রফতানি বাড়াতে একগুচ্ছ সুবিধা ঘোষণা কেন্দ্রের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিশ্ব বাজারে মন্দার জেরে ক্রমশ পড়তে থাকা রফতানির বাজার চাঙ্গা করতে আজ একগুচ্ছ সুবিধা ঘোষণা করল কেন্দ্র। এ বছরের এপ্রিল থেকে নভেম্বরে রফতানি ৫.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮,৯২০ কোটি ডলার। আমদানি-রফতানির ঘাটতি জানুয়ারি থেকে নভেম্বরে পৌঁছে গিয়েছে ১৭,৫৫০ কোটি ডলারে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা রফতানিতে উৎসাহ দিতে যে-সব ব্যবস্থা নিয়েছেন, তার মধ্যে রয়েছে:
• রফতানি ঋণে ২ শতাংশ ছাড়ের মেয়াদ এক বছর বাড়ানো।
• আরও শিল্পকে এই ছাড়ের আওতায় আনা।
• ইউরোপ, আমেরিকা, এশিয়ায় পণ্য রফতানিতে বাড়তি সুবিধা।
চলতি অর্থবর্ষে ৩৬ হাজার কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা ছোঁয়াও সম্ভব হবে না বলেও আশঙ্কা কেন্দ্রের। শর্মা বলেন, “ভারত প্রধান প্রধান যে-সব রাষ্ট্রে রফতানি করে, সেখানে মন্দার জেরে রফতানি লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে।”
|
দিঘায় চালু প্যারা-গ্লাইডিং
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
|
|
দিঘায় নতুন জল-ক্রীড়া |
নতুন জল-ক্রীড়ায় সওয়ার মন্ত্রী। ছবি: সুব্রত গুহ। |
|
পর্যটক আকর্ষণের জন্য বুধবার দিঘায় মোটর চালিত প্যারা গ্লাইডিং-এর উদ্বোধন হল। পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা ও রামনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে চালু হল এই পরিষেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, এসডিও সুমিত গুপ্ত, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্যদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস প্রমুখ। পর্যটন মন্ত্রী বলেন, “নিন্দুকেরা বলে দিঘা গোয়া হবে না। আমরা তা করে দেখিয়ে দেব। দায়িত্ব পেয়ে প্রথমেই জনপ্রিয় প্যারা গ্লাইডিং-এর উদ্বোধন করেছি, যা পূর্ব ভারতে প্রথম।” প্যারা গ্লাইডিং-এ প্রতি দশ মিনিটের জন্য খরচ পড়বে ২,৫০০ টাকা।
|
গমের সহায়ক মূল্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কৃষকদের জন্য গমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টল পিছু ৬৫ টাকা বাড়ানোর কথা জানাল কেন্দ্র। ফলে তা দাঁড়াল ১,৩৫০ টাকা। পাশাপাশি, গুদামের অভাবের সমস্যা মোকাবিলার করতে বাড়তি ২৫ লক্ষ টন গম রফতানিতেও সায় দিয়েছে তারা। অর্থমন্ত্রী জানান, এই সিদ্ধান্তের ফলে নতুন শস্য রাখার জায়গা তৈরি হবে।
|
স্পাইসজেটের উদ্যোগ
সংবাদসংস্থা • মুম্বই |
ব্যবসা সম্প্রসারণে কর্ণধার কালানিধি মারানকে অগ্রাধিকারের ভিত্তিতে ঋণপত্র ও ওয়ার্যান্ট বিক্রি করে ১৪৫ কোটি টাকা তুলবে স্পাইসজেট। শেয়ারহোল্ডাররা এতে সায় দিয়েছে। এর মধ্যে মারানকে ১৪% সুদে ঋণপত্র বিক্রির মাধ্যমে ১৩০ কোটি এবং ওয়ার্যান্ট-এর মাধ্যমে ১৫ কোটি তুলবে তারা।
|
বিলগ্নিকরণে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স-এর ১২.৫% শেয়ার বিক্রিতে সায় দিল কেন্দ্র। এখন সংস্থার শেয়ার দর ৫৭.৮০ টাকা। সেই অনুযায়ী প্রায় ৩৬০ কোটি টাকা বিলগ্নিকরণ খাতে আসার কথা। সংস্থায় কেন্দ্রের মালিকানা ৯২.৫%।
|
রামকুমার নারায়ণন ভারতে ই বে-র প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টারের জেনারেল ম্যানেজার হলেন। |