টুকরো খবর |
১৬ বছর ধরে লড়াই কেরলের গণধর্ষিতার |
সংবাদসংস্থা • তিরুঅনন্তপুরম |
দিল্লির গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ দেখেছে দেশ। কিন্তু এ রকম নির্মমতার সাক্ষী অনেক মহিলাই আজও নীরবে কাঁদেন বিচারের অপেক্ষায়। এমনই এক গণধর্ষণের শিকার কেরলের সূর্যনেল্লির বাসিন্দা এক মহিলা। প্রায় ১৬ বছর আগে ওই মহিলা যখন কিশোরী ছিলেন, পর পর চল্লিশ দিন ধরে ৪২ জন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু এখানেই তাঁর দুরবস্থার শেষ নয়। কোনও রকমে পালিয়ে বাড়ি ফেরার পরেও তিনি থানায় অভিযোগ জানাতে পারেননি। কারণ, অভিযুক্তদের মধ্যে বেশ কয়েক জনের সঙ্গে রাজ্যের মন্ত্রী-আমলাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঘটনার কথা জানাজানি হতে অবশেষে ১৯৯৯ সালে যৌন হয়রানি সংক্রান্ত মামলার জন্য বিশেষ কোর্ট গঠন হয়। ৩৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। কিন্তু কেরল হাইকোর্ট সেই রায় বাতিল করে মাত্র এক জনকে দোষী সাব্যস্ত করে। ২০০৫ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানান নির্যাতিতার বাড়ির লোকজন। এখনও সেই মামলার শুনানিই শুরু হয়নি। অন্য দিকে চাপে পড়ে কেরল সরকার নির্যাতিতাকে ডাকঘরে চাকরি দিলেও টাকা নয়ছয়ের অভিযোগে চাকরি থেকে ছাঁটাই করা হয় তাঁকে। নির্যাতিতার বাড়ির লোকজনের দাবি, অভিযুক্তদের সঙ্গে যোগসাজশে তাঁর বিরুদ্ধে টাকা নয়ছয়ের মিথ্যে অভিযোগ এনেছেন ডাকঘর কর্তৃপক্ষ। বাবার পেনশনের টাকার কোনও রকমে সংসার চলে। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও দমে যেতে রাজি নন নির্যাতিতা। বরং দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য শেষ পর্যন্ত লড়ে যেতে বদ্ধপরিকর তিনি।
|
মৃত্যুদণ্ড চান জয়ললিতাও |
সংবাদসংস্থা • চেন্নাই |
মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এই ধরনের অপরাধ রুখতে একটি তেরো দফার পরিকল্পনার কথাও ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দিল্লি ধর্ষণ কাণ্ডের পর তামিলনাড়ুই প্রথম রাজ্য যারা অপরাধীর শাস্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল। মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেন, ধর্ষণে অভিযুক্তদের মৃত্যুদণ্ডই এক মাত্র শাস্তি হওয়া উচিত। প্রয়োজনে আইন বদলানোর কথাও ভাবতে হবে, মত তাঁর। তামিলনাড়ুতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যেমন, যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করবেন শীর্ষ পুলিশ অফিসাররা। প্রতি জেলায় খোলা হবে ফাস্ট ট্র্যাক মহিলা আদালত, নিয়োগ হবে মহিলা আইনজীবী। প্রতিদিন যেন শুনানি হয়- সেই ব্যবস্থাও করা হবে। মহিলা নিগ্রহের যে মামলার নিষ্পত্তি এখনও হয়নি, তা তাড়াতাড়ি শেষ করে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন জয়ললিতা।
|
প্রধান শিক্ষকের ‘সুপারি’, খুন পড়শি স্কুলের প্রধান |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ছাত্র ভর্তি নিয়ে রেষারেষি। তাই ‘সুপারি’ দিয়ে এক স্কুলের প্রধান শিক্ষক পড়শি স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর পরিবারকে হত্যা করালেন! গত ১৯ ডিসেম্বর গোলাঘাটের বরবিল এলাকার বেবেজিয়াগাঁওয়ের বাসিন্দা, একটি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক জিমি ব্রাউন বঢ়গোঁহাই, তাঁর স্ত্রী মনদীপ বঢ়গোঁহাই ও তাঁদের ১১ বছরের মেয়ে রোজিকে রাতের অন্ধকারে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বছর চারেক আগে শদিয়া থেকে ওই গ্রামে এসেছিলেন ব্রাউন পরিবার। স্কুল তৈরি করে স্কুলের পাশেই সপরিবারে থাকতেন জিমি। পুলিশ জানতে পারে, গ্রামবাসীদের একাংশের সঙ্গে জিমির বিবাদ ছিল। সন্দেহ করা হয় আদিবাসী জঙ্গি গোষ্ঠী আনলাকেও। কিন্তু সম্প্রতি জানা যায়, ওই গ্রামেরই অপর ইংরাজি মাধ্যম স্কুল, ‘মর্নিং গ্লোরি’-র প্রধান শিক্ষক অম্লান দত্তই হত্যাকাণ্ডের মূল মাথা। জিমি স্কুল তৈরি করার পরে তাঁর স্কুল থেকে অনেক ছাত্রছাত্রীই ওই স্কুলে চলে যাচ্ছিল। সেই থেকেই রেষারেষির শুরু। অম্লানবাবু এক ভাড়াটে খুনিকে জিমিকে হত্যার সুপারি দেয়। গত কাল ধরা পড়ে ভাড়াটে খুনি। কিন্তু অভিযুক্ত শিক্ষক এখনও পলাতক।
|
বন্ধে অবরুদ্ধ বড়োভূমি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বন্ধের হাত ধরেই বছর শুরু করল বড়োভূমি ও মণিপুর। আজ থেকে পৃথক বড়োল্যান্ড রাজ্যের দাবিতে বড়োভূমি ও নামনি অসমে অর্থনৈতিক অবরোধ শুরু করেছে পিপল্স জয়েন্ট অ্যাকশন কমিটি ও আলোচনাপন্থী এনডিএফবি। তার জেরে সকাল থেকে শ্রীরামপুর, করিমগাঁও, হাবরুবিল, চম্পা-সহ বাংলা-অসম বিভিন্ন সীমাবর্তী অঞ্চলে শ’য়ে শ’য়ে ট্রাক আটকে পড়েছে। বাংলা ও ভুটান থেকে আসা ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী গাড়িগুলিরও একই অবস্থা। যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক জেব্রারাম মুশাহারি বলেন, “সংবিধানের ২ ও ৩ নম্বর ধারা অনুযায়ী পৃথক রাজ্য ও এনডিএফবির সঙ্গে শান্তি আলোচনা শুরু করার দাবি বহুদিন থেকে জানাচ্ছি। কেন্দ্র সাড়া না দেওয়াতে বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে।” এ দিকে, এক প্রাক্তন জঙ্গির হত্যার প্রতিবাদে আজ মণিপুরের তামেংলং জেলায় বন্ধ পালন করা হয়।
|
মৃত্যুদণ্ডে সমর্থন আমজাদের |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
যৌন হেনস্থায় দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবিকে সমর্থন করলেন উস্তাদ আমজাদ আলি খানও। মঙ্গলবারই এই দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। আমজাদ জানিয়েছেন, তিনি জয়ললিতার সঙ্গে একমত। তাঁর বক্তব্য, “আমরা মা-বোনেদের রক্ষা করতে অপারগ। এটা খুবই দুঃখের বিষয়।” আমজাদের আক্ষেপ, বিশ্বের অন্য সব দেশে মেয়েরা সুরক্ষিত। কিন্তু যে দেশকে ভারত মাতা নামে ডাকা হয় সে দেশেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে বারবার।
|
মালিক খুনে ধৃত ৮ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চা-বাগান মালিক হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হলেও তিনসুকিয়ার কোনাপথার বাগানে কাজকর্ম শুরু হয়নি। বাগানের মালিক মৃদুল ভট্টাচার্য ও তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত অভিযোগে পুলিশ মানেশ্বর মুরা, জিতেন মুরা, আনেম মুরা, সামরা মুরা, বগা ভূমিজ ও অভিরাম মুরাকে গ্রেফতার করেছে। আগে গ্রেফতার হয়েছে আরও দু’জন। বাগানে নতুন কোনও উত্তেজন না ছড়ালেও ২৬ ডিসেম্বরের হত্যার ঘটনায় জড়িত সব অভিযুক্ত গ্রেফতার না হওয়া অবধি ভয়ে মজুররা বাগানমুখো হচ্ছে না। বাগান খোলার ব্যাপারে চা মজদুর সঙ্ঘ ও অসম টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন বাগান কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চালাচ্ছে।
|
নজির গড়ল রাজস্থান পুলিশ |
সংবাদসংস্থা • জয়পুর |
ধর্ষকদের শাস্তি দেওয়ার বিষয়ে নজির গড়ল রাজস্থান পুলিশ। ২৭ ডিসেম্বর রাতে এক আত্মীয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে রাওয়াস্তার এলাকায় গণধর্ষিতা হয় ১৩ বছরের এক নাবালিকা। ঘটনার এক দু’দিনের মধ্যেই গ্রেফতার হয় তিন অভিযুক্ত। ঘটনার এক সপ্তাহের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দাখিল করতে চলেছে রাজস্থান পুলিশ। ফাস্ট ট্র্যাক কোর্টেই ওই ধর্ষণ মামলার শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ।
|
দুই শিশু-সহ হত মা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পারিবারিক বিবাদের জেরে মা ও দুই শিশুসন্তানকে হত্যা করা হল। নগাঁও জেলার চামাগুড়ির ঘটনা। পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে কুহুমোটলি গ্রামে দু’টি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। আজ বেলা একটা নাগাদ, মোহবর আলি ফুলবানু বেগমের বাড়িতে হাজির হয়। প্রতিবেশীরা জানান, প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষে তর্ক-বিতর্ক চলে। এরপরেই সঙ্গে আনা দায়ের কোপে ফুলবানু বেগম ও তাঁর ৮ বছরের ছেলে রুবুল আলি, ৬ বছরের মেয়ে নাজিয়া খাতুনকে হত্যা করে মোহবর। পড়শিরা ধরার আগেই সে পালিয়ে যায়। হত্যাকারীকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
|
কয়লার অবৈধ কারবার |
|
ঝরিয়ার খোলামুখ খনি থেকে কয়লা পাচারের এই ছবিটি তুলেছেন চন্দন পাল। |
ঝাড়খণ্ড প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে কয়লার অবৈধ কারবার। বেসরকারি হিসেবে ধানবাদ, বোকারো, হাজিরাবাগ, রামগড়, পাতরাতু, সাঁওতাল পরগণা-সহ ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় দৈনিক টন টন কয়লার অবৈধ কারবার চলছে। অবৈধ কারবারের সিংহভাগ কয়লাই সরবরাহ হচ্ছে সাইকেলে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বস্তরের প্রশাসন কর্তাদের চোখের সামনেই চলছে অবৈধ কয়লা পরিবহণ। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে মন্ত্রী, আমলার নাকের ডগায় সাইকেলে বস্তাবোঝাই কয়লা চাপিয়ে নিয়ে যাচ্ছে কারবারিরা। বেচাকেনাও চলছে প্রকাশ্যেই। দর্শক সাধারণ মানুষও। সাইকেল বাহকদের কথায়, দূরত্ব অনুযায়ী কয়লার দাম ঠিক করা হয়। দূরত্ব অনুযায়ী এক বস্তা (সিমেন্টের বস্তা) কয়লা বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। পথ খরচের মধ্যে চা-পানি ছাড়াও পুলিশের জন্য ধরা আছে দৈনিক ১৫ থেকে ২০ টাকা।
|
পুকুরে প্রতিবাদ |
সংবাদসংস্থা • শিলং |
দিল্লির গণধর্ষণের প্রতিবাদ জানাতে গতকাল রাতে হিমশীতল পুকুরে ডুব দিলেন ২৮ জন শিলংবাসী। শিশু ও হৃদ্রোগীরাও সামিল হন এই অভিনব প্রতিবাদে। সাহসী মেয়েটির স্মরণে এ ভাবেই বর্ষবরণ করলেন তাঁরা। এমনিতেই পুকুরের জলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। পুকুরের জল আরও ঠান্ডা করতে তাতে ৪০টি বরফের চাঁই যোগ করা হয়।
|
প্রয়াত অন্নপূর্ণা |
নিজস্ব সংবাদদাতা • ভুবনেশ্বর |
প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ও সমাজ কর্মী অন্নপূর্ণা মহারাণা। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। সোমবার রাত ১০টা ৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
|
থানা হল দু’টি ফাঁড়ি |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
ধুবুরি আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ঠিক রাখতে দু’টি পুলিশ ফাঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হল। মঙ্গলবার আগমনী ও সাপটগ্রাম ফাঁড়িকে থানায় রূপান্তরিত করা হয়েছে। |
|