টুকরো খবর |
গারো জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি চলতি সপ্তাহেই
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই গারো জঙ্গি সংগঠন এএনভিসির সঙ্গে শান্তি চুক্তি করতে চায় মেঘালয় সরকার। সব কিছু পরিকল্পনা মাফিক চললে চলতি সপ্তাহেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা এএনভিসির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন। ১৯৯৫ সালে গঠিত এএনভিসি পৃথক গারো রাজ্যের জন্য লড়াই চালাচ্ছিল। ২০০৪ সালে সংঘর্ষবিরতি চুক্তি করে তারা। এরপর তাদের দাবি ছিল স্বশাসিত গারোল্যান্ড। নববর্ষে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, “গারো সমস্যা সমাধান বরাবরই রাজ্য সরকারের প্রধান কর্মসূচিতে আছে। আশা করি, এইবার সর্বসম্মতিক্রমে কোনও একটি সমাধানে পৌঁছনো সম্ভব হবে।” সশস্ত্র সংগ্রামের ধাক্কায় গারো পাহাড়ের জেলাগুলির বিকাশ অনেকটাই পিছিয়ে। সাংমা বলেন, “আশা করি, গারোদের উন্নতির স্বার্থেই এএনভিসির বিক্ষুব্ধ শাখা ও অন্য গারো জঙ্গিরাও শান্তির পথে পা মেলাবে।” মুকুলের আশা এ বার শান্তি ফিরবে তাঁর রাজ্যে।
|
বরাকে সূচনা বিবেক র্যালির
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্বামীজিকে সামনে রেখে তাঁর জন্মের সার্ধশতবর্ষে রক্তদান আন্দোলনের কথা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। কাল, ভারত-বাংলাদেশ সীমান্তে করিমগঞ্জের সুতারকান্দি থেকে দশটি মোটরসাইকেলে বার হয় ১৫ সদস্যের বিবেক র্যালি। লক্ষ্য, ৩৬ দিনে পঞ্জাবের ওয়াঘা সীমান্তে পৌঁছনো এবং পথে ১১টি রাজ্যে ১৫০টি স্থানে সচেতনা সভা করা। কাল সকালে সুতারকান্দিতে অভিযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে র্যালির সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী শ্যামানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন ফেডারেশন অব ব্লাড ডোনার্স অরাগানাইজেশনস অব ইন্ডিয়ার সম্পাদক অপূর্ব ঘোষ।
|
আত্মঘাতী সেনা
সংবাদসংস্থা • ভাগলপুর |
আত্মহত্যা করলেন এক ভারতীয় বায়ুসেনা। বিহারের ভাগলপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, জলন্ধরে কর্মরত ওম প্রকাশ(৩২) ছুটিতে বাড়ি এসেছিলেন। পারিবারিক বিবাদের জেরে তিনি মঙ্গলবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলেই পুলিশের অনুমান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ।
|
ফের ধর্ষণ দুই রাজ্যে, প্রশ্নের মুখে নিরাপত্তা |
পঞ্জাব ও হরিয়ানায় ফের ধর্ষণের ঘটনা ঘটল। পুলিশ জানায়, পঞ্জাবের মোগা জেলায় একটি ছ’বছরের শিশুকে ধর্ষণ করেছে সোনি সিংহ নামের এক ব্যক্তি। সোনি শিশুটিকে ২০ দিন ধরে নিজের বাড়িতে লুকিয়ে রেখে ধর্ষণ চালায়। ধরা পড়ার পর পুলিশর কাছে এ কথা স্বীকার করেছে সোনি। অন্যদিকে শনিবার রোহতাকের একটি হাসপাতালে মৃত শিশুর জন্ম দিয়ে মারা গেলেন বছর কুড়ির ধর্ষিতা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কারনালে। ২০১২ সালের অক্টোবর মাসে পুলিশের কাছে একটি অভিযোগ করেছিলেন ওই নির্যাতিতা। তাঁর অভিযোগ ছিল, প্রদীপ নামের এক প্রতিবেশী যুবক তাঁকে দীর্ঘদিন বিরক্ত করত। তাঁর বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিয়মিত বাড়িতে আসত। গত বছরের জুন মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল প্রদীপ। অভিযুক্ত প্রদীপকে গ্রেফতার করেছে পুলিশ। প্রদীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে নির্যাতিতার মৃত শিশুটির ডিএনএ পরীক্ষা করে দেখার পরেই বিচার হবে প্রদীপের।
|
কেমিক্যাল ক্যাস্ট্রেশনে কংগ্রেসের না |
ধর্ষণের অপরাধে দোষীদের কেমিক্যাল ক্যাস্ট্রেশনের সাজা দেওয়ার ব্যাপারে বিচারপতি বর্মা কমিশনের কাছে কংগ্রেস কোনও সুপারিশ করেনি বলে বুধবার জানালেন দলীয় মুখপাত্র রশিদ অলভি। গত ক’দিন ধরে কংগ্রেসের একটি সূত্রে বলা হচ্ছিল, ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের যৌন তাড়না ওষুধ দিয়ে বন্ধ করার পক্ষে দল। তা নিয়ে জল্পনা শুরু হওয়ার পরেই এ দিন কংগ্রেসের তরফে অবস্থান স্পষ্ট করা হল। রশিদ জানান, কাল মহিলা কংগ্রেসের নেতারা সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেছিলেন। ধর্ষণের অপরাধীদের ফাঁসি দেওয়ার দাবি জানালেও তাঁরা কেমিক্যাল ক্যাস্ট্রেশনের দাবি করেননি। তবে কংগ্রেস দলীয় তরফে এই অবস্থান জানালেও, ঘরোয়া আলোচনায় মন্ত্রিসভার একাধিক মন্ত্রী বুধবারও বলেন, ওষুধ দিয়ে কিছু সময়ের জন্য অপরাধীর যৌন তাড়না বন্ধ করার শাস্তি দেওয়া যেতেই পারে। বিষয়টি নিয়ে আরও চিন্তাভাবনা প্রয়োজন।
|
দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে খুন মা |
বাড়িতে ঢুকে কিশোরীকে অপহরণ করতে এসেছিল দুষ্কৃতীরা। কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মা। মাকে খুন করেই পালাল দুষ্কৃতীরা। কিশোরী পড়ে রইল গাড়িতেই। ঘটনাটি ঘটছে মঙ্গলবার অসমের কাছাড় জেলার পালংঘাট এলাকায়। পুলিশ জানায়, এ দিন রাতে চার দুষ্কৃতী দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করতে তার বাড়িতে ঢুকেছিল। কিন্তু দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ছাত্রীর মা। তাতে দুষ্কৃতীরা ছাত্রীর মায়ের ঘাড়ে দা’য়ের কোপ বসায়। তার পর ছাত্রীকে গাড়িতে তুলে রওনা দেয়। আক্রান্ত মা তাতেও দম হারাননি। মেয়েকে বাঁচাতে ফের দুষ্কৃতীদের পথ আটকান। এর পর দুষ্কৃতীরা ছাত্রীর মা’কে গাড়ির তলায় পিষে দেয়। কিন্তু তত ক্ষণে পড়শিরা জড়ো হয়ে যাওয়ায় কিশোরীকে গাড়িতে ফেলে দিয়েই পালিয়ে যায় তারা। দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়ির চাললকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার প্রতিবাদও জানিয়েছে স্থানীয় অধিবাসীরা। তদন্তে নেমেছে পুলিশ।
|
ধর্ষণের দায়ে গ্রেফতার দু’ভাই |
২০১২-র বছর শেষের সন্ধ্যায় ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দু’জন যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সরোজিনী নগরের বাসিন্দা ওই যুবক দু’জনের মধ্যে এক জন পেশায় ইঞ্জিনিয়ার, অপর জন একটি নিয়োগ সংস্থায় এগজিকিউটিভ পদে কর্মরত। সম্পর্কে তারা দুই ভাই। মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্তদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত চোদ্দো দিনের জন্য তাদের তিহাড় জেলে রাখা হয়েছে। তরুণী জানিয়েছে, ধর্ষকদের এক জনের সঙ্গে তার সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে কয়েক মাস আগে বন্ধুত্ব হয়েছিল। বেশ কয়েক বার মেয়েটির সঙ্গে দেখা করতে চায় যুবকটি। বছর শেষের দিনে দেখা হয় তাদের। মাদক মেশানো পানীয় খাইয়ে তরুণীকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দুই যুবক।
|
বণিকসভার দাবি |
দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা জোরদার করার দাবিতে এ বার গলা মেলাল শিল্পমহলও। এ নিয়ে আরও কঠোর আইন তৈরির দাবি করল বণিকসভা সিআইআই। নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের উপযুক্ত শাস্তির বিষয়টি নিশ্চিত করারও দাবি জানিয়েছে তারা। সিআইআইয়ের প্রেসিডেন্ট আদি গোদরেজ জানান, এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সহায়তা করার জন্য ইতিমধ্যেই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছেন তাঁরা। নিরাপত্তার বিষয়ে সমাজের বিভিন্ন বয়সের, পেশার ও আর্থিক স্তরের মহিলাদের নিয়ে একটি সমীক্ষা করবে প্রাক্তন প্রেসিডেন্ট সুবোধ ভার্গবের নেতৃত্বাধীন ওই টাস্ক ফোর্স। তার ভিত্তিতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রের কাছে।
|
ফের ফলক-কাণ্ড |
ফলকের পর ফের বাবার অত্যাচারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল ১৩ মাসের এক শিশুকে। মেয়েটির একটা হাত ও দু’টো পা-ই ভেঙে গিয়েছে মারের চোটে। হাসপাতালে ভর্তি করানোর সময় বলা হয়েছিল সে বিছানা থেকে পড়ে গিয়েছে। পরে ৩১ ডিসেম্বর মেয়েটির মা থানায় অভিযোগ জানান, বাবা ও আরও কয়েক জন আত্মীয়ার অত্যাচারে এই অবস্থা হয়েছে তাঁর মেয়ে জিয়ার। পুলিশ জানিয়েছে, জিয়ার বাবা দস্তগির হুক্কেরি ও তাঁর তিন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। এর আগেও দস্তগিরের দু’টি মেয়ে আছে। তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় রেগে গিয়ে মেয়ের উপর চড়াও হন তিনি।
|
ছেলেকে খোঁজার আর্জি মায়ের |
আমেরিকাবাসী বিজ্ঞানী ছেলের ন’বছর ধরে খোঁজ নেই। তাই বিদেশ মন্ত্রকে চিঠি লিখে এ বিষয়ে সাহায্যের আর্জি জানালেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা। অন্ধ্রের করিমনগর জেলার বাসিন্দা বিজ্ঞানী অররে রামাস্বামী ৩০ বছর আগে আমেরিকায় যান। চিঠিতে রামাস্বামীর মা মালব্য জানিয়েছেন, এই ৩০ বছরে মাত্র তিন বার মোরাপল্লি গ্রামে নিজের বাড়িতে এসেছিলেন রামাস্বামী। শেষ বার চেন্নাইয়ের একটি মেয়ের ছবি দেখিয়ে বলেছিলেন, তাঁকে বিয়ে করতে চান। এর পরে ন’বছর ধরে তাঁর আর কোনও খোঁজ নেই।
|
শীতল রাজধানী |
গত ৪৪ বছরে এ রকম ঠান্ডা দেখেনি রাজধানী। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে প্রায় সারা দিনই কুয়াশায় মোড়া ছিল গোটা শহর। ফলে বিপর্যস্ত হয়েছে জনজীবন। সময় পরিবর্তন করা হয়েছে ৩০টি উড়ানের। এ দিকে উত্তরপ্রদেশে ঠান্ডার কারণে এ দিন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ঠান্ডায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০৭।
|
নীরবতা পালন |
বিশাখাপত্তনম ও রাজামুন্দ্রির উপকূলবর্তী সেন্ট্রাল জেলের কয়েদিরা দিল্লির নির্যাতিতা সাহসী মেয়েটির স্মৃতির উদ্দেশ্যে পাঁচ মিনিট নীরবতা পালন করল। বুধবার এ কথা জানালেন ওই জেলের ডিআইজি নরসিংহ রাও। এক কয়েদি বলে, “দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত। যাতে এর পর কেউ আর এই রকম অপরাধ না করে।”
|
ফাঁসি মকুব |
রাষ্ট্রপতি থাকাকালীন প্রতিভা পাটিল কেন্দ্রের সুপারিশে ৭ ধর্ষকের ফাঁসির সাজা মকুব করেছিলেন। দিল্লিতে গণধর্ষণ কাণ্ডের পরে গোটা দেশ যখন অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে উত্তাল, তখনই সামনে এল এই খবর। মোট ৩৫ জন অপরাধীর ফাঁসির সাজা মকুব করেছিলেন প্রতিভা পাটিল। তাদের মধ্যে ছিল এই সাত ধর্ষক।
|
অ্যাসিড হানা |
৩০ বছরের এক মহিলাকে অ্যাসিড ছোড়ার অভিযোগে ধৃত এক যুবক। ওই মহিলা বেসরকারি স্কুলের শিক্ষিকা। রিয়াজ আহমেদ নামে এক যুবক অ্যাসিড ছুড়েছে বলে অভিযোগ। গুরুতর জখম ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। অ্যাসিড ছোড়ার কোনও কারণ জানা যায়নি।
|
‘ভারতরত্ন’-এর দাবি অটলকে |
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলল বিজেপি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি লিখে বিজেপি নেতা যশবন্ত সিন্হা দাবি করেছেন, বাজপেয়ীর অবদানের কথা মাথায় রেখে তাঁকে এই সম্মান দেওয়া হোক। ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র নাম বদলে রাখা হোক ‘অটল গ্রাম সড়ক যোজনা’।
|
বুদ্ধ-মূর্তির খোঁজ কেন্দ্রাপড়ায় |
একটি চার ফুট লম্বা বুদ্ধ-মূর্তি খুঁজে পাওয়া গিয়েছে ওড়িশার কেন্দ্রাপড়ার পারাভাদি পাহাড়ের গুহায়। ওই অঞ্চলের হিন্দু আদিবাসীরা হিন্দু দেবতা ভেবে এত দিন ভুলবশত পুজো করে আসছিলেন ধ্যান মুদ্রায় থাকা পাথরের বুদ্ধ-মূর্তিটির। প্রত্নতাত্ত্বিকদের মতে, ওই মূর্তিটি নবম শতাব্দীর সোমবংশী রাজত্বের কথা জানতে সাহায্য করবে। |
|