টুকরো খবর
আলু কেনায় দুর্নীতি, ধৃত সমবায় কর্তা
আলু কেলেঙ্কারি কাণ্ডে জলপাইগুড়ির এক সমবায় সংস্থার ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। রবিবার জলপাইগুড়ি থেকে তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃত সমবায় সংস্থার ম্যানেজারের নাম তাপস নন্দী। সোমবার ওই ব্যাক্তিকে আলিপুরদুয়ার অতিরিক্ত মুখ্যবিচার বিভাগীয় আদালতে তোলা হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “আলু কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত গোবিন্দ রায় ও তাঁর স্ত্রী সবিতা রায় পলাতক আছেন। তবে নব দিগন্ত সমবায় সংস্থার ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। আলু কেনা সংক্রান্ত বিভিন্ন কাগজে তাপসবাবুর সই আছে। পলাতক অভিযুক্তদের খোঁজ চলছে।” কয়েক মাস আগে চাষিদের থেকে আলু কেনা নিয়ে দুর্নীতি অভিযোগ ফেসবুকে তুলে ধরেন অলোক রায় নামে এক ফরওয়ার্ড ব্লক কর্মী। পরে তিনি দলের নেতা গোবিন্দ রায় ও তাঁর স্ত্রী সবিতা রায়ের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই পুলিশ ঘটনার তদন্তে নামে। রবিবার সমবায় সংস্থার ম্যানেজারকে গ্রেফতার করে। সোমবার আদালতে সরকারি আইনজীবী মহম্মদ রফি বলেন, “ধৃত ব্যক্তিকে ১২ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত বিচারক অন্নদাশংকর মুখোপাধ্যায়।” অভিযোগকারী অলোকবাবু জানান, ২০১০ সালে জেলায় অত্যাধিক আলুর ফলন হওয়ায় অত্যাবশকীয় পণ্য সরবরাহকারী দফতর থেকে নবদিগন্ত পরিষেবা সমবায় সংস্থাকে চাষিদের থেকে আলু কেনার বরাত দেওয়া হয়। জলপাইগুড়ির প্রক্তন বিধায়ক গোবিন্দবাবুর স্ত্রী সবিতা রায় ওই সমবায় সংস্থার চেয়ারম্যান ছিলেন। ওই সময় জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন গোবিন্দবাবু। অভিযোগ, তিনি তাঁর স্ত্রীর সমবায় সংস্থাকে আলু কেনার জন্য কয়েক লক্ষ টাকা ঋণ দেন। আলু কেনার মাস্টার রোলে দেখা যায় এক ব্যক্তি একাধিক চাষির নামে সই করেছেন। এর পরে ধরা পড়ে আলু কেনার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার ঘটনা। এ দিন আদালতে তোলার সময় ধৃত তাপস নন্দী দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।

ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক
অষ্টম ডুয়ার্স উৎসবের প্রাথমিক হিসাব পেশ করে নবম ডুয়ার্স উৎসব নিয়ে বৈঠক হল আলিপুরদুয়ারে। সোমবার সার্কিট হাউসে ওই বৈঠক হয়। আগামী ফ্রেবুয়ারি মাসের প্রথম সপ্তাহে নবম ডুয়ার্স উৎসব হবে। অষ্টম ডুয়ার্স উৎসবের সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানান, গত বছর ডুয়ার্স উৎসবে প্রায় ৪৪ লক্ষ টাকার খরচ দেখানো হয়েছে। প্রায় ১৯ লক্ষ টাকা ঘাটতি রয়েছে। গত বছরে এক ব্যক্তি শিল্পী ঠিক করার নাম করে ১৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ওই টাকা ঘাটতির মধ্যে রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর চূড়ান্ত হিসেব পেশ করা হবে। ডুয়ার্স উৎসব কমিটির সভাপতি তথা আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায় ওই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এ দিকে আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “গত বছর ১৭ লক্ষ টাকা নিয়ে পলাতক জয়দীপ রায়কে ধরার জন্য ফের গুজরাতে পুলিশের বিশেষ দল পাঠানো হবে।”

এনবিএসটিসি নিয়ে পরামর্শ চান গৌতম
সংস্থাকে নিজের পায়ে পুরোপুরি দাঁড় করাতে ডান-বাম সব শ্রমিক সংগঠনগুলির কাছে লিখিত প্রস্তাব-পরামর্শ চাইলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতম দেব। সোমবার বিকালে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে সংস্থার সিটু, তৃণমূল কংগ্রেস এবং আইএনটিইউসি-র শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের ওই অনুরোধ করেন চেয়ারম্যান গৌতমবাবু। এনবিএসটিসি-র চেয়ারম্যান বলেন, “গত তিন দশকে একরকম বেপরোয়াভাবে সংস্থাটটিকে চালানো হয়েছে। এক খাতের টাকা অন্য খাতে খরচ হয়েছে। এখনও ভর্তুকি দিয়ে সংস্থা চলছে। এই ভাবে চলতে পারে না। তাই এদিন সব সংগঠনকে লিখিত পরামর্শ, প্রস্তাব দেওয়ার জন্য বলেছি। তা জমা পড়ার পর ফ্রেবুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেগুলি নিয়ে আলোচনা হবে।”

পাচারে ধৃত
আলুর বস্তার ভিতরে নেশার ট্যাবলেট পাচার করার অভিযোগে ট্রাক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। সোমবার শিলিগুড়ি সংলগ্ন লিউসিপাকুড়ি থেকে ট্রাক সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রের খবর, ওই ব্যক্তির নাম মহম্মদ ইসলাম। বাড়ি উত্তরপ্রদেশে। ট্রাক থেকে আলুর বস্তার ভেতরে লুকনো ৪১ লক্ষের উপরে ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার উপরে। গোয়েন্দারা জানতে পেরেছে, উত্তরপ্রদেশ থেকে অসমগামী একটি ট্রাকে ওই ট্যাবলেট তোলা হয়। সেগুলি মায়ানমারে পাচার করার পরিকল্পনা ছিল পাচার চক্রের। খবর পেয়ে লিউসিপাকুড়িতে ট্রাকটি আটক করে কেন্দ্রীয় রাজস্ব দফতরের গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে ট্যাবলেট বাজেয়াপ্তচ করা হয়। ওই চোরাই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতের আইনজীবী অখিল বিশ্বাস জানান, মহম্মদ ইসলামকে জামিন দিয়েছে আদালত।

হৃদরোগে মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক বলাই দাস (৬১)-এর। সোমবার শিলিগুড়িতে। বিজেপির দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক নন্দন দাস জানান, বলাইবাবু দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। দলের কাজে তিনি দু’বছর ধরে শিলিগুড়িতে থাকতেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.