শ্রীরামপুর স্পিনিং মিলের শ্রমিকদের বকেয়া মিলবে |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
১৮ মাস ধরে বন্ধ কারখানা খোলার ব্যাপারে এখনও কোনও ইঙ্গিত না মিললেও শ্রীরামপুর স্পিনিং মিলের শ্রমিকদের ৭ মাসের বকেয়া বেতন মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। মেটানো হচ্ছে বকেয়া ইএসআই এবং প্রভিডেন্ট ফান্ডের টাকাও। পাশাপাশি, নিরাপত্তা সংস্থার এবং বিদ্যুতের বকেয়া টাকাও দিয়ে দেওয়া হবে। বুধবার রাজ্য সরকারের তরফে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে মহাকরণে।
প্রশাসন সূত্রে খবর, সরকারি ওই নির্দেশে (অর্ডার নম্বর-৪৩০) জানানো হয়েছে, আপাতত মোট ৫ কোটি ৩৯ লক্ষ ২৯ হাজার ৬৯০ টাকা মঞ্জুর হয়েছে। এর মধ্যে কর্মচারীদের বেতন হিসেবে (গত এপ্রিল থেকে অক্টোবর) দেওয়া হচ্ছে ৩ কোটি ৯৯ লক্ষ১৯ হাজার টাকা। ইএসআই, পিএফ বাবদ ৫৭ লক্ষ ৫৭ হাজার টাকা। এ ছাড়াও, অগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত নিরাপত্তা সংস্থার বকেয়া ২ লক্ষ ২১ হাজার ২০২ টাকা এবং অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিদ্যুতের বিল বাবদ বকেয়া ৮০ লক্ষ ৩২ হাজার ৪৮৮ টাকা মঞ্জুর করা হয়েছে।
শ্রীরামপুরের সিমলায় এই সুতোকলটি রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের নিয়ন্ত্রণাধীন। নানা কারণে গত বাম আমল থেকেই মিলটি ধুঁকতে থাকে। শেষ পর্যন্ত ২০১১ সালের ২ জুলাই উৎপাদন বন্ধ হয়ে যায়। মিলের পাঁচশোরও বেশি শ্রমিক বিপাকে পড়েন। তাঁদের বেতন আটকে যায়। মিল খোলার দাবিতে শ্রমিকেরা বহু আন্দোলন করলেও এখনও ইতিবাচক কিছু শোনা যায়নি। তবে, বর্তমান রাজ্য সরকার ধাপে ধাপে বকেয়ার কিছু টাকা মিটিয়েছে। কিন্তু গত এপ্রিল মাস থেকে কর্মচারীরা বেতন পাচ্ছেন না। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে চিঠি দেন শ্রমিকরা। শেষ পর্যন্ত, বুধবার ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর বকেয়ার টাকা মঞ্জুর হয়েছে বলে জানায়।
মিলের আইএনটিটিইউসি ইউনিটের সাধারণ সম্পাদক অমল রায় বলেন, “আশা করছি আগামী ১০ দিনের মধ্যে কর্মচারীরা টাকা হাতে পেয়ে যাবেন।” |