রঞ্জি খেলবেন তেন্ডুলকর
সংবাদসংস্থা • মুম্বই |
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবেন সচিন তেন্ডুলকর। মুম্বই ৬ জানুয়ারি রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরোদার। সদ্য একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিন তেন্ডুলকার এ বার মুম্বইয়ের হয়ে নক-আউট থেকে সব ম্যাচই খেলতে পারেন বলে জানা গিয়েছে। তবে বরোদা ম্যাচে জাহির খানের খেলার ব্যাপারে সংশয় রয়েছে। লিগের শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান তিনি।
|
‘না’-এর এর বদলে ‘না’। নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করায় বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’এ নিজেদের খেলোয়াড়দের পাঠানোর ব্যপারে ধোঁয়াশা বজায় রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ তাদের সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফের কড়া প্রতিক্রিয়া,“ পাকিস্তানে আন্তর্জাতিক সিরিজের উপযুক্ত পরিবেশ রয়েছে। বাংলাদেশ যদি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে সম্মান না দেয়, তবে আমরাও একই ভাবে প্রতিক্রিয়া জানাব।”
|
ব্রিসবেন আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলেন বিশ্বের দু’নম্বর মারিয়া শারাপোভা। ডান কাঁধের হাড়ে চোটের কারণে সরে যেতে হল তাঁকে। যদিও সেরেনা উইলিয়ামসের সেরা ফর্ম চলছেই। এ দিন তিনি ৬-২,৬-২ হারালেন আলিজ করনেটকে। বিশ্বের ৪৪ নম্বর করনেটকে হারাতে সেরেনার সময় লাগে মাত্র এক ঘন্টা।
|
ফিফা বর্ষসেরা পুরস্কার ঘোষণার সময় যত এগোচ্ছে ,ততই জল্পনা বাড়ছে কে পেতে চলেছেন এই পুরস্কার? ফুটবল বিশ্বের অনেকেই যদিও লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে টক্করের কথা বলছেন। তবে স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কি অবশ্য বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তাকেই ফিফা ২০১২’র সেরা ফুটবলারের খেতাব জেতার ব্যাপারে এগিয়ে রাখছেন। “আশা করছি ইনিয়েস্তা অনেক ভোট পেয়ে জিতবে”, বলছেন দেল বস্কি।
|
আর শুধু মোবাইল স্ক্রিনে বা প্লে স্টেশনে নয়, সরাসরি ট্রাকে নেমে মোটর রেসিংয়ের উত্তেজনা উপভোগ করার সুযোগ পেতে চলেছে স্কুল পড়ুয়ারা। নতুন প্রজন্মের মধ্যে ‘ফর্মুলা ওয়ান’ সর্ম্পকে সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানাচ্ছেন ফর্মুলা ওয়ানের প্রধান বার্নি একলস্টোন। ভারত সহ বিশ্বের ৪২’টি দেশে এক বিশেষ ধরনের গাড়িতে এই রেসিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। |