সেট-টপ বক্স লাগানো নিয়ে কেন্দ্রীয় সরকার ও কলকাতা হাইকোর্টের পরে এ বার মাল্টিসিস্টেম অপারেটর (এমএসও)-রাও রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করল। রাজ্যকে কার্যত কাঠগড়ায় তুলে তারা চিঠি দিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। চিঠিতে বলা হয়েছে, প্রশাসনের ডিজিটাল সম্প্রচার-বিরোধিতার কারণে এখন ছ’টি বড় ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সংস্থার সঙ্গে কেব্ল অপারটরদের অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।
ডিজিটাল সম্প্রচারে বাধা দিয়েছিল বিগত বাম সরকারও। কিন্তু এখন কেন্দ্র ও রাজ্য সরকারের দু’রকম নির্দেশের মুখে কার্যত দিশাহারা এমএসও-রা। মহাকরণ সূত্রের খবর, শহরের ১১টি এমএসও সংস্থা সম্প্রতি পুরমন্ত্রীকে এক চিঠিতে বলেছে, তাদের হিসেবে মেট্রো এলাকায় ৩৩ লক্ষ ৪২ হাজার গ্রাহকের ৭০% সেট-টপ বক্স লাগিয়ে ফেলেছে। এ জন্য সংস্থাগুলি কয়েকশো কোটি টাকা বিনিয়োগও করেছে। এখন কেন্দ্রের নির্দেশ ও কলকাতা হাইকোর্টের রায়ের পরেও যদি রাজ্য সরকার অ্যানালগ সম্প্রচার সম্পূর্ণ বন্ধ করে ডিজিটাল অ্যাড্রেসেবল সিস্টেম (ড্যাস) চালু করার কাজে সাহায্য না করে, তবে তাদের বিপুল আর্থিক ক্ষতি হবে। বিপদে পড়বেন ৬ হাজারেরও বেশি কেব্ল অপারেটর। পুরমন্ত্রী এখনও তাঁর বক্তব্যে অনড়। এমএসও-দের চিঠির নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমএসও এবং কেব্ল অপারেটরদের সঙ্গে কথা না বলে প্রতিক্রিয়া দেব না।” কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ডিজিটাল ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত এক যুগ্মসচিব জানিয়েছেন, ২৭ ডিসেম্বরের পর সময় বাড়ানো হবে না। হাইকোর্টে এক মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চও জানিয়ে দিয়েছে, কলকাতা মেট্রো এলাকায় ডিজিটাল প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেবে না আদালত। ২৭ তারিখের মধ্যে সব অ্যানালগ সম্প্রচার বন্ধের নির্দেশ পালন করতে হবে রাজ্যকে। |