দুর্ঘটনায় মৃত্যু চার জনের
নিজস্ব প্রতিবেদন |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই পড়ুয়ার। বুধবার, হাওড়ার দানেশ শেখ লেনের কাছে আন্দুল রোডে। মৃত শাহরুখ আলি মোল্লা (১৮) ও সাবিনা খাতুনের (১৮) বাড়ি অঙ্কুরহাটির উত্তরপাড়ায়। পুলিশ জানিয়েছে, দু’জনেই স্থানীয় কিবরিয়া গাজী হাইস্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়তেন। পুলিশ জানায়, বিকেল ৩টে নাগাদ ওই দু’জন মোটরবাইকে চেপে শিবপুরের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার বাঁদিক ঘেঁষেই মোটরবাইক চালাচ্ছিলেন শাহরুখ। আচমকা দ্রুতগতিতে ছুটে আসা একটি তেলের ট্যাঙ্কার পিছন থেকে তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে। ছিট্কে পড়ে রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্টে ধাক্কা খান দু’জনেই। স্থানীয়েরা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহরুখকে মৃত ঘোষণা করা হয়। পরে মৃত্যু হয় সাবিনারও। পুলিশ জানায়, ঘটনার পরেই ট্যাঙ্কার-সহ পালান চালক। সাবিনার ব্যাগে একটি খাতা থেকে ফোন নম্বর পেয়ে তাঁর বাড়িতে খবর দেয় পুলিশ। পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন শাহরুখ। কিন্তু ওই যুবক-যুবতী কোথায় যাচ্ছিলেন তা এখনও স্পষ্ট নয়। অন্য একটি ঘটনায়, ট্র্যাক্টরের সঙ্গে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত তিন জন। একজনকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের সাহাবাগ মোড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হেমন্ত হাজরা (২১) ও ভূগোল মালিক (৪০)। ট্র্যাক্টরটি আরামবাগের দিক থেকে আসছিল। তাতে ৬ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রি। তারকেশ্বরের দিক থেকে আসা একটি মিনিবাসের সঙ্গে ট্র্যাক্টরটির ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করেন। |
প্রধানকে মার, অধরা অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল |
চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া পঞ্চায়েতের প্রধান গৌতম মজুমদারকে মারধরের ঘটনায় বুধবার রাত পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণপুর বাজারের কাছে একটি বাড়িতে সালিশির জন্য গিয়েছিলেন গৌতমবাবু। অভিযোগ, সেখানে তাঁর উপর হামলা চালায় তৃণমূলের লোকজন। প্রথমে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। তার পরে মাটিতে ফেলে রড, লাঠি দিয়ে বেধড়ক করা হয়। ছুরিতে কান ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কানে ৩টি সেলাই পড়েছে। কোমরে আঘাত লেগেছে। তৃণমূলের চার সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন প্রধান। স্থানীয় সূত্রের খবর, গৌতমবাবু এক সময়ে সিপিএম করতেন। দলে বনিবনা না হওয়ায় গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। জিতে তৃণমূল বোর্ডের প্রধান হন। যদিও, মাঝপথেই ফিরে যান সিপিএমে। গৌতমবাবুর কথায়, “তৃণমূলে নিজেদের খেয়োখেয়ি সহ্য করতে না পেরে সিপিএমে ফিরি। ওরা তখন থেকে আমাকে প্রাণে মারার হুমকি দিত।” তৃণমূল বিধায়ক তপন মজুমদার বলেন, “সিপিএমের আভ্যন্তরীণ গোলমালে ওই ঘটনা ঘটেছে।” |
নকআউট ফুটবলে জয়ী জেডএমএম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার কোলড়ার নিউ স্টার ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল হুগলির ভগবতীপুর জেডএমএম ব্রাদার্স। মঙ্গলবার একদিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জগৎবল্লভপুরের হাফেজপুরে। উদ্যোক্তা, হাফেজপুর যুব সঙ্ঘ। উদ্যোক্তারা জানান, এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ৮টি দল যোগ দিয়েছিল। |
হরিপাল মেলা
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
জমে উঠেছে হরিপাল মেলা। গত শনিবার সন্ধ্যায় গুরুদয়াল ইনস্টিটিউশনের মাঠে মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায়, রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, বিভিন্ন ধরনের ২৫টি স্টল রয়েছে মেলার মাঠ জুড়ে। পরিবেশিত হচ্ছে ছৌ-নাচ, কবিগান, বাউলগান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। |
দুর্ঘটনায় মৃত্যু হল মোটরবাইক আরোহী দুই পড়ুয়ার। বুধবার, হাওড়ার আন্দুল রোডে। মৃত শাহরুখ আলি মোল্লা (১৮) ও সাবিনা খাতুন (১৮) দ্বাদশ শ্রেণিতে পড়তেন। স্থানীয়েরা জানান, রাস্তার বাঁদিক ঘেঁষেই মোটরবাইক চালাচ্ছিলেন শাহরুখ। আচমকা দ্রুতগতিতে আসা একটি তেলের ট্যাঙ্কার পিছন থেকে বাইকে ধাক্কা মারে। ছিটকে একটি বাতিস্তম্ভে ধাক্কা খান তাঁরা। হাসপাতালে শাহরুখকে মৃত ঘোষণা করা হয়। সেখানে মৃত্যু হয় সাবিনারও। পুলিশ জানায়, ট্যাঙ্কার-সহ পালান চালক। |
সৌজন্য দেখিয়ে বাম সংগঠনের রাজ্য সম্মেলনে হাজির হয়ে দলের কোপে পড়েছেন শ্রীরামপুরের তৃণমূল পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়। বুধবার ওই মঞ্চে বক্তৃতাও দেন তিনি। কেন তিনি বামেদের ওই কর্মসূচিতে গেলেন, তাঁর কাছে তা জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব। |