রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণের দাবিতে কংগ্রেসের লাগানো ‘ফ্লেক্স’ খুঁটি সমেত উপড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ইটাহার থানার চৌরাস্তা মোড় এলাকায়। অভিযুক্ত তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রেফতারের দাবিতে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা ইটাহার থানায় বিক্ষোভ দেখান। পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি ইটাহারের সার্কেল ইন্সপেক্টরকে একটি স্মারকলিপি দিয়েছে কংগ্রেস। ইটাহারের সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং বলেন, “অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।” মোহিতবাবু বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র করে তৃণমূলের কর্মী সমর্থকরাই ফ্লেক্স খুঁটি সমেত উপড়ে প্রায় ৫০ মিটার দূরে ফেলে পালিয়েছে। এক সপ্তাহের মধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে ইটাহার অচল করে আন্দোলনে নামা হবে।” তিনি জানান, এমন হলে তো কংগ্রেসের কর্মী সমর্থকেরাও তৃণমূলের ফ্লেক্স ও হোর্ডিং নষ্ট করে দেবেন। জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি বলেন, “ভিত্তিহীন অভিযোগ। ইটাহারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে ভন্ডুল করতেই কংগ্রেসের তরফে মিথ্যা অভিযোগ তুলে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা হয়।” মাস চারেক আগে কংগ্রেসের তরফে চৌরাস্তা মোড়ে দুটি খুঁটির সাহায্যে প্রায় ১৫ ফুটের ফ্লেক্সটি লাগানো হয়। ফ্লেক্সে রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সি ও প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির ছবি-সহ এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জন্য অবিলম্বে জমি অধিগ্রহণের দাবির কথা লেখা ছিল। এদিন সকালে স্থানীয় কংগ্রেসের কর্মীরা ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সেটিকে পড়ে থাকতে দেখেন। কংগ্রেস নেতা পবিত্র চন্দ বলেন, “রায়গঞ্জে যাতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি না হয়, তারজন্য ষড়যন্ত্র চলছে। জেলা তৃণমূল সভাপতি অমলবাবু জানান, প্রিয়বাবুকে আমরা শ্রদ্ধা করি। তাঁর ছবি সমেত ফ্লেক্স আমরা উপড়ে ফেলে দেওয়ার কথা ভাবতেই পারি না। রাজ্য সরকার জোর করে কৃষিজমি অধিগ্রহণ করে রায়গঞ্জে হাসপাতাল তৈরির পক্ষে নয়। |