টুকরো খবর
বন্ধ ঘর থেকে উদ্ধার দুই ভাইয়ের মৃতদেহ
ঘরের দরজা ভেঙে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ছোট ভাই খাটের উপরে পড়েছিলেন গলার নলি কাটা অবস্থায়। দাদার মৃতদেহ ঝুলছিল সিলিং পাখার সঙ্গে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পূর্ব রামনগর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। মৃতদের নাম কেশব (৩৫) এবং তারক সিংহরায় (৩৮)। পুলিশের ধারণা, ব্লেড দিয়ে গলার নলি কেটে ভাইকে মেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তারক। একই অনুমানের কথা পুলিশকে লিখিত ভাবে জানিয়েছেন কেশবদের বাবা প্রাণকৃষ্ণবাবু। কেশবের দেহের পাশ থেকে রক্তমাখা একটি ব্লেড উদ্ধার হয়েছে। ঠিক কি কারণ ঘটনার মূলে রয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে। এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ জানান, দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর গ্রামে ওই পরিবারের প্রচুর জমিজমা রয়েছে। দোতলা বাড়িতে বাবার সঙ্গে থাকতেন দুই ভাই। দু’জনেই অবিবাহিত। তারক চাষবাসের তদারকি করতেন। লোকনাথ স্টেশনের কাছে কেশবের বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। পাঁচ বোনের বিয়ে হয়ে গিয়েছে। দোতলার একটি ঘরে দুই ভাই ঘুমোতেন। প্রাণকৃষ্ণবাবু ঘুমোতেন পাশের ঘরে। প্রতিদিনের মতোই সোমবার সকালে কাজে আসেন পরিচারিকা। দুই ভাই ঘুম থেকে না ওঠায় তিনি তাঁদের ডাকেন। সাড়া না মেলায় পড়শিদের খবর দেন। জানলার পাল্লা ভাঙতেই দেহ দু’টি নজরে আসে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। পাশাপাশি, নারীঘটিত কারণও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আদিবাসীদের নিয়ে ফুটবল হরিপালে
ফুটবলের প্রতি আদিবাসী যুবকদের আকর্ষণ বাড়াতে প্রতিযোগিতা হল হরিপালে। সম্প্রতি হরিপালের নবারুণ সঙ্ঘের মাঠে তিলকো মুর্মু মেমোরিয়াল কাপ নামে ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আদিবাসী সেবা মিশন। চ্যাম্পিয়ন, জাঙ্গিপাড়ার ভরকুল বিশালাক্ষ্মী কালচারাল ক্লাব। ৩২টি দল যোগ দিয়েছিল। মূলত আদিবাসী সম্প্রদায়ের যুবকেরাই ওই সমস্ত দলে খেলেন। ফাইনালে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড দিশম পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি মোহন টুডু, দলের রাজ্য কমিটির সহ সভাপতি লক্ষ্মী হাঁসদা প্রমুখ।

স্কুল পরিচালন সমিতিতে মিশ্র ফলাফল হাওড়ায়
স্কুল পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মিশ্র ফল হল হাওড়ায়। বাগনানের সামতা শরৎচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়। ছ’টি আসনেই জিতে যান তৃণমূল প্রার্থীরা। অন্য দিকে, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূলকে হারিয়ে ছ’টি আসনেই জয়ী কংগ্রেস। রূপাসগড়ি হাইস্কুল পরিচালন সমিতিতেও লড়াই হয় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের। জিতে যায় কংগ্রেস। শ্যামপুরে অযোধ্যা হাইস্কুল এবং নস্করপুর হাইস্কুল পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে জিতেছে তৃণমূল। আমতা বালিকা বিদ্যালয়ে সিপিএমকে হারিয়ে পরিচালন সমিতি দখল করেছে তৃণমূল। অন্য দিকে, তৃণমূলকে হারিয়ে উলুবেড়িয়ার জগৎপুর হাইস্কুল পরিচালন সমিতি দখল করেছে বামফ্রন্ট। সব স্কুলেই নির্বাচন হয় রবিবার।

দুষ্কৃতী হানা জগৎবল্লভপুরে
দুষ্কৃতীরা হানা দিল জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। রবিবার রাতে সমিতির দরজা ভেঙে তারা ভিতরে ঢোকে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে তারা লোহার সিন্দুক ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে, সিন্দুক ভাঙতে না-পারায় সমিতির টাকা-পয়সা কিছুই খোওয়া যায়নি। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেওড়াফুলিতে দৌড় প্রতিযোগিতা
ডিওয়াইএফের উদ্যোগে গত রবিবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল হুগলিতে। সংগঠনের পূর্ব শ্রীরামপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ওই দৌড় শুরু হয় শেওড়াফুলি স্টেশনের কাছে জিটি রোড-সংলগ্ন একটি প্রেক্ষাগৃহের সামনে থেকে। জিটি রোড ধরে দৌড় শেষ হয় শ্রীরামপুরের মাহেশ স্নানপিড়ি মাঠে। বিভিন্ন বয়সের দু’শো প্রতিযোগী যোগদান করেন।

মজুরি বৃদ্ধির দাবি
দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে সোমবার দুপুরে শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিলে কয়েকশো ঠিকা শ্রমিক কর্তৃপক্ষের কাছে বিক্ষোভ দেখান। পুলিশের মধ্যস্থতায় দু’পক্ষের আলোচনার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি বেশ কিছু ঠিকা শ্রমিককে সরকার নির্ধারিত দৈনিক মজুরি দিচ্ছেন কতৃপক্ষ। আগে থেকেই ওই হারে টাকা পাচ্ছেন, এমন শ্রমিকদের একাংশ বিক্ষোভ দেখান।

গাঁজা উদ্ধার
সোমবার আরামবাগের মুথাডাঙা বাজারে একটি দোকান থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে ওই দোকানের মালিক মহম্মদ ইউনুসকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.