দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন হিলারি, আশায় চিকিৎসকেরা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
রক্ত জমাট যাতে না বাঁধতে পারে তার জন্য নানা ধরনের ওষুধ দেওয়া হচ্ছে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে।আজ নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান কানের পিছন দিকে, মস্তিষ্ক এবং খুলির মধ্যকার অংশের একটি ধমনীতে রক্ত জমাট বেঁধে রয়েছে। গত মাসে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন হিলারি। তখনই এই আঘাত লেগে থাকতে পারে তাঁর। নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসকেরা জানান, হিলারি ক্লিন্টনের মস্তিষ্কে জমাট বাঁধা রক্তের ফলে তাঁর মস্তিষ্কে কোনও ধরনের রক্তক্ষরণ কিংবা নার্ভের সমস্যা হয়নি। তাঁকে এখনও পর্যন্ত যা ওষুধ দেওয়া হয়েছে, তাতে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। শীঘ্রই তিনি সম্পূর্ণ সেরে উঠবেন বলেও আশাবাদী ডাক্তাররা।
|
সমুদ্রে ডুবে মৃত ৩
সংবাদসংস্থা • নাগাপট্টিনাম |
একই দিনে দু’জন মহিলা-সহ তিন জন ভেলানকান্নির সমুদ্রে তলিয়ে গেল। পুলিশ জানিয়েছে, চল্লিশ জনের একটি দল কোয়ম্বত্তূর থেকে ভেলানকান্নিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নামে। তখনই ৫৪ বছরের এক ব্যক্তি এবং তাঁর মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকারীর দল কাউকে খুঁজে পায়নি। এক মহিলাও সমুদ্রে স্নান করতে নেমে ডুবে যান। কিছু ক্ষণ পরে তাঁকে খুঁজে পাওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
|
সুনন্দর শেষকৃত্য
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
সুনন্দ সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সোমবার। ভারতে সুনন্দর পরিবার ছিল না। তিনি অবিবাহিত ছিলেন। তাই তাঁর বন্ধুরা, ব্যবসার সহকর্মীরা এবং ভারতীয় দূতাবাসের এক প্রতিনিধির উপস্থিতিতে শহরে দাহ করা হয়েছে সুনন্দ সেনকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ছাপাখানার ব্যবসা চালাতেন সুনন্দ সেন। গত ২৭ ডিসেম্বর, এরিকা মেনেনডেজ নামের এক মানসিক ব্যধিগ্রস্ত মহিলা তাঁকে সাবওয়ের ট্রেনলাইনে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করে।
|
মৃত হপকিনস
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
খরস্রোতে নৌকা চালাতে গিয়ে মারা গেলেন অস্কার বিজয়ী শব্দ সম্পাদক মাইকেল হপকিনস। রবিবার নিউজিল্যান্ডের গ্রেটাউনে ওয়াইহোনি নদীতে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, দুই সঙ্গীকে নিয়ে হপকিনস ওই খরস্রোতা নদীতে নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ তাঁরা নৌকা থেকে ছিটকে পড়েন। উদ্ধারকারীরা তাঁদের উদ্ধার করলেও বাঁচানো যায়নি হপকিনসকে। সকলেই লাইফ জ্যাকেট, ওয়েটস্যুট ও হেলমেট পরে থাকলেও খরস্রোতের মুখে পড়েই মারা যান হপকিনস।
|