ব্রিটেনে খোঁজ মিলল দু’হাজার বছরের পুরনো ব্রোঞ্জ যুগের একটি রোমান থিয়েটারের ধ্বংসাবশেষের। পল উইলকিনসন নামে এক পুরাতাত্ত্বিকের নেতৃত্বে একটি দল পূর্ব ব্রিটেনের ফ্যাবেরশ্যামে এই ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন। ধ্বংসাবশেষের আয়তন দেখে গবেষকদের অনুমান, বারো হাজার লোক এই থিয়েটারে এক সঙ্গে বসতে পারত। মূলত ধর্মীয় উৎসবের জন্য থিয়েটারটি ব্যবহৃত হত। এটির গঠন বিন্যাস দেখে এর নাম দেওয়া হয়েছে ‘ককপিট থিয়েটার’। এর আগে ব্রিটেনে কোনও রোমান থিয়েটারের ধ্বংসাবশেষ মেলেনি।
|
ফৌজি বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ২৭ জনের। কাজাখস্তানের সিমকেন্ট বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল এএন-৭২ ফৌজি বিমানটির। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে প্রায় ৮০০ ফুট উচ্চতা থেকে ভেঙে গুঁড়িয়ে যায় তা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমান চালক ও বাকি যাত্রীদের।
|
সারা বিশ্বের ত্রাস হলেও ঘুষ না দিয়ে বাড়ি বানাতে পারেননি খোদ ওসামা বিন লাদেনও। পাকিস্তানের অ্যাবটাবাদে তিন তলা বাড়ি বানাতে ৫০ হাজার টাকা ঘুষ দেন তিনি। পাকিস্তানের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর। তাদের দাবি, নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস ছিল বিন লাদেনের। উদ্ধার হওয়া ডায়েরি থেকে জানা গিয়েছে এই তথ্য। |