দুই প্রধানকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ
কেউ ফেল করলে পাশ করাতে নিষেধ রাজ্যপালের
ফেল-বিক্ষোভের মোকাবিলায় দৃঢ়তাই হাতিয়ার বলে জানিয়েছিলেন দু’দিন আগে। কতটা দৃঢ় হতে হবে, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে তা-ও বুঝিয়ে দিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। নির্দেশ দিলেন, পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের কোনও ভাবেই পাশ করানো চলবে না। এ দিন সংসদের চেয়ারম্যান মুক্তিনাথ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে এই বিষয়ে নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন রাজ্যপাল। ভবিষ্যতেও সংসদ যাতে এমন কঠোর মনোভাবই বজায় রাখে, চেয়ারম্যানকে তা নিশ্চিত করতে বলেন তিনি।
সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে উচ্চ মাধ্যমিকের টেস্টে ফেল করা ছাত্রীদের ব্যাপারে সংসদ কড়া মনোভাব দেখাতে না-পারায় সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের পরে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। কেন এই নিয়ে বিতর্কের সৃষ্টি হল, সংসদ-সভাপতির মুখ থেকেই তা শুনতে চেয়েছিলেন তিনি। তাই রাজ্যপালের দফতর থেকে তলব করা হয়েছিল মুক্তিনাথবাবুকে।
শুধু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নয়, রাজ্যপাল যে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়েও উদ্বিগ্ন, তা বোঝাতে এ দিন তাঁর দফতর থেকে কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকেও তলব করা হয়েছিল। গত জুলাইয়ে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পরীক্ষায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ব্যাপারেই এ দিন কমিশনের চেয়ারম্যানকে তলব করে কৈফিয়ত চান রাজ্যপাল।
স্কুলশিক্ষা দফতরের অনেক আধিকারিক মনে করছেন, রাজ্যপাল দু’টি শিক্ষা সংস্থার প্রধানদের এ ভাবে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করায় এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি খুব একটা সন্তুষ্ট নন। শিক্ষামন্ত্রীকে না-ডেকে রাজ্যপাল কেন সরাসরি দু’টি সংস্থার প্রধানদের ডেকে পাঠালেন, সেই প্রশ্নও উঠেছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এটা মাননীয় রাজ্যপালের বিষয়। এই নিয়ে এখনই আমার কিছু বলার নেই।” মন্ত্রীর বক্তব্য, রাজভবন থেকে বেরিয়ে ওই দুই শিক্ষাকর্তাও তাঁকে কিছু জানাননি। ব্রাত্যবাবু জানিয়ে দেন, রাজ্যপাল এ ভাবে দুই শিক্ষাকর্তাকে ডেকে পাঠিয়ে সরাসরি তাঁর দফতরে হস্তক্ষেপ করেছেন বলেও মনে করেন না তিনি।
ঋষি অরবিন্দ স্কুলের ঘটনায় টেস্টে ফেল করা ছাত্রীদের প্রতি প্রথম থেকেই নরম মনোভাব দেখিয়েছে সংসদ। কখনও ফের টেস্ট নিতে বলে, কখনও বা টেস্টের ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়ে কার্যত বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে তারা। প্রবল বিতর্ক শুরু হওয়ায় শেষ পর্যন্ত অবশ্য টেস্টের ফলাফলের ব্যাপারে স্কুলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানায় সংসদ। তাদের এই দুর্বল মনোভাবের ফলে রাজ্য জুড়ে স্কুলে স্কুলে গণ্ডগোল ছড়িয়ে পড়ে। সেই খবর পৌঁছে যায় রাজভবনেও।
মুক্তিনাথবাবু অবশ্য সংসদের নরম মনোভাবের কথা মানতে রাজি নন। উল্টে তাঁর দাবি, ফেল করা ছাত্রছাত্রীদের পাশ না-করানোর ব্যাপারে সংসদ কড়া মনোভাব দেখানোয় রাজ্যপাল তাঁদের প্রশংসাই করেছেন। কিন্তু সংসদ তো প্রথম থেকে টেস্টে ফেল করা বিক্ষোভকারী ছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল। তা হলে? সভাপতি বলেন, “আমরা কখওই ফেল করা ছাত্রীদের পাশ করিয়ে দিতে বলিনি। কলেজ-বিশ্ববিদ্যালয়, এমনকী কিছু স্কুলেও ছাত্রছাত্রীদের কথা ভেবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে। সেই কারণেই কিছু বিকল্পের প্রস্তাব দিয়েছিলাম।” তাঁর দাবি, সংসদ চায় না, ফেল করা পড়ুয়াদের পাশ করানো হোক। ভবিষ্যতে এই মনোভাব বজায় রাখারই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
চেয়ারম্যানের দাবি, “সন্তোষপুরের স্কুলের ঘটনায় সংসদ-কর্তারা যে-ভাবে শিক্ষিকাদের ঘেরাওমুক্ত করেছেন এবং সংসদ যে-ভাবে স্কুলের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত স্কুলের হাতেই ছেড়ে দিয়েছে, রাজ্যপাল তার প্রশংসা করেছেন।” স্কুলশিক্ষা দফতরের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ দিনই বেলা ১২টা নাগাদ এসএসসি-র চেয়ারম্যান রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে চিত্তরঞ্জনবাবু জানান, কমিশনের পরীক্ষাকে ঘিরে যে-গোলমাল হয়েছিল, মূলত সেই বিষয়ে জানতেই রাজ্যপাল তাঁকে ডেকেছিলেন। ২৯ জুলাই এসএসসি-র পরীক্ষায় প্রশ্ন-বিভ্রাটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক গণ্ডগোল হয়। সেপ্টেম্বরে পাঁচটি পরীক্ষা কেন্দ্রে ফের পরীক্ষা নিতে হয় কমিশনকে। রাজ্যপাল এই ব্যাপারে রিপোর্ট চান স্কুলশিক্ষা দফতরের কাছে।
রাজভবনের বাইরে চিত্তরঞ্জনবাবু বলেন, “রিপোর্টের কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল।” বিষয়গুলো কী কী? কিছু কেন্দ্রে পরীক্ষার্থীর তুলনায় কম প্রশ্নপত্র পৌঁছনো, পাঁচটি কেন্দ্রে গোলমাল ও ফের পরীক্ষা নেওয়া এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পর্কে রাজ্যপাল তাঁর কাছে জানতে চেয়েছেন বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, “সবিস্তার ব্যাখ্যা দিয়েছি রাজ্যপালকে। প্রশ্ন ফাঁসের অভিযোগ যে ঠিক নয়, তা-ও জানিয়েছি। উনি সন্তুষ্ট।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.