টুকরো খবর |
‘দল না জিতলে গোলের কোনও মূল্য নেই’ |
সংবাদসংস্থা • বার্সেলোনা |
|
নিজের গোলের আগে দলের জয়কে স্থান দিচ্ছেন তিনি। চলতি মরসুমে গার্ড মুলারের এক বছরে করা সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ড কিছুদিন আগেই ভেঙে সাফল্যের মুকুটে নতুন পালক জুড়েছেন বার্সার আর্জেন্তিনীয় স্ট্রাইকার লিওনেল মেসি। গোটা বিশ্ব যখন মেসি বন্দনায় মুখর তখন মেসি বলছেন, “গার্ড মুলারের রেকর্ড ভাঙতে পেরে ভালই লাগছে। তবে দল না জিতলে গোল করা অর্থহীন হয়ে যায়।” চলতি বছরে মেসির পারফরম্যান্স যে কোনও ফুটবলারের কাছেই ঈর্ষার কারণ হতে পারে। তবে মেসি মুলারের রেকর্ড ভাঙার পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন একমাত্র পুত্র থিয়াগোর পৃথিবীতে আসার ঘটনাকেও। বলছেন, “থিয়াগোর জন্ম আমার জীবনে একটা বিশেষ মুহূর্ত।” নিজের সাফল্যের দিনেও বার্সার প্রাক্তন কোচ টিটো ভিলানোভাকে ভুলে যাননি মেসি। সম্প্রতি অস্ত্রোপচার হওয়া ক্যান্সারে আক্রান্ত প্রাক্তন বার্সা কোচের আরোগ্য কামনা করেছেন এলএম টেন।
|
মহমেডানের চার গোল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁর কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। উঠেছিল কোচ বদলের প্রসঙ্গও। কিন্তু সে সব ফুৎকারে উড়িয়ে কলকাতা প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বে গেল অলোক মুখোপাধ্যায়ের মহমেডান স্পোর্টিং। বুধবার যুবভারতীতে টালিগঞ্জ অগ্রগামীকে আজিম, ফুলচাঁদরা হারাল ৪-০ গোলে। হ্যাটট্রিক কোরিয়ান ফুটবলার উইয়ের। দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার কিংশুক এবং ডেভিড সানডে ছিলেন না। তা তোয়াক্কা না করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন মহমেডান ফুটবলাররা। ১৫ মিনিটে গৌরাঙ্গ দত্তর গোলে এগিয়ে যায় সাদা কালো শিবির। ২২, ৭৩ এবং ৮৮ মিনিটে গোল করে হ্যাটট্রিক উইয়ের। ম্যাচ শেষে কোচ অলোক অভিমানের সুরে বলেন, “অনেক কথা শুনতে হচ্ছিল। ফুটবলার জীবনে একশো-র বেশি বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ঘাবড়াইনি।” এ দিন অন্য ম্যাচে কালীঘাট ক্লাব ১-০ গোলে হারিয়েছে পোর্ট ট্রাস্টকে। অন্য খেলায় সাদার্ন সমিতি ৩-১ গোলে হারিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে। ‘বি’ গ্রুপ থেকে মোহনবাগান, মহমেডান ছাড়াও চূড়ান্ত পর্বের বাকি দুই দল ভবানীপুর এবং সাদার্ন সমিতি।
|
ল্যাম্পার্ডকে ছাড়ল চেলসি |
আগামী মরসুমে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে নতুন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ছাড়পত্র দিল চেলসি কর্তৃপক্ষ। যদিও পুরনো ক্লাবের সঙ্গেই থাকতে চান ল্যাম্পার্ড। ২০০১ সাল থেকে চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ ল্যাম্পার্ড। চলতি মরসুমের শেষেই ক্লাবের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে। অন্য দিকে, বার্সেলোনা স্ট্রাইকার দাভিদ ভিয়াকে পেতে আগ্রহী চেলসি কোচ রাফা বেনিতেজ। যদিও ভিয়াকে ছাড়া হবে না বলে জানিয়েছে বার্সেলোনা।
|
রঞ্জিতে না সচিনের |
সদ্য এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিন তেন্ডুলকর গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলছেন না জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। গ্রুপ লিগের শেষ ম্যাচে মুম্বই শনিবার মুখোমুখি হচ্ছে গুজরাতের। নক-আউট পর্যায়ে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মুম্বইকে। পরিবার নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত থাকায় ম্যাচটিতে খেলতে পারছেন না তিনি। তবে মুম্বই কোয়ার্টার ফাইনালে উঠলে নক-আউট পর্যায়ের ম্যাচে সচিন খেলবেন বলে জানিয়েছেন। রঞ্জির গ্রুপ-‘এ’তে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মুম্বই। গ্রুপ-‘এ’র শীর্ষে রয়েছে পঞ্জাব।
|
ম্যাচে ম্ৃত্যু দর্শকের |
বেঙ্গালুরুতে ভারত ও পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হন এক দর্শক। বেঙ্গালুরুতে বেসরকারি সংস্থায় কর্মরত কমল জৈন নামক এই ব্যক্তির বাড়ি ওড়িশায়। পাকিস্তানের ব্যাটিং চলাকালীন শারীরিক অসুস্থতা অনুভব করেন সাতচল্লিশ বছরের এই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি।
|
জনসনের চার উইকেট |
রিকি পন্টিং- উত্তর অস্ট্রেলিয়ার ক্রিকেট যুগে হোবার্ট টেস্টে জয়ের পর ‘বক্সিং ডে টেস্ট’ এর প্রথম দিনেও নিজেদের প্রাধান্য বজায় রাখল অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে ইনিংসের ৪৩-তম ওভারের মধ্যেই ১৫৬ রানে অলআউট হয়ে যান জয়বর্ধনেরা। অস্ট্রেলীয় পেস আক্রমণের কাছে কার্যত চুরমার হয়ে যায় শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ। মিচেল জনসন ৬৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন কুমার সঙ্গাকারা। এদিনই টেস্ট ক্রিকেটে জয়বর্ধনের পর দ্বিতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসাবে দশহাজার ক্লাবের সদস্য হলেন সঙ্গকারা। সচিন তেন্ডুলকর ও লারার মতো টেস্ট কেরিয়ারের ১৯৫’তম টেস্ট ইনিংসেই তিনি এই মাইলস্টোনে পৌঁছালেন।
|
দু’দিনে প্রায় দু’কোটি |
দু’দিনে ভারত-পাকিস্তান ম্যাচের প্রায় দু’কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেল ইডেন থেকে। এ অবশ্য সাধারণের জন্য দেওয়া টিকিট নয়। ক্লাব ও অনুমোদিত সংস্থার জন্য সংরক্ষিত। মঙ্গল ও বুধবার, এই দু’দিনে মোট এক কোটি ৯০ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট বিক্রি হল। আজ ও কাল সিএবি-র সদস্যদের টিকিট দেওয়া হবে।
|
ভারত-পাক ফাইনাল |
নিয়মরক্ষার ম্যাচ হলেও ফাইনালের টিকিট হাতছাড়া হতে হতে বেঁচে গেল ভারত। বুধবার মালয়েশিয়ার কাছে ছ’গোলের ব্যবধানে হারলেই এশিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি হকি থেকে বিদায় হয়ে যেত। কিন্তু আটত্রিশ মিনিট পর্যন্ত ০-৪ গোলে পিছিয়ে থাকার পরে ম্যাচে শেষে ৩-৫ গোলে হারলেন রঘুনাথরা। বৃহস্পতিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত।
|
শোধরানোর পরিকল্পনা লাল-হলুদে |
মুম্বই এফসি ম্যাচে হারের পর নতুন পরিকল্পনার খোঁজ লাল-হলুদ শিবিরে। দলের নির্ভরযোগ্য ফুটবলার মেহতাব হোসেনের কথায় তারই ইঙ্গিত। বুধবার অনুশীলনের পর বললেন, “একই ছন্দে দু’বছর খেলে যাচ্ছি। কিছু ভুলভ্রান্তি অনেক দলের নজরে পড়েছে। নিজেদের শোধরানোর জন্য তাই নতুন পরিকল্পনা নিচ্ছেন কোচ।” এ দিন অনুশীলনে দুই মিডফিল্ডার হরমনিজৎ খাবড়া এবং পেনকে নিয়ে দীর্ঘ সময় ব্যয় করেন লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান। ফুটবলাররা আশাবাদী, পরের ম্যাচ থেকেই জয়ে ফিরবে দল।
|
শীর্ষে বিজয় কুমার |
পঞ্চম এইচডিসিএ ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায় অষ্টম রাউন্ডের শেষে শীর্ষে রয়েছেন বিজয় কুমার। তাঁর পয়েন্ট সাত। ৬.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওড়িশার ভাষ্কর শ্রী বিশ্বরূপানন্দ। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ছয় দাবাড়ু।
|
মহিলা ফুটবল লিগ |
বৃহস্পতিবার থেকে চোদ্দ দলের মহিলা ফুটবল লিগ। বেলঘড়িয়ার সন্তোষ ক্লাবের মাঠে খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। |
|