টুকরো খবর
নিয়োগে স্বচ্ছতার দাবি, বিক্ষোভ
মেদিনীপুর কৃষি দফতরে বিক্ষোভ। ছবি: রামপ্রসাদ সাউ।
বেছে-বেছে তৃণমূল কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করার চেষ্টা চলছেএই অভিযোগ তুলে বুধবার জেলা কৃষি দফতরে বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র-যুব সংগঠন। পরে দফতরে এক দাবিপত্রও জমা দেওয়া হয়। ডিওয়াইএফ এবং এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা বিক্ষোভে যোগ দেন। নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, এসএফআইয়ের জেলা সভাপতি সোমনাথ চন্দ প্রমুখ। সিপিএমের ছাত্র-যুব সংগঠনের অভিযোগ, সম্প্রতি ১৯ জনের একটি নামের তালিকা রাজ্য কৃষি দফতর থেকে জেলা কৃষি দফতরে এসেছে। এঁদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করার কথা বলা হয়েছে। ওই দুই সংগঠনের বক্তব্য, যাঁদের নিয়োগ করার কথা বলা হয়েছে, তাঁরা সকলেই তৃণমূলের কর্মী। ডিওয়াইএফের জেলা সম্পাদক বলেন, “হতে পারে চুক্তির ভিত্তিতে নিয়োগ। কিন্তু, নিয়োগ হলে কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে না, পরীক্ষা হবে না, তা কী করে হয়? আমাদের দাবি, আগে পরীক্ষা হোক। তারপর সেই পরীক্ষায় যাঁরা সফল হবেন, তাঁদের নিয়োগ করা হোক। তাহলেই স্বচ্ছতা থাকবে।” এ বুধবার দুপুরে জেলা কৃষি দফতরে সিপিএমের ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচি হয়। পরে দুই সংগঠনের এক প্রতিনিধিদল উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) নিমাইচন্দ্র রায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি দাবিপত্র তুলে দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ১৯ জনের নামের একটি তালিকা আসার কথা স্বীকার করে নিয়েছেন উপ কৃষি অধিকর্তা। তবে এ ক্ষেত্রে তাঁর কিছু করণীয় নেই বলেই তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলতে নারাজ উপ কৃষি অধিকর্তা। তিনি শুধু বলেন, “একটি দাবিপত্র পেয়েছি।”

দাঁতনে মারধরে অভিযুক্ত তৃণমূল
সিপিএমের জেলা পরিষদ সদস্যকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে চা খেয়ে বাড়ি আসার পথে আক্রান্ত হন সিপিএমের জেলা পরিষদ সদস্য তথা দাঁতন ২ জোনাল কমিটির সদস্য তাপস মাইতি। অভিযোগ, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আসা অ্যাম্বুল্যান্সও তৃণমূলের সমর্থকরা আটকান। প্রায় চার ঘণ্টা পরে পুলিশ এলে বাড়ির লোকজন অন্য একটি গাড়িতে ওই সিপিএম নেতাকে হাসপাতালে নিয়ে যান। সিপিএম নেতা অনিল পট্টনায়েকের অভিযোগ, “গত কয়েকদিনে কেশিয়াড়ি, জেনকাপুর-সহ বিভিন্ন জায়গায় দলীয় নেতা-কর্মীদের মারধর করছে তৃণমূল। তাপসবাবুকে রড-লাঠি দিয়ে পিটিয়েছে ওরা।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শৈবাল গিরি বলেন, “মঙ্গলবার দলের প্রতিষ্ঠা দিবসের মিছিল বেরনোর সময় সিপিএমের লোকেরা আমাদের এক কর্মীকে মারধর করেছিল। প্রতিবাদে তপনবাবুকে সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা হেনস্থা করেন।” দাঁতন থানার পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে সিপিএম।

অস্ত্র মামলায় জামিন প্রশান্তর
অস্ত্র আইনের মামলায় জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষ। ২০১১ সালের জুন মাসে প্রশান্তবাবুর বেনাচাপড়ার বাড়ি থেকে কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। এরপরই পুলিশ তাঁর নামে অস্ত্র আইনে মামলা করে। দীর্ঘদিন ফেরার থাকার পর কয়েক মাস আগে পুরী থেকে প্রশান্তবাবুকে গ্রেফতার করে সিআইডি। তিনি দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের মামলাতেও অভিযুক্ত রয়েছেন। প্রশান্তবাবুর আইনজীবী বিশ্বনাথ ঘোষ আগেই মেদিনীপুর সিজেএম আদালতে অস্ত্র আইনের মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন। এ নিয়ে শুনানিও হয়। বুধবার ওই আবেদন মঞ্জুর করেন বিচারক। তবে প্রশান্তবাবু এখনই জেল থেকে ছাড়া পাবেন না। কারণ, কঙ্কাল-কাণ্ডের মামলায় তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ রয়েছে।

বাজেট সভা
আগামী আর্থিক বছরের জন্য ১৭২ কোটি ৪৭ লক্ষ টাকার বাজেট অনুমোদিত হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের এক সভায়। বুধবার বাজেট নিয়ে আলোচনার জন্য সভা ডাকা হয়েছিল জেলা পরিষদের পরিকল্পনা ভবনে। ছিল সাধারণ সভারও আয়োজন। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক সাগর সিংহ, জেলা পরিষদের বিরোধী দলনেতা অরুণ মুখোপাধ্যায় প্রমুখ।

ধর্ষণের প্রতিবাদে
দিল্লির গণধর্ষণের প্রতিবাদে চন্দ্রকোনা শহরের বেকার সমিতি মিছিল করল। গাজিপুরে একটি প্রতিবাদ সভা হয়। সমিতির পক্ষে গোবিন্দ দাস জানান, দোষীদের কড়া শাস্তি না-হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.