নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার দু’মাস পরেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় ভ্রমণের সুযোগ না মেলায় পর্যটক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যটন সংস্থাগুলির অভিযোগ, ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ এখনও কার সাফারি চালু বিষয়ে উদ্যোগী না হওয়ায় পর্যটকরা হতাশ হয়ে ফিরে চলে যাচ্ছে। যদিও বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “সুপ্রিম কোর্ট দেশের ব্যাঘ্র প্রকল্পগুলির কোর এলাকার ২০ শতাংশ অংশে পরিবেশের নিয়ম মেনে পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে। ওই নির্দেশ দেখে কার্যকরী করতে সময় লাগবে। কারণ, সব দিক খতিয়ে দেখার পরে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষকে জানাতে হবে। বিষয়টি সময়সাপেক্ষ।” প্রতি বছর শীতে দেশের নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বেড়াতে আসেন।এতদিন এখানে এসে তাঁরা জঙ্গলে এলাকায় ঘুরেছেন। কিন্তু গত ২৪ জুলাই সুপ্রিম কোর্ট ব্যাঘ্র প্রকল্পগুলির কোর এলাকায় পর্যটকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে। গত অক্টোবর বিষয়টি নিয়ে শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় জাতীয় বাঘ সংরক্ষণ অথরিটির নিয়ম মেনে জঙ্গলের কোর এলাকায় ২০ শতাংশ অংশে পর্যটক প্রবেশ করতে দেওয়া যাবে। ওই নির্দেশ জারির দু’মাস পরেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা কোনও উদ্যোগ নেয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। জয়ন্তী বনবস্তি গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক শেখর ভট্টাচার্য বলেন, “গত বছর প্রায় ৪৮ হাজার পর্যটক বক্সায় ব্যাঘ্র প্রকল্পের বেড়াতে এসেছেন। কার সাফারি চালু হলে এ বার ভিড় বেশি হবে। কিন্তু বন দপতরের কর্তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে।” কলকাতার খিদিরপুর থেকে জয়ন্তী এলাকায় বেড়াতে আসা অভিজিৎ দাস বলেন, “জঙ্গলে যাওয়ার আশা নিয়ে এসেছিলাম। কিন্তু হল না।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন দ্রুত কিছু করা সম্ভব নয়। ক্ষেত্র অধিকর্তা রবীন্দ্র পাল সাইনি বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখে তা কার্যকর করতে সময় লাগবে।” |