টুকরো খবর
উপদেষ্টা নিয়োগ ইউনাইটেড ব্যাঙ্কের
পরিচালন ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নিয়োগ করল ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দু’বছরের জন্য মার্কিন উপদেষ্টা সংস্থা অ্যাক্সেনচার-কে নিয়োগ করেছে তারা। প্রতিযোগিতার বাজারে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যেই উপদেষ্টা সংস্থা নিয়োগ করা হয়েছে বলে জানান ইউনাইটেড ব্যাঙ্কের সিএমডি ভাস্কর সেন। তিনি বলেন, “ব্যাঙ্কিং ব্যবসায় প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। নতুন নতুন ব্যাঙ্ক আসছে। প্রতিযোগিতায় এগিয়ে যেতে এক দিকে যেমন উন্নত প্রযুক্তির ব্যবহার জরুরি, তেমনই কর্মীদের প্রশিক্ষিত করে তোলা এবং লাভজনক ভাবে শাখা বিস্তারের উপর জোর দিতে হবে। তাই এ ব্যাপারে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন উপদেষ্টা সংস্থার পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উপদেষ্টা সংস্থার সুপারিশ মেনেই প্রয়োজনে পরিচালন ব্যবস্থা ঢেলে সাজতে চায় কলকাতার এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। ভাস্করবাবু জানান, বিশ্বে ১২০টি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অ্যাক্সেনচার-এর।

স্যামসাংকে দুষল ইউরোপীয় কমিশন
পেটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে মামলায় স্যামসাং-কে ভর্ৎসনা করল ইউরোপীয় কমিশন। তাদের যুক্তি, মেধা সম্পদ নিয়ে সংস্থা মামলা করতে পারে। কিন্তু তার অধিকার অপব্যবহার করা উচিত নয়। সংস্থা ও ক্রেতা, উভয়েই উপকৃত হবে, এমন বৈশিষ্ট্যের ক্ষেত্রে মেধা সম্পদ নিয়ে প্রশ্ন তোলা অনুচিত। কমিশন লিখিত ভাবে জানিয়েছে, স্যামসাং ইউরোপে নিজের বাজার দখলের জোরে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে, যাতে তারা পেটেন্ট না- পায়। স্যামসাং দোষী প্রমাণিত হলে তাদের বার্ষিক আয়ের ১০% জরিমানা দিতে হতে পারে।

বেজিংয়ের প্রদর্শনীতে সোনার পদ্ম
ছবি—এ এফ পি
বেজিংয়ের প্রদর্শনীতে সোনার পদ্মের উপর জেড পাথরের বুদ্ধমূর্তি। গত এক বছরে চিনের ভোগ্যপণ্য বাজার বেড়েছে ৫৬%। ছুঁয়েছে ১,৯০০ কোটি ডলার। আগামী দিনেও এই বৃদ্ধি বজায় থাকবে বলে মনে করে সংশ্লিষ্ট মহল। তাই সবার নজর এখন বৃহত্তম জনসংখ্যার এই দেশের দিকে।

সোমবার আনুষ্ঠানিক উৎপাদন শুরু হল বার্নপুরে ইস্কো কারখানায়। হাজির সংস্থার সিইও এন কোঠারি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.