টুকরো খবর
বারুইপুরে দোকানে লুঠ
উদ্ধার হওয়া জিনিসপত্র। বুধবার, সোনারপুর থানায়। —নিজস্ব চিত্র
দেওয়াল ভেঙে দোকান থেকে গয়না লুঠ করল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বারুইপুর-কুলপি রোড এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা চুরি গিয়েছে। রাস্তার পাশে ওই দোকানে চুরির ঘটনায় পুলিশি নজরদারি অভাবে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। চুরির ঘটনার কিনারার দাবিতে দুপুর দেড়টা নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। প্রায় ১ ঘণ্টা রাস্তা অবরোধ করা হয়। পরে থানাও ঘেরাও করা হয়। গত শনিবার নোদাখালি থানার শখেরবাজার এলাকায় একটি সোনার দোকানে দুই নিরাপত্তারক্ষীকে মারধর করে নগদ টাকা ও গয়না লুঠ করেছিল দুষ্কৃতীরা। ওই ঘটনার কোনও কিনারা হয়নি। শখেরবাজার এলাকার স্থানীয় ব্যবসায়ীরাও নোদাখালি থানায় বিক্ষোভ দেখান। অন্য দিকে, সোনারপুর থানা এলাকা থেকে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও চুরি যাওয়া নানা গৃহসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

নারী পাচারের অভিযোগে ধৃত
নারী পাচারের অভিযোগে দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে সইফুদ্দিন লস্কর ওরফে মিঠুন, রোজিনা লস্কর এবং সাহানারা খান নামে ওই তিন জনকে স্থানীয় লোকজন ধরে ফেলেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি বাসন্তীর সোনাখালি এবং তৃতীয় জনের বাড়ি ভারতীর মোড়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা গত বছর ক্যানিংয়ের মিঠাখালির বাসিন্দা এক মহিলাকে মুম্বইয়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। কয়েক মাস পর ওই মহিলা পালিয়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার বিকালে তিনি ক্যানিং বাসস্ট্যান্ডে অভিযুক্তদের দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। এগিয়ে আসেন স্থানীয় লোকজন। পুলিশ জানিয়েছে, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

কিশোরীকে বিক্রির চেষ্টা, গ্রেফতার
এক বাংলাদেশি কিশোরীকে বিক্রির চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ত্রিমোহনীতে। পুলিশ জানায়, ধৃতের নাম তনিমা বিবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ বসিরহাটের ত্রিমোহনী এলাকায় ধৃতের সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে বচসা হচ্ছিল। সে সময়ে অহেদ হোসেন গাজি নামে এক যুবক তাদের কথাবার্তা শুনে বুঝতে পারেন, একটি মেয়েকে পাচার করার টাকা নিয়েই বচসা চলছে। তিনি পুলিশে খবর দেন বলে জানান বসিরহাটের আইসি শুভাশিস বণিক। পুলিশ এসে তনিমাকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

পার্টিঅফিসে আগুন ক্যানিংয়ে
আগুনে পুড়ে গেল জীবনতলায় সিপিএমের একটি দলীয় কার্যালয়। তৃণমূলের লোকজন এই আগুন লাগিয়েছে বলে সিপিএমের অভিযোগ। তবে রাত পর্যন্ত এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বুধবার সন্ধ্যায় জীবনতলার পারগাঁথিতে সিপিএমের ওই দলীয় শাখা অফিসে আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সিপিএমের ক্যানিং জোনাল কমিটির সম্পাদক রহুল গাজি বলেন, “সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে আমাদের দলীয় শাখা অফিসে হামলা চালাচ্ছে।” ক্যানিং ২ ব্লক তৃণমূলের সভাপতি সওকত মোল্লা বলেন, “শীতের হাত থেকে বাঁচার জন্য বাচ্চারা কাগজ ধরিয়ে আগুন পোহাচ্ছিল। সেখান থেকেই আগুন লাগতে পারে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। যদি আমাদের দলের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

দলীয় কর্মীর বাড়িতে চন্দ্রিমা
দলের সাধারণ সম্পাদক মুকুল রায়ের পরে হাড়োয়ার আটপুকুর গ্রামের তৃণমূল কর্মী মির আলি সর্দারের মায়ের মৃত্যুতে ওই পরিবারকে বুধবার সমবেদনা জানিয়ে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত শনিবার মির আলির বাড়িতে সিপিএমের লোকজন হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই ঘটনার পরেই মারা যান মির আলির মা আলেয়া বিবি। তবে, ওই পরিবারের পক্ষ থেকে কোনও খুনের অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু তৃণমূলের অভিযোগ, মারধরের জেরেই মৃত্যু হয় আলেয়া বিবির। এ দিন একই অভিযোগ তোলেন চন্দ্রিমাদেবীও। সিপিএম অভিযোগ মানেনি।

বৃদ্ধের দেহ উদ্ধার
বাড়ি সংলগ্ন পুকুর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে বাদুড়িয়ার মাগুরুতি গ্রামের বাসিন্দা শান্তি চট্টোপাধ্যায় (৭১) নামে ওই বৃ্ধার দেহটি উদ্ধার করে পুলিশ ময়না-তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ গায়ে নোংরা লাগায় শান্তিদেবী পুকুরে নেমেছিলেন। আর ফেরেননি। পুলিশের অনুমান, কোনও ভাবে পা পিছলে জলে পড়ে যান বৃদ্ধা। অতিরিক্ত ঠান্ডায় আর উঠতে পারেননি।

পেট্রোল পাম্পে ডাকাতি
লক্ষাধিক টাকা ডাকাতি হয়ে গেল বাসন্তীর কুলতলি এলাকার একটি পেট্রোল পাম্পে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। মোট ৭-৮ জনের একটি সশস্ত্র দুষ্কৃতী দল ওই পেট্রোল পাম্পে হামলা চালায় বলে অভিযোগ। পেট্রোল পাম্পের মালিক তাজউদ্দিন বলেন, “সশস্ত্র অবস্থায় মুখে কালো কাপড় বেঁধে একদল যুবক হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ২ লক্ষ ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুঠ করে নিয়েছে।” জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্কর প্রসাদ বাড়ুই বলেন, “ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, শীঘ্রই অভিযুক্তদের ধরা যাবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.