দুই জেলায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একটি দুর্ঘটনা ঘটে হুগলির পুড়শুড়ার জঙ্গলপাড়া এলাকায়। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এক নেশাগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে ছিটকে পড়েন পুড়শুড়ার কুলবাতপুরের বাসিন্দা অজিত পোড়েল (৬১)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। অন্য দুর্ঘটনাটি ঘটে ওই রাতেই বীরভূমের নলহাটি গার্লস স্কুল সংলগ্ন রাস্তায়। মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয় মুর্শিদাবাদের সুতির ডাইন গ্রামের বাসিন্দা কাউসার শেখের (১৫)। পুলিশ জানায়, সে দিন কয়েক আগে আত্মীয়ের বাড়িতে এসেছিল। দুর্ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সে মারা যায়।
|
মানুষের ভোগান্তি কমাতে নতুন আরও পাঁচটি পাসপোর্ট সেবাকেন্দ্র খোলা হচ্ছে। কলকাতা-সহ খড়গপুর, শিলিগুড়ি, গ্যাংটক এবং আগরতলায় কেন্দ্রগুলি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরেই সব ক’টি কেন্দ্র থেকে পরিষেবা পাওয়া যাবে বলে জানান আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক আর শিবকুমার। |