আগাম বড়দিনে সান্তার উপহার |
ঘরের মধ্যেই তৈরি করা হয়েছিল গোশালা। যেন ছোট্ট একটি গ্রাম উঠে এসেছে। খড়ের চালির নীচে উঁচু-নীচু পাহাড়, ঢিবি। পাশ দিয়ে চলে যাওয়া মেঠো পথ, গাছপালা সবই রয়েছে সেই গ্রামে। আর রয়েছে ঝকমকে তারা এবং অবশ্যই ‘খ্রিস্টমাস ট্রি’। সাজানো-গোছানো এই ঘরেই চলল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গানে যোদ দিলেন ছাত্রীরা। সোমবার এ ভাবেই আগাম বড়দিন পালন করা হল মেদিনীপুর সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থায়। সকাল থেকেই শুরু হয়েছিল তোড়জোর। কেউ ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। কেউ বা ব্যস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানে ছিলেন অধ্যক্ষা সবিতা দেব রায়। সান্টাক্লজের সাজে এক ছাত্রী সকলকে উপহারও দেন।
|
‘আমরা-ওরা’র প্রতিবাদে বৈঠক বয়কট সিপি-র |
বিবেক ছাত্র-যুব উৎসব নিয়ে ডাকা প্রশাসনের এক বৈঠক বয়কট করল ছাত্র পরিষদ। আমরা-ওরা বিভাজনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত কংগ্রেসের ছাত্র সংগঠনের। সোমবার দুপুরে মেদিনীপুরের (সদর) মহকুমাশাসকের দফতরে বৈঠকটি ডাকা হয়েছিল। মেদিনীপুর শহরে উৎসব শুরু হবে ২৬ ডিসেম্বর। এখানেও ফের ‘আমরা-ওরা’র ছায়া। আমন্ত্রিতের তালিকায় ব্রাত্য রয়েছেন বিরোধী দলের বিধায়কেরা। যে সব এলাকায় তৃণমূলের বিধায়ক রয়েছেন, সেখানে বিধায়কদের উৎসব কমিটির পৃষ্ঠপোষকের পদে বসানো হয়েছে। কিন্তু, যে সব এলাকায় তৃণমূলের বিধায়ক নেই, বিরোধী দলের বিধায়ক রয়েছেন, সেখানে পৃষ্ঠপোষকের পদে রয়েছেন তৃণমূল নেতারা। মেদিনীপুর শহরে উৎসব কমিটির পৃষ্ঠপোষক হয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ এক সময় যুব তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “আমাদের প্রতিবাদ এখানেই। যুব তৃণমূলের নেতা কেন পৃষ্ঠপোষক হবেন? ২৬ তারিখ উৎসব শুরু। আর বৈঠক ডাকা হল ২৪ তারিখ। আসলে তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত হয়েই রয়েছে। তাই আমরা বৈঠকটি বয়কট করেছি।”
|
গড়বেতা হাইস্কুলের ১২৫তম বর্ষ উদ্যাপন অনুষ্ঠান শেষ হল রবিবার। এই অনুষ্ঠান উপলক্ষে তিন দিন ধরে গোটা গড়বেতা ছিল জমজমাট। ছিল নানা আয়োজন। যুব সমাজে স্বামীজীর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা থেকে বিজ্ঞান প্রদশর্নী, চিত্র প্রদর্শনী সবই হয়েছে মহা সমারোহে। রামকৃষ্ণ মিশনের সাহায্যে ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ১২৫ জনকে কম্বলও বিতরণ করা হয়। আগেই স্কুলের জন্য ঝাড়গ্রামের সাংসদ পুলিন বিহারী বাস্কে প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকায় দোতলা ভবন নির্মাণ শুরু হয়েছে। দুই প্রাক্তন ছাত্রের সাহায্যে স্কুলে নতুন গেটও হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা আশ্বাস দিয়েছেন, হস্টেল নির্মাণের জন্য প্রায় ২৮ লক্ষ টাকা দেবেন। উৎসব কমিটির সম্পাদক শ্যামল মহাপাত্র বলেন, “ওই ২৮ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি স্কুলে আরও একটি ভবন তৈরির জন্য ২৫ লক্ষ টাকার দাবি জানিয়েছি মন্ত্রীর কাছে। উনি এ বিষয়েও সাহায্যের আশ্বাস দিয়েছেন।”
|
মন্দিরে চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেল দুই যুবক। ধৃতদের নাম মিঠুন মুদি ও আসলাম পারভেজ। বাড়ি মেদিনীপুর শহরে। রবিবার রাতে ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার মাতকাতপুরে। পুলিশ গিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করে। রবিবার রাতে মাতকাতপুরের এক শীতলা মন্দিরে চুরি হয়। দু’টি মোটর বাইকে চেপে পাঁচ জন যুবক চুরি করতে এসেছিল। চুরির পর তিন জন যুবক চম্পট দিলেও মিঠুন ও আসলাম গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালিকা) পরিচালন সমিতির সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হলেন মধুসূদন গাঁতাইত। মধুসূদনবাবু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালক) শিক্ষক। সোমবার পরিচালন সমিতির বৈঠকে তাঁকেই সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। মধুসূদনবাবু বলেন, “স্কুলের উন্নয়নে সব রকম চেষ্টা করব।” |