ফের খেজুরিতে আক্রান্ত কংগ্রেস। অভিযোগের তির সেই তৃণমূলের দিকে।
সোমবার খেজুরির হেঁড়িয়ায় কংগ্রেসের প্রতিবাদ সভা হওয়ার আগেই মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডাকে। কাঁথি থেকে যাওয়া কংগ্রেস কর্মী-সমর্থকদের বাসে উঠে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদেরও ঘেরাও করা হয়। বাধা দেওয়া হয় ছবি তুলতে। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রীনা দাস অভিযোগ করেন, “দলের মহিলা কর্মীদেরও মারধর করা হয়েছে। অপর্ণা গায়েন, শিখা দাস, শিবানী দাস-সহ জনা চল্লিশ কংগ্রেস কর্মী আহত। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও রকমে পুলিশ তদন্ত কেন্দ্রে ঢুকে নিস্তার পেয়েছেন কণিষ্কবাবু।” রীনাদেবীর আরও অভিযোগ, “খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডলের নেতৃত্বে তৃণমূলকর্মীরা হামলা চালিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকশো পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল।” |
রণজিৎ মণ্ডল অবশ্য কংগ্রেসের যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, “সোমবার গোটা দিন আমি কাঁথিতে আছি। হেঁড়িয়াতে থাকার কোনও প্রশ্নই ওঠে না। আসলে শেকড়হীন কংগ্রেসের কিছু লোক খেজুরিতে সভা ডেকে লোক জোটাতে না পারায় অসার ও ভিত্তিহীন অভিযোগ তুলে প্রচারমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। হেঁড়িয়াতে তৃণমূলের কর্মীরা হামলা তো দূরের কথা, মিছিল পর্যন্ত করেননি।”
খেজুরি থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান অবশ্য বলেন, “হেঁড়িয়াতে কংগ্রেসের সভা শুরুর আগে কিছু লোক গণ্ডগোল করতে চাইলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দু’পক্ষের মারপিটে কংগ্রেসের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।”
সম্প্রতি তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ‘খেজুরিতে ভোটটা আমিই করাব’ বলে প্রকাশ্য সভায় ঘোষণা করেছিলেন। তারই প্রতিবাদে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার খেজুরির হেঁড়িয়ায় সভার ডাক দেওয়া হয়। রবিবার ওই সভার প্রচার করতে গিয়ে খেজুরির বারাতলায় আক্রান্ত হন কংগ্রেস কর্মীরা। কণিষ্ক পণ্ডার অভিযোগ, “এ দিন বিকাল তিনটেয় সভার আয়োজন করা হয়েছিল। সভা শুরু হওয়ার আগেই আচমকা হাজার দেড়েক তৃণমূল কর্মী-সমর্থক বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালান। মঞ্চে উঠে ভাঙচুর করেন তাঁরা। উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থকদের মারধর করেন। আমাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নামিয়ে হামলে পড়েন।”
খেজুরির এই ঘটনার প্রতিবাদে এ দিনই কাঁথি শহরের কাছে বেতালিয়াতে দিঘা-কলকাতা সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করে কংগ্রেস। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে। |