টুকরো খবর
দু’টি বাস দুর্ঘটনা
ফের দু’টি বাস দুর্ঘটনা শহরে। পুলিশ জানায়, সোমবার প্রথম ঘটনায় বিদ্যাসাগর সেতুর মুখে বটানিক্যালগামী একটি বাসের চাকা ফেটে সেটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায়। আহত ৩৫ জনের মধ্যে তিন জন পিজিতে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চালক পলাতক। বিকেলে লেনিন সরণি ও মির্জা গালিব স্ট্রিটের মোড়ে মেরি সিংহ নামে এক মহিলা সরকারি বাসের ধাক্কায় জখম হন। তিনি মেডিক্যালে ভর্তি। জনতা দু’টি সরকারি বাসে ভাঙচুর চালায়। রবিবার ওই রাস্তাতেই বহরমপুরগামী বাস উল্টে জখম হন ৫৬ জন। সোমবার পর্যন্ত ওই বাসচালক গ্রেফতার হয়নি।


রবীন্দ্র-নৃত্যনাট্যের নায়িকাদের নিয়ে ‘দক্ষিণায়ন (ইউ কে)’
আয়োজিত অনুষ্ঠানে অন্য শিল্পীদের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়।
সোমবার, আইসিসিআর-এ। —নিজস্ব চিত্র

মিজানুরকে জেরা করতে আজ শহরে অন্ধ্র পুলিশ
শুধু খাদিম-কর্তা অপহরণ কাণ্ড বা বারাণসীর বিস্ফোরণই নয়, পাঁচ বছর আগে হায়দরাবাদের জোড়া বিস্ফোরণেও ধৃত মিজানুর রহমান জড়িত বলে সন্দেহ গোয়েন্দাদের। তাই তাকে জেরা করতে অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি দল আজ, মঙ্গলবার কলকাতায় আসছে। ১৯ ডিসেম্বর মিজানুর প্রিন্সেপ ঘাটের কাছে ধরা পড়ে। ২০০৭-এর অগস্টে হায়দরাবাদে জোড়া বিস্ফোরণে প্রায় ৫০ জন নিহত হন। অন্ধ্র পুলিশের দাবি, এই জোড়া বিস্ফোরণের প্রধান অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বাবুভাই ওরফে জালালউদ্দিন মোল্লা। বিস্ফোরণের দু’মাস আগে বাবুভাই উত্তরপ্রদেশ পুলিশের হাতে ধরা পড়লেও গোটা পরিকল্পনাই সে ছকে রেখেছিল। এই বাবুভাইয়েরই অন্যতম প্রধান সহযোগী ছিল মিজানুর। অন্ধ্র পুলিশের সন্দেহ, হায়দরাবাদের জোড়া বিস্ফোরণের আগে বাবুভাই ধরা পড়ে যাওয়ায় মিজানুর ওই নাশকতার পরিকল্পনা কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। খাদিম-কর্তা পার্থ রায়বর্মন অপহরণ কাণ্ডে সোমবারও লালবাজারে গিয়ে মিজানুরকে জেরা করেছে সিআইডি।

দুষ্কৃতী-হামলা, আতঙ্ক
দুষ্কৃতীদের ছোড়া বোমা ও গুলিতে উত্তেজনা ছড়াল। সোমবার, নাগেরবাজারের আমবাগানে। পুলিশ জানায়, দু’টি মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা এসে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোড়ে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, আগে এমন ঘটলেও কেউ গ্রেফতার হয়নি। ব্যারাকপুর কমিশনারেটের এডিসি শুভঙ্কর ভট্টাচার্য জানান, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা কি না খতিয়ে দেখা হবে।

জাল বই আটক
গিরিশ পার্ক এলাকায় একটি গুদামে হানা দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ছাপ মারা কয়েক লক্ষ টাকার নকল বই উদ্ধার করল পুলিশ। সোমবার, মহেন্দ্র গোস্বামী রোডের ওই গুদামে যান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার অফিসারেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবম এবং দশম শ্রেণির গণিতের নকল বই ওই গুদামটিতে মজুত করা ছিল।

পথ-দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। রবিবার রাতে, কাশীপুর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম স্বর্ণকমল সাউ (২৩)। লরি-সহ চালক আটক হয়েছে।

বাস ‘চুরি’
রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি বাস চুরির অভিযোগ উঠল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাডকো মোড়ের কাছে। বাসটির মালিক, বাগুইআটির বাসিন্দা বিপ্লব সরকারের অভিযোগ, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাসটিকে ওই রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। সোমবার সেখানে আর বাসটি পাওয়া যায়নি।

শুভার সান্তায়ন

আসল দাড়ির সঙ্গে নকল চুলের সান্তা-টুপি, লাল জোব্বায় মহাকরণের অলিন্দকেই
‘সব পেয়েছির দেশ’ বানালেন শুভাপ্রসন্ন। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে কেক কেটে
ছোট-বড় সবাই মিলে হল ক্রিসমাস ইভ পালন। সোমবার। ছবি: রাজীব বসু

 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.