ছোট নদী বাঁচাতে উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নাব্যতা বাড়াতে ছোট নদীগুলিকে একশো দিনের কাজের আওতায় আনার দাবি জানাল সমাজ ও নদী বাঁচাও কমিটি। একটি বা দুটি জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদীগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই নাব্যতার সমস্যা রয়েছে। সংগঠনের দাবি, ছোট নদী হওয়ার কারণে সেচ দফতর থেকেও নদীগুলির জন্য প্রকল্প নেওয়া হয় না, আবার আর্থিক সংস্যার কারণে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অথবা পুরসভার তরফেও নাব্যতা বৃদ্ধির জন্য প্রকল্প নেওয়া সম্ভব হয় না। সে কারণেই একশো দিনের কাজের প্রকল্পে নাব্যতা বাড়ানোর প্রকল্প গ্রহণ করার দবি জানিয়েছে কমিটি। এই দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশকে স্মারকলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সমাজ ও নদী বাঁচাও কমিটি। সোমবার সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “নদীতে নাব্যতার সমস্যাই বেশিরভাগ ক্ষেত্রে বন্যার কারণ। নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের একশো দিনের কাজে সামিল করে নদীখাত খনন করে নাব্যতা ফেরানো যেতে পারে।
|
বুনোর আঘাতে জখম কুনকি
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
একটি বুনো হাতির আঘাতে জলদাপাড়ার কুনকি হাতি ঊর্বশী জখম হয়েছে। মঙ্গলবার দুপুরে হলং এলাকায়। বন দফতর সূত্রের খবর, বুনো হাতিটি বনকর্মীদের কাছে গনেশ নামে পরিচিত। সেটির দাঁত ভাঙা। এ দিন ঊর্বশীকে হলং নদীতে স্নান করানোর সময় গনেশ সেখানে আসে। মাহুত উবর্শীকে তুলে পিলখানায় ফিরে আসেন। সেখানেও গণেশ এসে হাজির হয়। বনকর্মীরা পটকা ফাটিয়ে, ক্যানেস্তারা বাজিয়ে সেটিকে জঙ্গলে পাঠান। যাওয়ার আগে সেটি ঊর্বশীর শরীরের পিছনে অংশে আঘাত করে। জখম অংশে সেলাই করা হয়েছে। দ্রুত উর্বশী সুস্থ হবে। পাশাপাশি, ডুয়ার্সের তোতাপাড়া জঙ্গলে মিলেছে একটি হাতির দেহ। আজ, বুধবার ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।
|
কমে গিয়েছে সুন্দরবনের বাঘ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সুন্দরবনে বাঘের সংখ্যা ৬৪ থেকে ৯০-এর মধ্যে। পরিবেশ মন্ত্রকের একটি নথি থেকে এ কথা জানা গিয়েছে। ২০০৪ সালের বাঘসুমারি অনুযায়ী বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গলে প্রায় ২৭৪টি বাঘ ছিল। ২০১০ সালের সুমারিতে ওই সংখ্যা অনেক কমে যাওয়ায় গণনার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, ‘ক্যামেরা ট্র্যাপ’ ও উপগ্রহ সমীক্ষার মাধ্যমে সাম্প্রতিক বাঘের সংখ্যা জানা গিয়েছে। |