসক পারভেজ রহমান সিদ্দিকী, জেলা যুব কল্যাণ আধিকারিক অসীম পাল, সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, শিক্ষা কর্মাধ্যক্ষা দেবব্রত মণ্ডল প্রমুখ। এই উপলক্ষে অনুষ্ঠিত হবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদি। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ব্লকগুলিতে এই উৎসব শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে রাজ্য যুব উৎসব।

চ্যাম্পিয়ন মহম্মদপুর
নন্দীগ্রামে জেলা পুলিশের সঙ্গে রিপোটার্স একাদশের প্রীতি ফুটবল। —নিজস্ব চিত্র
নন্দীগ্রাম থানার পুলিশ ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নন্দীগ্রাম ১ ব্লকের মহম্মদপুর পঞ্চায়েত এলাকার ফুটবল দল। বুধবার বিকেলে নন্দীগ্রাম কলেজ ময়দানে ফাইনালে মহম্মদপুর পঞ্চায়েত ১-০ গোলে হারায় নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি ১ পঞ্চায়েতকে। এ দিন দুপুরে জেলা পুলিশ একাদশ ও সাংবাদিক একাদশের মধ্যেও একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। পুলিশ একাদশের হয়ে খেলেন পুলিশ সুপার সুকেশ জৈন, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি, মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর শুভঙ্কর দে ও প্রাক্তন ফুটবলার মইদুল ইসলাম। সাংবাদিক একাদশের হয়ে খেলেন প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলে। উভয়পক্ষই একটি করে গোল করে। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা, নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বামেদের স্মারকলিপি
হলদিয়া পুরসভায় পুরপ্রধান-সহ বামফ্রন্ট কাউন্সিলরদের ঢুকতে বাধা দেওয়া নিয়ে জেলাশাসকের কাছে ফের অভিযোগ জানিয়ে স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বুধবার বিকেলে তমলুকে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিতে যান জেলা বামফ্রন্ট আহ্বায়ক তথা সিপিএম জেলা সম্পাদক কানু সাহু, সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা, সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া, আরএসপি নেতা সুবল সামন্ত, ফব নেতা অশ্বিনী সিংহ প্রমুখ। তাঁদের অভিযোগ, গত ২৬ জুন হলদিয়া পুরসভায় বামপন্থী কাউন্সিলরদের নতুন পুরবোর্ড শপথ নেওয়ার পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকেরা দলের কাঊন্সিলররা পুরপ্রধান-সহ বামফ্রন্ট কাউন্সিলরদের অফিসে ঢুকতে বাধা দিচ্ছে। ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ও উন্নয়নের কাজ ব্যহত হচ্ছে। স্থানীয় থানায়, জেলা পুলিশ সুপারকে ও জেলা প্রশাসনকে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছিল আগেই, কিন্তু কোনও সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। জেলা বামফ্রন্ট নেতারা হলদিয়া পুরবোর্ড ভাঙা নিয়ে দলীয় সভায় তৃণমূল নেতৃত্বের হুমকি দেওয়া নিয়েও জেলাশাসককে অভিযোগ জানান এ দিন।

স্কুলের সুবর্ণ জয়ন্তী
সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হল পটাশপুর ১ ব্লকের গোকুলপুর মদনমোহন শিক্ষানিকেতনে। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য জগন্নাথ পাত্র। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকদের দানে প্রায় ছয় লক্ষ টাকায় গড়ে ওঠা সুবর্ণজয়ন্তী স্মারক ভবনের উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন সাংসদ শিশির অধিকারী, বিধায়ক জ্যোতির্ময় কর প্রমুখ ব্যক্তিত্ব।

প্রতিবাদে মিছিল
দিল্লি গণধর্ষণের প্রতিবাদে মৌনী মিছিল হল ঘাটাল মহকুমা জুড়ে। ঘাটাল শহরের নাট্য অ্যাকাডেমি ও আলামগঞ্জের আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে মোমবাতি নিয়ে দু’টি মৌনী মিছিল বেরয়। দুটি মিছিলেই স্কুল ও কলেজ পড়ুয়া-সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। অন্য দিকে চন্দ্রকোনা শহরের বেকার সমিতির পক্ষ থেকেও একটি মিছিল ও গাজিপুরে প্রতিবাদ সভা হয়। মঙ্গলবার সকালে ধিক্কার মিছিল করেন পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘি এলাকার বাসিন্দারাও। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ডাকা ওই মিছিলে যোগ দেন পুরুষ-মহিলা সকলেই।

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন বেতাহাটে
মঙ্গলবার এগরা ১ ব্লকের বেতাহাটে দুবদা খালের উপর কংক্রিটের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ছিলেন সেচ দফতরের এগরা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাপস রক্ষিত। এত দিন এখানে ছিল কাঠের সেতু। কাঁথি বিভাগের আধিকারিক স্বপন পণ্ডিত জানান, “৬০ মিটার লম্বা, ৬.৪ মিটার চওড়া এই সেতু নির্মাণের জন্য এক কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দরপত্র দেওয়া হয়ে গিয়েছে। আশা, বর্ষা নামার আগেই সেতর কাজ শুরু হবে। সেতুর দু’দিকে তিন মিটার করে অ্যাপ্রোচ রোড-ও তৈরি করা হবে। জমি সংক্রান্ত সমস্যা আছে। তা মিটলেই কাজ শুরু হবে।” ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুবদা পঞ্চায়েত প্রধান দিলীপ বর বলেন, “নেতা-মন্ত্রীদের জন্য অপেক্ষা করে অনেক দেরি হয়ে গিয়েছে। এ বার দ্রুত কাজের লক্ষ্যে আনুষ্ঠানিক সূচনা করা হল।”

পত্র-পত্রিকা মেলা শুরু
পত্র-পত্রিকা মেলায় চলছে ছৌ নাচ। ছবি: কিংশুক আইচ।
শুরু হল পত্র-পত্রিকা মেলা। বুধবার থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মাঠে এই মেলা শুরু হয়েছে। চলবে আজ, বৃহস্পতিবার পর্যন্ত। এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। দুই মেদিনীপুর থেকে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদপত্র এবং লিটল ম্যাগাজিনের উদ্যোগে এই মেলা। মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈবালশঙ্কর চক্রবর্তী ও ভবেশ বসু জানান, মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার জঙ্গলমহলের লোকসংস্কৃতি নিয়ে এক আলোচনাসভা হবে।

জামিন প্রশান্তর
অস্ত্র আইনের মামলায় জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষ। ২০১১ সালের জুন মাসে প্রশান্তবাবুর বেনাচাপড়ার বাড়ি থেকে কার্তুজ উদ্ধার করার পরে পুলিশ তাঁর নামে অস্ত্র আইনে মামলা করে। দীর্ঘ দিন ফেরার থাকার পর কয়েক মাস আগে পুরী থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। তিনি দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের মামলাতেও অভিযুক্ত। প্রশান্তবাবুর আইনজীবী বিশ্বনাথ ঘোষ আগেই মেদিনীপুর সিজেএম আদালতে অস্ত্র মামলায় জামিনের আবেদন জানান। শুনানিও হয়। বুধবার ওই আবেদন মঞ্জুর করেন বিচারক। তবে প্রশান্তবাবু এখনই জেল থেকে ছাড়া পাবেন না। কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হওয়ায় জেলেই থাকতে হবে তাঁকে।

ট্যাঙ্কার উল্টে মৃত্যু
ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল এক কর্মীর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বরদাবাড়ে ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম গোপাল মণ্ডল (৩৮)। তাঁর বাড়ি হাওড়ার শ্যামপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে একটি তেলের ট্যাঙ্কার কলকাতা থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার পথে ৬ নম্বর জাতীয় সড়কে বরদাবাড়ের কাছে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। তখনই ট্যাঙ্কারের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই কর্মী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.