আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
|
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হল পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। মোহনবাগান, স্পন্দন ও সাই কমপ্লেক্স মাঠে হবে এই প্রতিযোগিতা। তবে উদ্বোধনের দিন একমাত্র মোহনবাগান মাঠেই হয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে বস্তার ৪-২ গোলে হারায় ওড়িশার বেরামপুরকে। চারটি গোলই করেন বিকাশ মালি। বেরামপুরের হয়ে ব্যবধান কমান আমির বোনাই ও মহম্মদ ইউসুফ আলি। অপর খেলায় বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ৮-১ গোলে হারায় এপিএস রেওয়াকে। অন্য ম্যাচে অসমের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ৪ গোলে হারায় ভিভিএস পূর্বাঞ্চলকে। এই ম্যাচেও একাই চারটি গোল করেন অপূর্ব ফুকন। ভূবনেশ্বরের কেআইআইটি ও বিলাসপুরের সিভি রমনের অনুপস্থিতির জেরে ‘ওয়াক ওভার’ পেয়েছে ছত্তিশগঢ়ের ম্যাটস ও এই রাজ্যের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। |
মোহনবাগান মাঠে বিশ্ববিদ্যালয় ফুটবল। ছবি: উদিত সিংহ। |
অন্য দিকে, রবিবার রাতে বেড়াতে বেরিয়ে পথ দুর্ঘটনায় জখম হন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শেখ জহিরুল নামে এক ফুটবলার। অপর এক ফুটবলারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাই প্রতিযোগিতায় যোগ না দিয়েই ফিরে গিয়েছে আলিয়া। বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে। দলের টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন রথীন্দ্রনাথ ভট্টাচার্য, কোচ হয়েছেন কাজি নুরুল হুদা ও সহকারি কোচ হয়েছেন প্রদীপ পাত্র। প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ধমানের রেজিস্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়। গতবার রানার্স হওয়ায় ৩০ ডিসেম্বর সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে নামছে বর্ধমান। ২৭ ডিসেম্বর খেলবে কলকাতা বিশ্ববিদ্যালয় ও আজ, ২৫ ডিসেম্বর খেলবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। কল্যাণী ও রবীন্দ্রভারতীও খেলবে এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় খেলবে এর পরের দিন।
|
জিতল অআকখ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবলের সোমবার জিতল অআকখ কালচারাল ক্লাব। ঘরের মাঠের খেলায় তারা ১-০ গোলে হারায় দুর্গাপুর অগ্রণী সঙ্ঘকে। চয়নের মাঠে সুপ্রিয় সঙ্ঘ ২ গোলে হারায় সুভাষচন্দ্র বয়েজকে। গোল করেন অমলেন্দু চক্রবর্তী ও সুখময় সরকার।
|
হারল দেশবন্ধু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল ইলেভেন বুলেট। তারা লোহারপাড়া দেশবন্ধু সঙ্ঘকে ৫-৩ গোলে হারায়। এই প্রতিযোগিতার আগের খেলায় আদিবাসী কৃষক সঙ্ঘ টাইব্রেকারে ৮-৭ গোলে হারায় আদিবাসী পঞ্চগ্রাম সমিতিকে। নির্ধারিত সময়ে ফল ছিল ২-২। |