টুকরো খবর
ডিসেম্বরে আশানুরূপ বাড়েনি গাড়ি বিক্রি
সারা বছরই পেট্রোপণ্যের দাম, মূল্যবৃদ্ধি ও চড়া সুদের জেরে নাজেহাল গাড়ি শিল্পে ডিসেম্বরেও বিক্রির বাজারে দেখা গেল মিশ্র প্রভাব। এই সময়ে তেমন বাড়েনি বিক্রি। তা কমেছে যেমন বেশ কয়েকটি সংস্থার, তেমনই বেড়েওছে অনেকের। ডিসেম্বরে দেশে টাটা মোটরসের যাত্রী-গাড়ি বিক্রি হয়েছে ১৪,১৮৫টি। আর বাণিজ্যিক এবং যাত্রী-গাড়ি মিলিয়ে মোট বিক্রি দাঁড়িয়েছে ৬১,৭০০টি। হুন্ডাইয়ের মোট বিক্রিও সামান্য কমে হয়েছে ৪৭,৮৩৩টি। এ দেশে তা কমেছে ১০%। অন্য দিকে, বিক্রি ৪২.২% বেড়ে ১০,৮৯৯-তে দাঁড়িয়েছে ফোর্ডের। একই ভাবে নতুন গাড়ির হাত ধরে দেশের বাজারে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে রেনো-ও। ২০১১ সালে যেখানে দেশে মাত্র দু’টি মডেল বিক্রি করত সংস্থা, সেখানে এই বছরে ৫টি মডেলের হাত ধরে তাদের বিক্রি ৩২ গুণ বেড়ে হয়েছে ৫,৯২৪টি। তবে টয়োটা কির্লোস্করের বিক্রি ২৪.৩১% কমে হয়েছে ১২,০৭১টি। বিক্রি কমার কথা জানিয়েছে জেনারেল মোটরসও। তবে এর মধ্যেই ৬% বিক্রি বেড়ে প্রায় ৪৫,৩০০-র কাছাকাছি দাঁড়িয়েছে মহীন্দ্রার। হোন্ডার বিক্রিও বেড়েছে চার গুণ।

দারিদ্র কমানোয় শতকের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে না: সমীক্ষা
আগামী ২০১৫ সালের মধ্যে ভারতে দারিদ্রসীমার নীচে ২৬.৭% মানুষ বাস করবেন বলে ইঙ্গিত মিলেছে সরকারি সমীক্ষায়। পাশাপাশি, শিশুমৃত্যুর হার হিসাব করা হয়েছে প্রতি হাজার জন্মের মধ্যে ৫২। অর্থাৎ, নতুন শতাব্দীর লক্ষ্যমাত্রা (‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’) ভারত যে পূরণ করতে পারবে না, তাতেই শিলমোহর দিল সরকারি পরিসংখ্যান। ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দারিদ্রের হার ২৩.৯ শতাংশে নামিয়ে আনার কথা। ২০১৩-র স্ট্যাটিসটিক্যাল ইয়ার বুক প্রকাশ করে পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ দফতরের মন্ত্রী শ্রীকান্ত জেনা এই ইঙ্গিত দেন। শতাব্দীর লক্ষ্যমাত্রা অনুযায়ী ’৯০ সালের ৪৭.৮% থেকে দারিদ্রের হার অর্ধেক করে নামিয়ে আনার কথা ২৩.৯ শতাংশে।

মার্কিন অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা কাটায় বাড়ল সেনসেক্স
মার্কিন অর্থনীতি কিছুটা হলেও আশার আলো দেখায় মঙ্গলবার নববর্ষের দিন সেনসেক্স ছুঁল ২০ বছরের মধ্যে সর্বোচ্চ অঙ্ক। মন্দা ঠেকাতে আজ থেকেই বিপুল পরিমাণে সরকারি খরচ ছাঁটাই এবং চড়া হারে কর বসার আশঙ্কায় ছিল মার্কিন অর্থনীতি। এটা এমন কোনঠাসা অবস্থা তৈরি করত, যাকে ‘ফিসকাল ক্লিফ’ বলেই অভিহিত করছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি এড়িয়ে রফাসূত্রে পৌঁছতে সোমবার গভীর রাতে সায় দিয়েছে মার্কিন সেনেট। আর, তার জেরেই ১৫৪ পয়েন্ট বেড়ে মঙ্গলবার সূচক ছুঁয়েছে ১৯,৫৮০.৮১ পয়েন্ট। নববর্ষ উপলক্ষে এশিয়া ও ইউরোপের বাজার এবং ওয়াল স্ট্রিটও এ দিন বন্ধ ছিল।

সেবি-র জরিমানা
বিগত ২০০৪-’০৫ সালে বেআইনি শেয়ার লেনদেনে যুক্ত থাকার অভিযোগে ১১টি সংস্থার উপর মোট ১.২৫ কোটি টাকার জরিমানা বসাল বাজার নিয়ন্ত্রক সেবি। এর মধ্যে আছেন রেই অ্যাগ্রো-র তিন প্রোমোটার কৌশল্যা দেবী, সঙ্গীতা ও সুরুচি ঝুনঝুনওয়ালা। প্রত্যেককে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বাড়ল প্রবেশমূল্য
বছরের প্রথম দিন বন দফতরের উদ্যান ও কানন বিভাগ উত্তরবঙ্গের তিনটি উদ্যানের প্রবেশ মূল্য বাড়িয়ে দ্বিগুণ করল। শিলিগুড়ি, মালবাজার এবং ইসলামপুর উদ্যানে প্রবেশমূল্য ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৩ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.